একনজরে আজকের কালের কণ্ঠ (২১ ফেব্রুয়ারি)

অনলাইন প্রতিবেদক
অনলাইন প্রতিবেদক
শেয়ার

সম্পর্কিত খবর

জনপ্রতিনিধি হিসেবে সৎ মানুষকে নির্বাচিত করার আহ্বান ধর্ম উপদেষ্টার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জনপ্রতিনিধি হিসেবে সৎ মানুষকে নির্বাচিত করার আহ্বান ধর্ম উপদেষ্টার
সংগৃহীত ছবি

দেশকে উন্নত করতে আগামী দিনে সৎ মানুষকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার আহ্বান জানিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আমাদের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় যারা দেশের সম্পদ লুট, নষ্ট ও পাচার করেছে তাদের প্রত্যাখ্যান করতে হবে।’  

বুধবার (২৬ মার্চ) সকালে রাজধানী বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে খতমে কোরআন, আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

খালিদ হোসেন বলেন, ‘১৯৭১ সালে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ নামক এই ভূখণ্ড পেয়েছি। একটি স্বাধীন পতাকা, ভূখণ্ড ও রাষ্ট্র গঠন করতে পেরেছি।

স্বাধীনতার পর অর্ধশতাব্দী পার হয়েছে। আমরা হাঁটি হাঁটি পা-পা করে এ দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছি।’

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমাদের কিছু ভুলভ্রান্তি আছে, কিছু ত্রুটি-বিচ্যুতি আছে। তার পরও আমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

আমাদের সঙ্গে একই সময়ে বহু দেশ স্বাধীন হয়েছে, তারা বহুদূর এগিয়ে গেছে। আমরা সেই মাত্রায় ও আঙ্গিকে এগোতে পারিনি।’

সবাইকে দেশের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে হীনম্মন্যতায় ভোগার কোনো কারণ নেই। আমরা সবাই মিলে চেষ্টা করলে, অবশ্যই এগিয়ে যেতে পারব।

আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব।’

দেশকে উন্নত করতে আগামী দিনে সৎ মানুষকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার আহ্বান জানিয়ে খালিদ হোসেন বলেন, ‘আমাদের সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় যারা দেশের সম্পদ লুট, নষ্ট ও পাচার করেছে তাদের প্রত্যাখ্যান করতে হবে।’

বাংলাদেশকে অপরূপ সুন্দর হিসেবে অভিহিত করে ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশের মতো সুন্দর দেশ, রৌদ্রোজ্বল আবহাওয়া ও সূর্যের তাপ পৃথিবীর বহু দেশে নেই। এ দেশের মাটিও অত্যন্ত উর্বর। একটি গাছ রোপণের অল্প পরিচর্যা করলেই ফল পাওয়া যায়, ফুল ফোটে।

উপদেষ্টা স্বাধীনতাযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং যুদ্ধাহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. হারুনুর রশীদ।

মন্তব্য

জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট নিয়ে প্রস্তাব গৃহীত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট নিয়ে প্রস্তাব গৃহীত
সংগৃহীত ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদে মালয়েশিয়া ও ফিনল্যান্ডের পৃষ্ঠপোষকতায় মায়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনের ক্ষেত্র, পদ্ধতি, কাঠামো ও সংগঠন সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) এ প্রস্তাব হয় গৃহীত হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি জানান, বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মো. সালাহউদ্দিন নোমান চৌধুরী উন্মুক্ত বিতর্ক পর্বে হস্তক্ষেপ করে প্রস্তাবের ওপর ভোটের আহ্বান জানান, কারণ রাশিয়া এতে কয়েকটি সংশোধনী প্রস্তাব করেছিল, যা বাংলাদেশ গ্রহণ করেনি।

সাধারণ পরিষদের সভাপতি ভোটগ্রহণের উদ্যোগ নেন এবং প্রস্তাবটি ১৪১ ভোটে গৃহীত হয়।

এই প্রস্তাবের বিপক্ষে কোনো ভোট পড়েনি, তবে ১০টি দেশ ভোটদান থেকে বিরত থাকে।

এ প্রস্তাব গ্রহণ রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, বিশেষ করে এমন সময়ে যখন ঢাকা আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে।

মন্তব্য

স্বাধীনতা দিবসে বিমানবাহিনীতে অনারারি কমিশন প্রদান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
স্বাধীনতা দিবসে বিমানবাহিনীতে অনারারি কমিশন প্রদান
সংগৃহীত ছবি

মহান স্বাধীনতা দিবস-২০২৫ উপলক্ষ্যে বিমান বাহিনীর নির্বাচিত অনারারি ফ্লাইং অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসারদের অনারারি কমিশন প্রদান করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তাদের কমিশন প্রদান করা হয়। 

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকার প্রধান অতিথি ছিলেন। তিনি যথাক্রমে ৭ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি ফ্লাইং অফিসার এবং ৩ জন অনারারি ফ্লাইং অফিসারকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট পদবির র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এসব তথ্য জানায়।

আরো পড়ুন
ইসলামাবাদে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ইসলামাবাদে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

 

মাস্টার ওয়ারেন্ট অফিসার থেকে অনারারি ফ্লাইং অফিসার পদে কমিশনপ্রাপ্তরা হলেন- মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. রফিকুল ইসলাম, আর্মামেন্ট ফিটার, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. হুমায়ুন কবির, বিপিপি, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট (জেনারেল ডিউটিস), মাস্টার ওয়ারেন্ট অফিসার দেওয়ান আলী, বিপিপি, এয়ারফ্রেম ফিটার, মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ সাচ্চু মিয়া, রেডিও ফিটার, মাস্টার ওয়ারেন্ট অফিসার চৌধুরী নিজাম উদ্দীন আহমেদ, ফ্লাইট ইঞ্জিনিয়ার, মাস্টার ওয়ারেন্ট অফিসার সোহেল মিয়া, বিপিপি, ইঞ্জিন ফিটার এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ সিরাজুল ইসলাম, চিকিৎসা সহকারী।

অন্যদিকে, অনারারি ফ্লাইং অফিসার থেকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্তরা হলেন- অনারারি ফ্লাইং অফিসার মো. নজিমুল হক, বিপিপি, রেডিও ফিটার, অনারারি ফ্লাইং অফিসার খোন্দকার মো. বদিউল আলম, ইঞ্জিন ফিটার ও অনারারি ফ্লাইং অফিসার মো. শহীদুল ইসলাম, ফ্লাইট ইঞ্জিনিয়ার।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ, ঘাঁটি/ইউনিটের এয়ার অধিনায়কগণ, বিমান সদরের পরিচালকগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ঘাঁটি হতে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

বিমান বাহিনীর এই অনারারি কমিশন ২৬ মার্চ ২০২৫ থেকে কার্যকর হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
সংগৃহীত ছবি

চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি দেশটির হাইয়ান বিমানবন্দর অবতরণ করে।

বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম ও দেশটির হাইয়ান প্রদেশের ভাইস গভর্নর কিওনগাই বো স্বাগত জানান।

জানা গেছে, ২৭ মার্চ দেশটির হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দেবেন ড. ইউনূস।

সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেবেন তিনি। এ ছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের বৈঠক হতে পারে।

২৮ মার্চ বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস। একই দিনে হুয়াওয়ে কম্পানির উচ্চ-প্রযুক্তিসম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন তিনি।

২৯ মার্চ চীনের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। পরে বেইজিং থেকে চীনের একটি বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

প্রধান উপদেষ্টার বেইজিং সফরে ছয় থেকে আটটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এ সফরে চারটি ঘোষণা আসতে পারে।

যার মধ্যে বেশ কয়েকটি প্রকল্পের অর্থায়নের জন্য বাংলাদেশকে এক থেকে দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তার ঘোষণা দেবে চীন। এ ছাড়া মোংলা বন্দরের আধুনিকায়নে অর্থায়নের বিষয়টিও যুক্ত থাকবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ