একনজরে আজকের কালের কণ্ঠ (২৯ জানুয়ারি)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার

সম্পর্কিত খবর

ইমাম-মুয়াজ্জিনদের বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে : ধর্ম উপদেষ্টা

বাসস
বাসস
শেয়ার
ইমাম-মুয়াজ্জিনদের বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে : ধর্ম উপদেষ্টা
ফাইল ছবি

মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় অনেক দেবোত্তর সম্পত্তি বেহাত হয়ে গেছে। এগুলো মানুষ দখল করে নিয়েছে।

আমরা মতিঝিলে একটা দেবোত্তর সম্পত্তি উদ্ধার করেছি। সেখানে আমরা বহুতল ভবন নির্মাণ করব, ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের মাধ্যমে।’

আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘শত শত ওয়াক্ফ স্টেট সম্পত্তি বেহাত হয়ে গেছে, আমরা এগুলো উদ্ধারের চেষ্টা করছি। জেলা প্রশাসকদের আমরা নির্দেশ দিয়েছি, মন্ত্রণালয় থেকে নির্দেশনা গেলে যাতে তারা বাস্তবায়ন করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় হাইকোর্টে একটা স্বতন্ত্র বেঞ্চ করব। এ বিষয়ে আমি আইন মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছি। হাইকোর্টের রেজিস্ট্রার সঙ্গে আমি এ বিষয়ে কথা বলেছি। আশা করি একটা স্বতন্ত্র বেঞ্চ হবে, ওয়াক্ফ মামলাগুলোর ওখানে শুনানি হবে।

তাহলে যারা এই মামলাগুলো করে বছরের পর বছর ধরে ওয়াক্ফ সম্পত্তি খাচ্ছে এদের হাত থেকে সম্পত্তি উদ্ধার করতে পারব।’

খালিদ হোসেন বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের সব কাজ জেলা প্রশাসক ও ইউএনওদের সঙ্গে যুক্ত, তাদের সহযোগিতা চেয়েছি। যাতে কল্যাণমুখী, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক একটা দেশ আমরা গড়তে পারি। সেই সহযোগিতা জেলা প্রশাসকদের কাছে চেয়েছি।’

বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের বিষয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

প্রাসঙ্গিক
মন্তব্য

কে কী বললেন : ১৮ ফেব্রুয়ারি ২০২৫

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কে কী বললেন : ১৮ ফেব্রুয়ারি ২০২৫
ছবি : কালের কণ্ঠ

এ এম এম নাসির উদ্দীন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)

নির্বাচন ঘিরে ইসির যতটুকু ক্ষমতা আছে তার সর্বোচ্চটা প্রয়োগ করবে। একই সঙ্গে সারা দেশের জেলা প্রশাসকরা যাতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করেন সেই নির্দেশ দেওয়া হয়েছে।

—ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকা

তারেক রহমান
ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি

বিএনপি ক্ষমতায় এলে পানির ন্যায্য হিস্যার জন্য জাতিসংঘে যাবে। একই সঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গে অসম, অন্যায্য ও একতরফা সব চুক্তি পুনর্বিবেচনা করা হবে।

—ভার্চুয়াল বক্তব্য, তিস্তার চর, রংপুর-লালমনিরহাট

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব

নতুন দল করতে চান, আমরা খুশি। কিন্তু তা ক্ষমতায় বসে করা যাবে না। যারা নির্বাচন করতে চান, দয়া করে পদ ছেড়ে দেন। সরকারে বসে নির্বাচন করা যাবে না।

—টাউন হল মাঠ, যশোর

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরাই বসিয়েছি। অথচ এই সরকারের কারো কারো ভেতরে ভারতের প্রেতাত্মা ভর করেছে। আমরা ভারতকে মানি না। ভারতের আধিপত্যবাদ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

—টাউন হল মাঠ, কুমিল্লা

শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেসসচিব

শেখ হাসিনাকে ফেরত এনে সশরীরে বিচার করানো সরকারের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম। জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে স্পষ্ট হয়েছে শেখ হাসিনা কী ধরনের অপরাধ করেছেন।

—ফরেন সার্ভিস একাডেমি, ঢাকা

মাওলানা মামুনুল হক
আমির, বাংলাদেশ খেলাফত মজলিস

বাহাত্তরের সংবিধান মুছে ফেলতে হবে। কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন সংবিধানে সংযোজন করা যাবে না।

—কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, কক্সবাজার

নাসীরুদ্দীন পাটোয়ারী
আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটি

ভবিষ্যতে নেতৃত্ব দিতে হলে বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি থাকতে হবে।

এই প্রজন্মকে চব্বিশের অর্জন টেনে নিয়ে এগোতে হবে, নয়তো মানুষ অভিশাপ দেবে।

—বিআইআইএসএস মিলনায়তন, ইস্কাটন, ঢাকা

প্রাসঙ্গিক
মন্তব্য

১২ দিন পর বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শেয়ার
১২ দিন পর বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে নিহত বাংলাদেশির লাশ ১২ দিন পর ফেরত দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৫টায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তের শূন্যরেখায় লাশ হস্তান্তর হয় বলে জানিয়েছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান।

নিহত মো. বারিকুল ইসলাম (৩৫) দুর্লভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুর গ্রামের বাসিন্দা। গত ৬ ফেব্রুয়ারি তিনি ফতেপুরে সীমান্তে গমক্ষেতে কাজ করছিলেন।

ওই সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে লাশ নিয়ে যান।

লাশ হস্তান্তরের সময় বাংলাদেশ পুলিশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান আলী। তিনি বলেন, ‘হস্তান্তরের সময় নিহত বারিকুলের বাবা-মা, এক ভাই ও গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএসএফ-বিজিবি ও দুই দেশের পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

লাশটি ভারতের সুতি থানার একটি হাসপাতালের মর্গে ছিল। আইনি প্রক্রিয়া শেষে তা ফেরত দেওয়া হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন আছে বলেও জানান এসআই হাসান আলী।

পরিবারের বরাতে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সাইদুর রহমান বলেন, ‘বারিকুল গমক্ষেতে বিএসএফের হাতে ধরা পড়েন।

পরে বিএসএফের নির্যাতনে তার মৃত্যু হয়েছে।’

বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, ‘কিভাবে কার হাতে বারিকুল নিহত হয়েছে সে তথ্য আমাদের কাছে নেই। তবে ভারত সীমান্তের দুই কিলোমিটার ভিতরে তার লাশ পাওয়া যায়।’

এ ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছিল বলেও জানান এ বিজিবি কর্মকর্তা।

মন্তব্য

মেয়াদ বাড়ল ৫ সংস্কার কমিশনের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মেয়াদ বাড়ল ৫ সংস্কার কমিশনের

পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে রয়েছে নারীবিষয়ক সংস্থার কমিশন, শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন ও স্বাস্থ্য সংস্কার কমিশন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মেয়াদ বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত ১৮ নভেম্বর এই পাঁচ সংস্কার কমিশন গঠন করে সরকার।

কমিশনগুলোকে প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছিল। সেই মেয়াদ শেষ হয়েছে ১৭ ফেব্রুয়ারি।

কমিশনগুলোর মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশনগুলোর কাজ সুসম্পন্ন করার স্বার্থে আগামী ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত সময় দেওয়া হলো।

মন্তব্য

সর্বশেষ সংবাদ