আসামি শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় দুদক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আসামি শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় দুদক
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ফাইল ছবি

দুর্নীতির মামলার আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব কথা জানান।

এক প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেন, সরকার এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাসহ দুদক এ বিষয়ে (শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরত আনা) কাজ করছে। কমিশনের এসংক্রান্ত গঠিত তদন্তদল কাজ করছে।

তারা ফৌজদারির কার্যবিধি ও এসংক্রান্ত অন্যান্য আইন অনুসরণ করে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সবই করবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন অনুয়ায়ী তাকে (শেখ হাসিনা) ফিরিয়ে আনা সম্ভব। সুতরাং আইন অনুযায়ী সব কিছু বিবেচনা করা হবে এবং সে ধরনের প্রচেষ্টাই অব্যাহত আছে।

আরো পড়ুন
দেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

দেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

 

গত ১ জানুয়ারি শেখ হাসিনা ও তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদের (জয়) বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক।

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়, তিনি নিজ এবং পরিবারের অপর সদস্যদের মালিকানায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এখতিয়াধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে কূটনৈতিক এলাকায় একটি ১০ কাঠার প্লট বরাদ্দ নিয়েছেন। সর্বোচ্চ পদাধিকারী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার মাধ্যমে দ্বায়িত্বপ্রাপ্ত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রভাবিত করে নিজ নামে, তার পুত্র-কন্যা, বোন, ও বোনের পুত্র-কন্যার নামে ১০ কাঠার একটি করে প্লট বরাদ্দের ব্যবস্থা করেছেন।

আরো পড়ুন
দেশে ফিরেই গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন

দেশে ফিরেই গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন

 

অন্যদিকে জয়ের বিরুদ্ধে করা মামলায়ও শেখ হাসিনাকে সহযোগী আসামি করা হয়েছে। 

এরও আগে গত ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাজউকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

চিরগৌরবের ভাষার মাস শুরু আজ

সালেহ ফুয়াদ
সালেহ ফুয়াদ
শেয়ার
চিরগৌরবের ভাষার মাস শুরু আজ
সংগৃহীত ছবি

আজ শনিবার ফেব্রুয়ারি মাসের প্রথম দিন। শুরু হলো বাঙালির চিরগৌরব, চিরপ্রেরণার ভাষার মাস। আজ থেকে ঘরে-বাইরে সবখানে শোনা যাবে একুশের গান। আবারও বাংলার দামাল ছেলেদের আত্মত্যাগের স্মৃতি তাজা হয়ে উঠবে।

আবৃত্তি হবে ভাষাশহীদদের স্মরণে লেখা অমর সব কবিতা। নতুন করে ভাষার প্রতি আরো যত্নশীল হওয়ার বোধ তৈরি হবে। ছড়িয়ে পড়বে ভাষার অধিকারের সমতার বার্তা। তৈরি হবে সব ভাষা টিকিয়ে রাখার তাগিদ।

আরো পড়ুন
বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় ছাত্রদল কর্মীর শাস্তি মওকুফ

বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় ছাত্রদলকর্মীর শাস্তি মওকুফ

 

বায়ান্নর ভাষা আন্দোলন বাঙালির সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিমণ্ডলে সৃষ্টি করেছিল অভূতপূর্ব এক অভিঘাত। স্বাধীনতার উন্মেষ-চেতনার ভিত রচিত হয়েছিল ৭৩ বছর আগের সেই আন্দোলনে। সেই জাগৃতি ও স্ফুরণের ধারাবাহিকতায় অর্জন আজকের বাংলাদেশ। ভাষাশহীদরা প্রতিটি বাঙালির হৃদয়ের গহিনে চিরজাগরূক।

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় চিরদিন স্মরণীয় তাঁরা।

ভাষা আন্দোলনের রাজনৈতিক ও সাংস্কৃতিক মূল্য অপরিসীম। এ কারণে ফেব্রুয়ারি মাস এলে দেশজুড়ে শুরু হয় নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড। শহীদদের স্মরণে বাংলা একাডেমি মাসব্যাপী আয়োজন করে অমর একুশে বইমেলা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে বসে জাতীয় কবিতা উৎসব।

আরো পড়ুন
বিকেলে ইজতেমায় অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে

বিকেলে ইজতেমায় অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে

 

শহীদ মিনারে আয়োজন করা হয় নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড। ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিদিন দেশব্যাপী থাকে নানা কর্মসূচি। বরাবরের মতো আজ থেকে মাসব্যাপী শুরু হচ্ছে সেসব আয়োজন।

ভাষা ঘিরে এই অভূতপূর্ব জাগরণ তৈরি হয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর নির্লজ্জ বৈষম্য সৃষ্টি থেকে। ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’—৭৩ বছর আগে পাকিস্তান সরকারের এমন ঘোষণায় তৎকালীন পূর্ব পাকিস্তানের বাংলাভাষী সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। বাংলার মানুষ এই অন্যায় সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। তাই বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে পূর্ব বাংলায় দ্রুত দানা বাঁধে আন্দোলন।

আন্দোলন দমনে পুলিশ ১৪৪ ধারা জারি করে ঢাকা শহরে মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছিল। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি এই আদেশ অমান্য করে ছাত্র ও রাজনৈতিক কর্মীরা মিলে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা মেডিক্যাল কলেজের কাছাকাছি পৌঁছলে পুলিশ ১৪৪ ধারা অবমাননার অজুহাতে আন্দোলনকারীদের ওপর নির্বিচার গুলিবর্ষণ করে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে শহীদ হন সালাম, রফিক, শফিক, জব্বার, বরকতসহ নাম না জানা আরো অনেকে। এতে তীব্র আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে দেশজুড়ে।

ফেব্রুয়ারির ২১ তারিখ বাঙালির ভাষাশহীদ দিবস। একই সঙ্গে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পৃথিবীর সব জাতিগোষ্ঠীর মানুষের মাতৃভাষার অধিকার ও মর্যাদার স্বীকৃতি স্মরণ করিয়ে দিতে দিনটি বাঙালি জাতির জন্য বিশেষ আবেগের। মাতৃভাষার জন্য বুকের তাজা রক্ত দেওয়ার উদাহরণ পৃথিবীর ইতিহাসে বিরল। ভাষার জন্য বাংলার সূর্যসন্তানদের এই বিরল আত্মত্যাগ আন্তর্জাতিক স্বীকৃতি পায় ১৯৯৯ সালের ১৭ নভেম্বর।

এদিন ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এর মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি এখন বিশ্বের দেশে দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। শুধু বাংলা ভাষা নয়, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আরো যেসব ভাষার মানুষ আছে, তাদের নিজ নিজ মাতৃভাষা বিকাশের উদ্যোগ বেগবান করার তাগিদ দেয় এই দিবস।

মন্তব্য

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেসব এলাকায়
ছবি: কালের কণ্ঠ

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৮৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শনিবার ৮টা ৫২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে। 

আজ ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে ইস্টার্ন হাউজিং (২৩৬) এলাকায়।

তালিকায় এর পরেই রয়েছে গোড়ান (২২৮), ঢাকার মার্কিন দূতাবাস (২১৯), সাভারের হেমায়েতপুর (২১৬), মহাখালীর আইসিডিডিআরবি (২০১) এলাকা। এসব এলাকায় বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এছাড়া গুলশান লেক পার্ক এলাকা (১৮৯), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৮৯), কল্যাণপুর (১৮৮), গ্রেস ইন্টারন্যাশনাল (১৮৪) এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 

এদিন বিশ্বের শহরগুলোর মধ্যে সবচেয়ে দুষিত বাতাস বিরাজ করছে কম্বোডিয়ার শহর নম পেন (২১৫)।

তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে মিয়ানমারের ইয়াংগন (২১১) ও উগান্ডার কাম্পালা (২০৫)। শহরগুলোর বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

প্রাসঙ্গিক
মন্তব্য

একনজরে আজকের কালের কণ্ঠ (০১ ফেব্রুয়ারি)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার

ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে

ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। 

আরো পড়ুন
আজ ১ ফেব্রুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

আজ ১ ফেব্রুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

 

এতে আরো বলা হয়েছে, এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। 
 

মন্তব্য

সর্বশেষ সংবাদ