<p>সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টিপাত কমে গরম বেড়েছে। এই গরম অব্যাহত থাকতে পারে আরো তিন দিন। আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেলে গরম কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।</p> <p>আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।</p> <p>এতে বলা হয়, আজ (বৃহস্পতিবার) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।</p> <p>এ সময় টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও নওগাঁ জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।</p> <p>আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, শুক্র ও শনিবার তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। ফলে গরমও থাকবে। আপাতত দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি ঝরবে। গরম কমার জন্য সারা দেশে ভারি বৃষ্টির অপেক্ষা করতে হবে।<br />  </p>