ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৬ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৬ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

কোয়ার্টারে ব্রাজিল, বিদায় নিল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
কোয়ার্টারে ব্রাজিল, বিদায় নিল আর্জেন্টিনা

কলম্বিয়ায় চলছে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের আসর। আসরে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে পা রাখলেও শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে সেলেসাওদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। 

বৃহস্পতিবার শেষ ষোলোর ম্যাচে ক্যামেরুনকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত করেছে ব্রাজিল। ব্রাজিল জয় পেলেও গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) শেষ ষোলো থেকে হতাশ হয়ে ফিরতে হয়েছে আর্জেন্টিনাকে।

কলম্বিয়ার এস্তাদিও মেট্রোপলিটন স্টেডিয়ামে জার্মানির কাছে ৫-১ গোলে হেরেছে তারা। বড় হারে কোয়ার্টারে খেলার ইচ্ছে পূরণ হলো না দলটির।

সেমিতে ওঠার লড়াইয়ে ১৫ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিলের মেয়েরা। আর জার্মানির প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

মন্তব্য

সম্পর্কিত খবর

কঠিন হলেও এখনই আশা ছাড়ছেন না আনচেলোত্তি

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
কঠিন হলেও এখনই আশা ছাড়ছেন না আনচেলোত্তি
কার্লো আনচেলোত্তি। ছবি : রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে আর্সেনালের কাছে ৩-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। এভাবে বিধ্বস্ত হওয়ার পর টুর্নামেন্ট থেকে বর্তমান চ্যাম্পিয়নদের যাত্রা শেষের পথে। তবে এখনই হাল ছেড়ে দিতে চান না রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি। 

প্রথমার্ধে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয়ার্ধে ফ্রি–কিক থেকে ডেকলান রাইসের জোড়া গোল ও মিকেল মেরিনোর গোলে রিয়াল হেরেছে ৩-০ গোলে।

 

আর্সেনালের বিপক্ষে ম্যাচের পর এমিরেটস স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে অংশ নেন কার্লো আনচেলোত্তি । রিয়াল কোচ বলেন,  ‘এটি একটি কঠিন পরাজয়। আমরা এটি আশা করিনি। প্রথমার্ধে রিয়াল বেশ ভালো এবং সংগঠিত ছিল।

কিন্তু দুইটি সেট-পিস গোলের পর দলটি মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়ে। ম্যাচের শেষ দিকটা ছিল আরো কঠিন , কারণ আমরা এই দলটির থেকে যে প্রতিক্রিয়া দেখার অভ্যস্ত, তা আজ দেখিনি। শেষ ৩০ মিনিটের পারফরম্যান্স ছিল খুবই দুর্বল।’

১৬ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে হবে দ্বিতীয় লেগ।

সেমিতে যেতে হলে ওই ম্যাচে অবিশ্বাস্য কিছু করতে হবে রিয়ালকে। ফিরতি লেগ বার্নাব্যু বলে সেই আশা দেখছেন আনচেলোত্তি। তাই সম্ভাবনা কম হলেও এখনো আশা ছাড়ছেন না তিনি। 

আনচেলোত্তি বলেন, ‘জয়ের জন্য আমাদের সবকিছু করতে হবে। সম্ভাবনা খুবই কম, কিন্তু আমরা চেষ্টা করব, এবং যেকোনো উপায়ে তা করতে হবে।

দেখা যাক আমরা কি করতে পারি। আজকের রাতের পর মনে হচ্ছে কোনো সম্ভাবনা নেই, কিন্তু ফুটবলে সবসময় কিছু পরিবর্তন হয়। কেউই আশা করেনি যে আর্সেনাল দুইটি ফ্রি-কিক থেকে গোল করবে, কিন্তু ফুটবলে যেকোনো কিছুই সম্ভব। এটা খুবই কঠিন, কিন্তু বার্নাব্যুতে এর চেয়েও অদ্ভুত ঘটনা ঘটেছে।’

মন্তব্য
চ্যাম্পিয়নস লিগ

উড়ন্ত বার্সেলোনার ডর্টমুন্ড পরীক্ষা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
উড়ন্ত বার্সেলোনার ডর্টমুন্ড পরীক্ষা
ছবি : এক্স থেকে নেওয়া

ফুটবলের মাঠে দারুণ সময় কাটছে বার্সেলোনার। দুর্দান্ত ধারাবাহিকতায় মৌসুমে চার শিরোপার স্বপ্ন দেখছে এখন কাতালানরা। চলতি বছর তারা এখনো পায়নি হারের তেতো স্বাদ। ২০২৫ সালে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২২ ম্যাচে তারা অপরাজিত।

এর মধ্যে তারা জয় নিয়ে মাঠ ছেড়েছে ১৮ বার। সংখ্যাটা উনিশে উন্নীত করার স্বপ্ন বুকে লালন করে আজ রাতে কাতালানরা নিজ মাঠে মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ডের।

চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল এই দুই দল। আকর্ষণীয় ওই দ্বৈরথে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছিল বার্সেলোনা।

আজ রাতেও ফেভারিটের তকমা গায়ে লাগিয়ে মাঠে নামবে হ্যান্সি ফ্লিকের দল। ডর্টমুন্ডের বিপক্ষে বর্ণিল রেকর্ড কাতালানদের। এই জার্মান জায়ান্টদের বিপক্ষে আগে খেলা পাঁচ ম্যাচে একবারও হারেনি স্প্যানিয়ার্ড ক্লাবটি। ডর্টমুন্ডের বিপক্ষে বার্সা কোচ হ্যান্সি ফ্লিকের রেকর্ড আবার শতভাগ জয়ের।

লিগ পর্বে বার্সার একটি ম্যাচসহ (বাকি পাঁচটি বায়ার্নের হয়ে) ডর্টমুন্ডের বিপক্ষে ছয় ম্যাচে প্রতিবার জয় পেয়েছে ফ্লিকের দল।

স্পেনে খেলতে এলেই কেন জানি নেতিয়ে পড়ে ডর্টমুন্ড। দেশটিতে ২০ বার খেলে তারা জিতে ফিরেছে মোটে তিনবার। অতীত এমন বিবর্ণ হলেও নিকো কোভাচের দলকে একদম হাল্কাভাবে নিচ্ছে না বার্সা। কারণ বুন্দেসলিগায় আট নম্বরে থাকা ডর্টমুন্ড ইউরোপে নিজেদের অন্যতম শক্তি হিসেবে সাম্প্রতিক সময়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

নক আউটে সর্বশেষ আট ম্যাচে তাদের একমাত্র হার গত আসরের ফাইনালে। তা ছাড়া গ্রুপ পর্বে বার্সার সঙ্গেও তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল জার্মান ক্লাবটি। পিএসজি, এসি মিলান, অ্যাতলেতিকো মাদ্রিদ, নিউক্যাসল, পিএসভি এইন্দোভেনের মতো ক্লাবের বিপক্ষে তাদের জয় আছে চলতি মৌসুমে। গত বছর ফাইনাল খেলাও হয়তো বাড়তি প্রেরণা জোগাবে নিকো কোভাচের শিষ্যদের। ২০১৫ সালে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগে শিরোপা জিতেছে বার্সেলোনা আর আসরে সর্বশেষ সেমিফাইনাল খেলেছে তারা ছয় বছর আগে।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রাতের আরেক ম্যাচে পার্ক দ্য প্রিন্সেসে অ্যাস্টন ভিলাকে আতিথ্য দেবে পিএসজি। ছয় রাউন্ডের খেলা বাকি থাকতে ফ্রেঞ্চ লিগের শিরোপা নিশ্চিত করার তরতাজা সুখস্মৃতি সঙ্গী করে লুই এনরিকের দল মুখোমুখি হচ্ছে ভিলার। ফিরে আসার অসাধারণ গল্প লিখে শেষ ষোলোতে পিএসজি হারিয়েছিল গ্রুপ পর্বের শীর্ষ দল আরেক ইংলিশ জায়ান্ট লিভারপুলকে। 

মন্তব্য

বার্য়ানের মাঠে ইন্টারের জয়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বার্য়ানের মাঠে ইন্টারের জয়
সংগৃহীত ছবি

চ্যাম্পিয়ন্স লিগের কোয়াটার ফাইনালের প্রথম লেগে বার্য়ান মিউনিখের মাঠ থেকে ২-১ গোলে জিতেছে ইন্টার মিলান।

মঙ্গলবার রাতে আলিয়েঞ্জে অ্যারেনায় প্রথমার্ধে ১-০ গোলের লিড নেয় ইনজাগির ইন্টার মিলান। গোল করেন দলটির আর্জেন্টাইন স্ট্রাইকার লওতারো মার্টিনেজ। 

দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে ওই গোল শোধ করে দেয় একের পর এক আক্রমণ তুলে ইন্টার মিলানকে কোণঠাসা করা স্বাগতিক বার্য়ান।

গোলটি করেন মৌসুম শেষে বার্য়ান ছাড়তে যাওয়া টমাস মুলার।

খানিক বাদেই পুনরায় লিডে ফেরে লিগ টেবিলে শীর্ষে থাকা ইন্টার মিলান। ৮৫ মিনিটে গোলটি করেন ফ্রাত্তেসি।

এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এক পা দিয়ে ফেলেছে ইন্টার মিলান।

রক্ষণে অটুট দলটি ১৭ এপ্রিল ঘরের মাঠে বাভারিয়ানদের আটকে রাখতে পারলেই চলে যাবে শেষ চারে।

মন্তব্য

ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী

কুমিল্লা থেকে প্রতিনিধি
কুমিল্লা থেকে প্রতিনিধি
শেয়ার
ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী
ফেডারেশন কাপের ফাইনালে পা দিয়েছে আবাহনী।  ছবি : মীর ফরিদ, কুমিল্লা থেকে

ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ারে বসুন্ধরা কিংসকে হারিয়েছে ঢাকা আবাহনী। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও খেলা ১-১ হওয়ায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ গোলে জিতে ফাইনালে জায়গা করে নেয় আবাহনী।

ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার ফাইনালে ওঠার প্রথম কোয়ালিফায়ারে বসুন্ধরা কিংসকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে পা দিয়েছে আবাহনী।

ঘাড়ের চোটের কারণে রক্ষণে কিংস পায়নি কাজী তারিক ও রায়হানকে। চোট কাটিয়ে ফেরা আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান লেসকানোকেও শুরুর একাদশে রাখার ঝুঁকি নেননি কোচ ভালেরি তিতে। তাতে কিংসের আক্রমণে ছিল না চেনা ধার।

প্রচণ্ড গরমেও দুই দলের স্বাভাবিক খেলার ছন্দে পড়ে টান।

তাতে ২৮ মিনিটে প্রথম কুলিং ব্রেকের আগ পর্যন্ত আক্রমণ, পাল্টা-আক্রমণ দেখা গেল না তেমন একটা। শুরু থেকে নিজেদের শক্তির জায়গা রক্ষণের চাদরে মুড়ে থাকল আবাহনী। চোট জর্জর কিংস যা একটু চেষ্টা করল বটে, কিন্তু মেলেনি গোলের দেখা।

১৬ মিনিটে ম্যাচের প্রথম উল্লেখযোগ্য আক্রমণের দেখা মেলে।

সেটাও সেট-পিস থেকে। জোনাথন ফের্নান্দেসের ফ্রি কিকে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দেসিয়েল এলিস দস সান্তোসের হেড আটকে আবাহনীর ত্রাতা গোলকিপার মিতুল মারমা।

কুলিং ব্রেকের পর আক্রমণের ধার বাড়ায় কিংস, কিন্তু মিতুলের বিশ্বস্ত দেয়ালে চিড় ধরানোর জন্য তা ছিল না যথেষ্ট। ৩৭তম মিনিটে রাকিব হোসেনের আড়াআড়ি ক্রস গোলমুখে পান ফয়সাল আহমেদ ফাহিম, কিন্তু মিতুল ঝাঁপিয়ে ফেরান। এরপর মজিবুর রহমান জনির কোনাকুনি শট যায় পোস্টের বাইরে দিয়ে।

৪২ মিনিটে বড় ধাক্কা খায় আবাহনী। ফাহিমকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আসাদুজ্জামান বাবলু। মাঠ ছেড়ে যাওয়ার সময় পানির গ্লাস মাটিতে ছুড়ে নিজের উপরই হতাশা ঝাড়তে দেখা যায় এই ডিফেন্ডার। ১০ জনের দলে পরিণত হওয়ায় রক্ষণের শক্তি বাড়াতে মিডফিল্ডার রবিউল হাসানকে তুলে ডিফেন্ডার শাকিল হোসেনকে নামান আবাহনী কোচ মারুফুল হক।

দ্বিতীয়ার্ধেই আবাহনীর সে স্বস্তি উবেও যায়। ৫৭ মিনিটে কাঙ্ক্ষিত গোল তুলে নেয় কিংস। ফের্নান্দেসের লং বল দুই ডিফেন্ডার ইয়াসিন খান ও শাকিলের কেউ ক্লিয়ার করতে পারেননি, তাদের ফাঁক গলে বেরিয়ে যাওয়া বল জনি ছুটে গিয়ে টোকায় জড়িয়ে দেন জালে। হতভম্ব মিতুল কিছুই বুঝে উঠতে পারেননি।

৮৪ মিনিটে সমতা ফেরায় আবাহনী। রাফায়েল অগস্তর বাঁকানো ফ্রি-কিক পোস্টে লেগে ফিরলে অনায়াসে তা জালে পাঠান বদলি নামা আরমান ফয়সাল আকাশ।

অতিরিক্ত সময়ের খেলায় দুই দলই রয়ে সয়ে খেলার চেষ্টা করেছে। ১০২ মিনিটে মেহেদি হাসানের দৃঢ়তায় রক্ষা পায় কিংস। বদলি নামা ইব্রাহিমের ভাসানো বলে মিরাজুলের হেড কোনোমতে কর্নারের বিনিময়ে ফেরান মেহেদি। শেষ দিকে মেহেদিকে তুলে গোলরক্ষক আনিসুর রহমানকে নামান ভ্যালেরিও তিতা। তাতেই যেন বাজিমাত কিসের। আবাহনীর প্রথম শট নিতে আসা জাফর ইকবালের আলতো করে নেওয়া শট গ্লাভসে আটকান আনিসুর। এরপর কিংসের প্রথম শট জালে জড়ান জোনাথন ফের্নান্দেস। এরপর শেখ মোরসালিন জালে খুঁজে নিলেও রাব্বি হোসেনের শট ঝাপিয়ে ফেরান মিতুল। চতুর্থ শটে ডেসিয়েলও উড়িয়ে মারেন পোস্টের ওপর দিয়ে।

প্রথম শট মিসের পর আবাহনীর রাফায়েল অগস্ত, এমেকা, সবুজ হোসেন এবং ইব্রাহিম জাল খুজে নিলে ফাইনালে পৌঁছে যায় আবাহনী।

মন্তব্য

সর্বশেষ সংবাদ