<p>স্ত্রী-সন্তানের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ করেছেন স্বামী। গত সোমবার রাতে ময়মনসিংহের নান্দাইল থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওমর ফারুক (৪৬)।</p> <p>অভিযোগ সূত্রে জানা যায়, ওমর ফারুক ঢাকায় কাঁচামালের ব্যবসা করেন। মাঝেমধ্যে বাড়িতে আসেন। এলাকবাসীর কাছ থেকে জানতে পারেন, তাঁর স্ত্রী শাহানা বেগম (৪১) ও ছেলে বাড়িতে মাদক ব্যবসা চালান। ঘটনার সত্যতা পেয়ে তিনি বাধা দেন। পরে স্ত্রী-সন্তান মিলে তাঁকে মারধর করে বাড়ি ছাড়ার হুমকি দেন। এ ঘটনায় গত সোমবার রাতে তিনি নান্দাইল থানায় স্ত্রী ও সন্তানকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঘাপটিমারা আওয়ামী দুষ্কৃতকারীরা দেশ অস্থিতিশীল করতে মরিয়া : ফখরুল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735048933-ce07e6dfe6e8aa0301f159d60cc8e21b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঘাপটিমারা আওয়ামী দুষ্কৃতকারীরা দেশ অস্থিতিশীল করতে মরিয়া : ফখরুল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/24/1460909" target="_blank"> </a></div> </div> <p>অভিযোগ অস্বীকার করে শাহানা বেগম জানান, তাঁর স্বামী ঢাকায় কাঁচামালের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করেন। বেশ কয়েকবার পুলিশের হাতে ধরাও খান। পরে আর মাদক ব্যবসা করবেন না মর্মে জানালে তিনি জামিনে বের হন। কিন্তু ফের এই ব্যবসায় জড়িয়ে পড়েন। পরে বাধ্য হয়ে তিনি গ্রামের বাড়িতে চলে আসেন। ক্ষিপ্ত হয়ে তিনি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।</p> <p>নান্দাইল থানার ওসি ফরিদ আহম্মেদ জানান, বিষয়টি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রকৃত ঘটনা জেনে ব্যবস্থা নেওয়া হবে।</p>