<p>পবিত্র রমজান মাস আগমনের দিনগণনা শুরু হয়েছে। আর মাত্র চার মাস শুরু হতে যাচ্ছে পবিত্র এ মাস। আগামী বছরের ১ মার্চ রমজান শুরু হতে পারে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত।</p> <p>সোমবার (২৮ অক্টোবর) আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।</p> <p>প্রতিবেদনে আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটির সূত্রে বলা হয়েছে, ইসলামী বর্ষপঞ্জি অনুসারে পঞ্চম মাস জমাদিউল আউয়াল। এ মাসের অর্ধচন্দ্রাকার চাঁদ রমজানের তারিখের পূর্বাভাস দিতে সাহায্য করে। </p> <p>এদিকে আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইবরাহিম আল-জারওয়ান জানিয়েছেন, দেশটিতে আগামী বছরের ১ মার্চ রমজান শুরু হতে পারে। তবে চূড়ান্ত দিনক্ষণ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। </p> <p>রমজান হলো ইসলামী চন্দ্র বর্ষপঞ্জির নবম মাস। এই মাসের ৩০ বা ২৯ দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন মুসলিমরা। সূর্যোদয় ও সূর্যাস্তের ওপর নির্ভর করে উপবাসের সময়কাল পরিবর্তিত হয়।</p> <p>অবশ্য হিজরি সনের তারিখ গণনা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই স্থানভেদে এর তারিখ পরিবর্তন হতে পারে। পবিত্র রমজানসহ অন্য মাসগুলো শুরুর আনুষ্ঠানিক ঘোষণা চাঁদ দেখা কমিটি দিয়ে থাকে।</p> <p><em>সূত্র: গালফ নিউজ</em></p>