<p>বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) একাদশ আসর শুরুর আগে আলোচনায় চিটাগং কিংস। টুর্নামেন্টের প্রথম দুই মৌসুমে অংশ নেওয়া দলটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আর্থিক সমঝোতা করে ৯ বছর পর আবার বিপিএলে ফিরেছে। চিটাগংয়ের ফ্র্যাঞ্চাইজিটির ৯ কোটি টাকা দেনা থাকলেও সমঝোতার মাধ্যমে সেটি কমিয়ে সাড়ে তিন কোটি টাকায় নামিয়েছে বর্তমান বোর্ড। একই সঙ্গে এই টাকা তিন কিস্তিতে পরিশোধের সুযোগ করে দিয়েছে বিসিবি। এর প্রথম কিস্তি জমা পড়লেও বাকি দুটির জন্য আরো সময় পেয়েছে চিটাগং।</p> <p>ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামির কাদের চৌধুরী বিষয়টি জানিয়ে বলেছেন, ‘আমাদের কাছে ৯ কোটি টাকা পাওনা ছিল। পরে আরবিট্রেশনের (সালিস/মধ্যস্থতা) মাধ্যমে এটা কমিয়ে সাড়ে তিন কোটি টাকায় সমঝোতা হয়েছে। এটা আমাদের তিন কিস্তি হিসেবে পরিশোধ করে দেওয়ার আদেশ দিয়েছে বোর্ড।’</p> <p> এ ব্যাপারে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।</p> <p>এদিকে আজ রাজধানীর সোনারগাঁ হোটেলে বসবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। স্থানীয় ও বিদেশি মিলিয়ে ৬২৮ ক্রিকেটারের মধ্য থেকে ঘর গোছাবে দলগুলো।</p>