<p>সুনামগঞ্জের হাওরাঞ্চল মধ্যনগর ও ধর্মপাশা উপজেলায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৭৫ হেক্টর জমিতে বেশি সরিষার আবাদ হয়েছে। সয়াবিন তেল ও পাম ওয়েলের ওপর নির্ভরতা কমিয়ে দেশে সরিষার উৎপাদন বৃদ্ধি করার কৃষি বিভাগের বিশেষ উদ্যোগে হাওরাঞ্চলে সরিষার আবাদ বাড়িয়েছে। হাওরাঞ্চলে সরিষার আবাদ বৃদ্ধি করতে ১ হাজার ৩০ জন কৃষককে বিনামূল্যে বীজ-সার প্রণোদনা প্রদান করা হয়েছে। এ ছাড়া কৃষি অফিস থেকে কৃষকদের নিয়মিত পরামর্শ সেবা দেওয়া হচ্ছে।</p> <p>উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, হাওরাঞ্চলে এ বছর ৬৪৫ হেক্টর জমিতে সরিষার আবাদের লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ সম্পন্ন হয়েছে ৭২০ হেক্টর জমিতে। যা থেকে ১ হাজার মেট্রিকটন সরিষা উৎপাদনের প্রত্যাশা কৃষি বিভাগের। যার বাজার মূল্য ৭৫ কোটি টাকা। তবে মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নেই সরিষার আবাদ বেশি হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গর্তে ঢুকিয়ে মাথাহীন ‘তরুণীর’ দেহ আগুনে পুড়ছিলেন যুবক!" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735020019-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গর্তে ঢুকিয়ে মাথাহীন ‘তরুণীর’ দেহ আগুনে পুড়ছিলেন যুবক!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/24/1460778" target="_blank"> </a></div> </div> <p>কৃষকরা জানান, তারা সাধারণত বারি-১৪, বারি-১৭, বারি-১৮, বিনা সরিষা-৯ ও বিনা সরিষা ১১ জাতের আবাদ বেশি করেছেন। আমন ও বোরো ধানের মাঝামাঝি সময়ে চাষ হওয়া সরিষা জমির উর্বরতা বৃদ্ধি করে। সরিষার পাতা থেকে সৃষ্ট জৈব সার ধানের পুষ্টি জোগান দেয়। বীজ রোপণের পর থেকে সর্বোচ্চ ৮০-৯০ দিনের মধ্যে ফসল ঘরে তোলা যায়। প্রথম দিকে আগাছা পরিষ্কারের কাজ ছাড়া তেমন পরিশ্রমও হয় না সরিষা চাষে। তাই স্বল্প সময়ে চাষ সম্ভব বলে অনেক চাষিই সরিষা চাষে আগ্রহ দেখাচ্ছেন।</p> <p>মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কৃষক মো. আব্দুস সাত্তার জানান, তিনি ১ বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন। এ আবাদ করতে গিয়ে তার ৩ হাজার টাকার মতো খরচ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ৩-৪ মণের মতো সরিষা উৎপাদন হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জয়পুরহাটে ১০০ শয্যার জনবলে চলছে ২৫০ শয্যার হাসপাতাল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735018845-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জয়পুরহাটে ১০০ শয্যার জনবলে চলছে ২৫০ শয্যার হাসপাতাল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/24/1460775" target="_blank"> </a></div> </div> <p>বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকমল হোসেন বলেন, এ বছর মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ৩৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে সরিষা রোপণ করা হয়েছে। ফেব্রুয়ারির শুরুতেই কৃষকরা ফসল ঘরে তুলবেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সারবাহী জাহাজে ৭ খুন : মামা-ভাগনের মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735016735-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সারবাহী জাহাজে ৭ খুন : মামা-ভাগনের মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/24/1460768" target="_blank"> </a></div> </div> <p>উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল-মাসুদ তুষার কালের কণ্ঠকে বলেন, হাওরাঞ্চলের দুই উপজেলায় সরিষার প্রণোদনা দেওয়া হয়েছে ১ হাজার কৃষককে। আমাদের মাঠ পর্যায়ের কৃষি অফিসাররা চাষিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সব কিছু ঠিক থাকলে সরিষার বাম্পার ফলন হবে বলে জানান তিনি।</p>