<p>সাফজয়ী অধিনায়ক আশরাফুল হক আসিফকে সংবর্ধনা দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হল রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জানান বসুন্ধরা শুভসংঘের প্রতিনিধিরা।</p> <p>নেপালের কাঠমাণ্ডুতে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল অনুষ্ঠিত হয়। বুধবার স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। আর এই যুবদলের অধিনায়কের দায়িত্ব পালন করেন আশরাফুল হক আসিফ। ওই দিন রাতেই চ্যাম্পিয়ন দলটি দেশে ফিরে আসে। পরে সরকারিভাবে সংবর্ধনা শেষে বৃহস্পতিবার রাতে আসিফ পরিবারের সঙ্গে দেখা করতে নিজ এলাকা দত্তপাড়া মহল্লায় আসেন। </p> <p>ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার আমন্ত্রণে আসিফ উপজেলা প্রশাসন আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেন। শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে গণসংবর্ধনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার ও ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান। আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বিশিষ্ট ক্রীড়াবিদ শাহ নুরুল কবির শাহিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা আমিনুল ইসলাম মনি, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, সাবেক ফুটবলার আব্দুল হালিম, আসিফের মা পৌর কউান্সিলর মমতাজ বেগম, বড় ভাই আরিফ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজনৈতিক নেতা, সাংবাদিক, সুধীসমাজের লোকজন ও খুদে ফুটবলাররা।</p> <p>উপজেলা প্রশাসনের সংবর্ধনা শেষে ঈশ্বরগঞ্জ উপজেলা বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয় আসিফকে। এ সময় সংবর্ধিত হওয়া আসিফ বলেন, ‘আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি আমার মায়ের কারণে। বাবার অনুপস্থিতিতে বড় ভাই অনেক কষ্ট করেছেন। তাদের অসামান্য ত্যাগ আমাকে এই পর্যায়ে আসতে সাহস জুগিয়েছে। আমি চাই, আরো ভালো করে জাতীয় দলে জায়গা করে নিতে। এ জন্য ঈশ্বরগঞ্জবাসীর দোয়া ও ভালোবাসা চাই।’</p>