<p>টেস্ট ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাধারণত অধিনায়ক বা কোচিং স্টাফের সদস্যরা আসেন। চট্টগ্রামে আজ এলেনও এমন একজন। ব্যাটিং কোচ ডেভিড হেম্প। তবে সংবাদ সম্মেলন কক্ষে এলেও সংবাদমাধ্যমের মুখোমুখি হননি তিনি। হেম্প বাংলা ঠিক কতটা বোঝেন সেটা জানা না গেলেও আজ তাইজুল ইসলামের প্রশ্ন-উত্তর পর্বের কথাগুলো মনোযোগী স্রোতার মতোই শুনলেন।</p> <p>হেম্প বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে এদেশে ক্রিকেট সংস্কৃতি কতটা বুঝে উঠতে পেরেছেন সেটি অবশ্য পরিস্কার নয়। কিন্তু অভিজ্ঞ তাইজুলের তো সবই জানা। তবু অধিনায়ক নাজমুল হোসেনের নেতৃত্ব ছাড়তে চাওয়ার প্রসঙ্গে কিছুই জানেন না বলেই মন্তব্য করলেন। তবে এটা বেশ পরিস্কার করে জানালেন যে, নেতৃত্ব পেলেও সেটি গ্রহণ করতে প্রস্তুত তিনি। এক প্রশ্নের জবাবে তাইজুল বলেন, ‘যেহেতু ১০ বছর খেলেছি, পুরোটাই তৈরি।’</p> <p>নাজমুল অধিনায়কত্ব ছাড়লে কার কাঁধে উঠবে দায়িত্ব? মুশফিকুর রহিম এই দায়ভাগ নেবেন না বলেই জানা গেছে। মমিনুল হকেরও এনিয়ে আর ভাবনা নেই। সিনিয়রদের তালিকা করলে এর পরেই আসবে তাইজুলের নাম। কিন্তু প্রশ্ন উঠেছে, অভিজ্ঞ তাইজুলকে কতটা মূল্যায়ন করে দল, ম্যানেজমেন্ট, সতীর্থরা? </p> <p>জবাবে এই বাঁহাতি স্পিনার বলেন, ‘আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমার কাছ থেকে আপনি কতটা নিচ্ছেন এটা গুরুত্বপূর্ণ। হোক টিমমেট বা দেশের জনগণ। মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, ফিল্ড পজিশন ব ব্যাটারকে সেটআপ এগুলো মাঝে মাঝে আমি বলে থাকি। অধিনায়কও জিজ্ঞেস করে। আমি চেষ্টা করি ভূমিকা রাখার।’</p> <p>নাজমুল শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়বেন কি না, ছাড়লেও তাইজুল অধিনায়ক হবে কি না সেটা সময় হাতে তুলে রাখাই বরং ভালো। কিন্তু একটি বিষয়ের সুরহা যে কিছুইতেই হচ্ছে না। প্রায় প্রতিটি আন্তর্জাতিক সিরিজের মাঝে মাঠের বাইরের আলোচনায় জড়িয়ে পড়ে বাংলাদেশ ক্রিকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজে প্রথম ম্যাচের আগে এই আলোচনায় ছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় ম্যাচের আগে আলোচনায় নাজমুলের অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গ।</p> <p>এসব আলোচনা দলকে কতটা প্রভাবিত করে? তাইজুল বললেন, ‘প্রশ্নটা গভীর, এটার উত্তর আসলে আমার কাছে নেই, এটাই সত্যি। এটা টিম গেম। টিম কী করে ভালো থাকবে এটাই গুরুত্বপূর্ণ। প্রভাব হয়ত কেউ কেউ নিতে পারে, কেউ কেউ নির্ভার থেকে নিজের কাজ করে যেতে পারে। আমি সবসময় নির্ভার থেকে নিজের কাজ করার চেষ্টা করি। দলে এসব যখন ঘটে জানি না কে কীভাবে নেয়, সবার মানসিকতা একরকম না।’</p>