<p>ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা শুরু করেছে একটি চক্র হজযাত্রী, হাজী, হজ এজেন্সির মালিকদের সঙ্গে প্রতারণা করছেন। এবিষয়ে সবাইকে সতর্ক করেছে ধর্ম মন্ত্রণালয়।</p> <p>রবিবার (২০ অক্টোবর) মন্ত্রণালয় এ বিষয়ে একটি সতর্কতা জারি করেছে। </p> <p>উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই জরুরি বিজ্ঞপ্তিতে টাকা ফেরতের কথা বলে কেউ ব্যক্তিগত কোনো তথ্য চাইলে তা দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক না হওয়ার কারণ জানালেন হাইকমিশনার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/20/1729425362-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক না হওয়ার কারণ জানালেন হাইকমিশনার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/20/1437180" target="_blank"> </a></div> </div> <p>জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধর্ম মন্ত্রণালয় থেকে হাজী, হজ এজেন্সি ও হজ গাইডদের জন্য ফেরতকৃত অর্থ (রিফান্ড) সরাসরি ব্যাংক হিসাবে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) বা চেকের মাধ্যমে পাঠানো হয়। এজন্য কোনও ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদের তথ্য চাওয়া হয় না। গত ৯ অক্টোবর ধর্ম মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে অনুরোধ করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।</p> <p>টাকা ফেরতের কথা বলে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদের তথ্য চাওয়া হলে না দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ ধরনের ফোন এলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিতভাবে অভিযোগ দেওয়ার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।</p>