<p>আব্দুল্লাহ আল-মামুন (৩১) নামের এক যুবকের বিয়ে হয়েছে প্রায় তিন মাস আগে। বিয়ের সময় হাতে লাগানো মেহেদীর রঙ এখনো শুকায়নি। কিন্তু তার আগেই সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন তিনি। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার উপ-সহকারী প্রাণী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।</p> <p>আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে এমন দুর্ঘটনা ঘটে ময়মনসিংহের নান্দাইলের বাঁশাহাটি নামক স্থানে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এলাকা ছেড়ে ফেনীতে লাঞ্ছিত মুক্তিযোদ্ধা কানু, ফিরতে চান বাড়িতে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735025593-9bf4989c13221da464270f151d4201b2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এলাকা ছেড়ে ফেনীতে লাঞ্ছিত মুক্তিযোদ্ধা কানু, ফিরতে চান বাড়িতে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/24/1460797" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয় সূত্র নিহতের পরিবার জানায়, নিহত আব্দুল্লাহ আল-মামুন কিশোরগঞ্জের গাইটাল সিধরখিলা এলাকার মো. আমিনুল ইসলামের ছেলে। তিনি প্রতিদিনই মোটরসাইকেলযোগে কর্মস্থলে কেন্দুয়ায় যেতেন। আজ মঙ্গলবার সকালে নিজবাসা থেকে মোটরসাইকেলযোগে বের হন। পথে নান্দাইল-কেন্দুয়া সড়কের নান্দাইলের বাঁশহাটি নামক স্থানে পৌঁছতেই হঠাৎ একটি গরু দৌড় দিলে মোটরসাইকেলর সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি আহত হন। পরে সেখান থেকে উদ্ধার করে নান্দাইল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১৭ বছর পর মুক্তি পেলেন বিএনপি নেতা পিন্টু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735023567-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১৭ বছর পর মুক্তি পেলেন বিএনপি নেতা পিন্টু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/24/1460792" target="_blank"> </a></div> </div> <p>নিহতের বোনের স্বামী মারুফ জানান, গত তিন মাস আগে আল-মামুন পাকুন্দিয়ায় বিয়ে করেন। বর্তমানে স্ত্রীকে নিয়ে নিজ বাসা গাইটালে মা-বাবার সঙ্গে বসবাস করতেন। এই শীতে কথা ছিল স্ত্রীকে নিয়ে কক্সবাজারে বেড়াতে যাবেন। দিনক্ষণও ঠিকঠাক ছিল। কিন্তু এর আগেই না ফেরার দেশে চলে গেলেন।</p> <p>নান্দাইল থানার উপপরিদর্শক আব্দুস সালাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।</p>