<p>মোংলার প্রধান শেলাবুনিয়া ক্যাথলিক চার্চসহ ৪০টি গির্জায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বড়দিন উদযাপিত হবে। খ্রিষ্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনে শেলাবুনিয়া খ্রিষ্টান পল্লীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক আলোকসজ্জায় উৎসবে মুখরিত হয়ে উঠেছে।</p> <p>বড়দিন উপলক্ষে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১১টায় শেলাবুনিয়া ক্যাথলিক গির্জায় ধর্মীয় রীতি অনুযায়ী ঘণ্টা বাজানোর সাথে সাথে অনুষ্ঠিত হবে প্রার্থনার প্রথম পর্বের নানা আনুষ্ঠানিকতা। এরপর শুরু হবে বিশেষ প্রার্থনাসহ নানা আচার অনুষ্ঠান। শুরুতেই যিশু খ্রিষ্টকে ও মৃত আত্মার স্মরণসহ দেশ ও জাতীর মঙ্গল কামনা করে প্রার্থনা করবেন মোংলার প্রধান কেন্দ্রীয় শেলাবুনিয়া গির্জার (সাধুপল ক্যাথলিক মণ্ডলী) পালক পুরোহিত ফিলিপ মন্ডল। প্রার্থনা করা হবে ফাদার মারিনো রিগনের আত্মার শান্তির জন্যেও। আজ মঙ্গলবার রাতে শেলাবুনিয়ার প্রধান ক্যাথলিক গিজার্সহ ৪০টি চার্চে একসাথে অনুষ্ঠিত হবে বড়দিনের বিশেষ এ প্রার্থনা।</p> <p>এ ছাড়া আগামীকাল বুধবার (২৫ ডিসেম্বর) সকালে শেলাবুনিয়া, মালগাজী, কানাইনগর, চিলা ও বুড়িরডাঙ্গাসহ খ্রিষ্টান অধ্যুষিত এলাকাগুলোতে নানা আনুষ্ঠানিকতা এবং উৎসবের মধ্যদিয়ে বড়দিন উদযাপিত হবে। বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের উপসানালয় ও ঘর-বাড়িগুলো বর্ণিল সাজ এবং জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা শোভা পাচ্ছে। সব গির্জাগুলোর সামনেই স্থাপন করা হয়েছে গোসালা। গোসালায় দৃষ্টি নন্দনভাবে যিশুর আবির্ভাবের প্রতিকৃতি সাজানো হয়েছে। এদিকে বড়দিন উপলক্ষে সব গির্জা ও খ্রিষ্টান পল্লীগুলোতে পুলিশের রয়েছে বাড়তি নজরদারি।</p>