<p>রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ-দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।</p> <p>মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদক সূত্র কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পাচার হওয়া অর্থ ফেরাতে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে দুদকের বৈঠক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/01/1727778485-e322b8bc5f0eb13469204faa5db11aac.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পাচার হওয়া অর্থ ফেরাতে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে দুদকের বৈঠক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/01/1430768" target="_blank"> </a></div> </div> <p>অভিযোগ সূত্রে জানা গেছে, সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এমদাদ, ইঞ্জিনিয়ার মো. আজম আলী পরস্পর যোগসাজশে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। মোস্তাক ও তার স্ত্রীর রাজধানীতে একাধিক ফ্ল্যাট ও প্লট রয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মাহবুব আরা গিনি ৩ দিনের রিমান্ডে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/01/1727777887-1aa55138d78c0d4710d039467ed451ef.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মাহবুব আরা গিনি ৩ দিনের রিমান্ডে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/10/01/1430766" target="_blank"> </a></div> </div> <p>অন্যদিকে ২০১৯ সালের ৭ নভেম্বর রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে সড়কবাতি স্থাপনে ৪৮ কোটি ৮৪ লাখ টাকার বৈদ্যুতিক মাল ক্রয়ের জন্য আহ্বানকৃত টেন্ডারে এডেক্স করপোরেশন লিমিটেড আই খায়রুল কবির রানা (কেকেআর-এই) এর কাগজপত্রে ভুল থাকা সত্ত্বেও তাদের কাজ দেওয়া হয়। টেন্ডারের স্পেসিফিকেশনের মধ্যে লাইটের অরিজিন ইউরোপ, জার্মান ও হল্যান্ডের শর্ত থাকলেও এডেক্স করপোরেশন লিমিটেড চায়না ব্র্যান্ডের লাইট সরবরাহ করে। </p> <p>এ ছাড়া দুদকের প্রাথমিক গোয়েন্দা অনুসন্ধানে রংপুর শহরে দোকান থেকে কর আদায়, লাইসেন্স প্রদান, ডিজিটাল সেবা প্রদানেও ব্যাপক দুর্নীতি তথ্য-প্রমাণ পাওয়া গেছে।</p>