<p>ব্যালন ডি’অর জয়ীর আলোচনায় গতকাল সন্ধা পর্যন্তও এগিয়ে ছিলেন ভিনিসিয়ুসই। কিন্তু সন্ধ্যার পর থেকে হঠাৎ করে শুনা যায় ভিনি নয়, ব্যালন ডি’অর পাচ্ছেন রদ্রি। এর পর প্যারিসে ব্যালন ডি’অর অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা বাতিল করে দেয় রিয়াল মাদ্রিদ। সংবাদমাধ্যম খবর দেয়, ভিনিসিয়ুস এবার ব্যালন ডি’অর জিতছেন না বলেই প্যারিসে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছে মাদ্রিদের ক্লাবটি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ব্যালন ডি’অর নিয়ে ভিনির প্রতিক্রিয়া, পাশে পেলেন সতীর্থদের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/29/1730179140-b53b26b372d02a0bc367030f9987a321.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ব্যালন ডি’অর নিয়ে ভিনির প্রতিক্রিয়া, পাশে পেলেন সতীর্থদের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/10/29/1440369" target="_blank"> </a></div> </div> <p>প্যারিসের থিয়েটার দু শাতলেতে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে ২০২৪ ব্যালন ডি’অর জয়ী ঘোষণা করা হয় রদ্রিকে।  </p> <p>এক নজরে ২০২৪ ব্যালন ডি’অর জিতলেন যারা:</p> <p>ছেলেদের ব্যালন ডি’অর : স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি জিতেছেন ২০২৪ সালের ব্যালন ডি’অর পুরস্কার। তার এই অর্জন ঘোষণা করেন লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট ও ১৯৯৫ সালের ব্যালন ডি’অর জয়ী ফুটবল কিংবদন্তি জর্জ উইয়াহ। ১৯৬০ সালের লুইস সুয়ারেজের পর দ্বিতীয় স্প্যানিশ হিসেবে ব্যালন ডি’অর জিতলেন তিনি। আর ডিফেন্সিভ মিঢফিল্ডার হিসেবে ২০০৬ সালে ফাবিও কানাভারোর পর এই পুরস্কার জিতলেন তিনি। আর ম্যানচেস্টার সিটির প্রথম ব্যালন ডি’অর জয়ীও রদ্রি। </p> <p><img alt="এএফপি" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/10/29/my1198/EDGHNTFR.jpg" width="1000" /></p> <p> </p> <p>মেয়েদের ব্যালন ডি’অর : স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বোনমাতি জিতেছেন ২০২৪ সালের মেয়েদের ব্যালন ডি’অর পুরস্কার। হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যানের কাছ থেকে ব্যালন ডি’অর ট্রফিটি নেন বোনমাতি। তিনি গত ১৮ মাসে বিশ্বকাপ ও দুবার চ্যাম্পিয়নস লিগ জিতেন।</p> <p><img alt="এএফপি" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/10/29/my1198/SFDGHUJY.jpg" width="1000" /></p> <p>বর্ষসেরা গোলকিপার (লেভ ইয়াশিন ট্রফি): টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা গোলকিপার হলেন আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলা তারকা এমিলিয়ানো মার্টিনেজ। এমির হাতে লেভ ইয়াশিন ট্রফি তুলে দেন তারই  জাতীয় দল সতীর্থ লাওতারো মার্টিনেজ।</p> <p><img alt="এএফপি" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/10/29/my1198/ASFDASETGDFH.jpg" width="1000" /></p> <p>বর্ষসেরা তরুণ খেলোয়াড় (কোপা ট্রফি): ১৭ বছর বয়সী স্পেন ও বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন। তার এই অর্জন ঘোষণা করেন ডাচ কিংবদন্তি রুড খুলিত। ১৮ বছরের নিচে প্রথম খেলোয়াড়  হিসেবে এ পুরস্কার জিতেছেন তিনি। </p> <p><img alt="এএফপি" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/10/29/my1198/TGHJUT.jpg" width="1000" /></p> <p>সর্বোচ্চ গোলদাতা (গার্ড মুলার পুরস্কার) : সমান ৫২ গোল করে গত মৌসুমে সর্বোচ্চ গোলদাতা ছিলেন হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পে। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না এমবাপ্পে। মঞ্চে থাকা কেইন ব্যালন ডি’অরের আয়োজক ফ্রান্স ফুটবল সাময়িকীকে ধন্যবাদ জানালেন। কৃতজ্ঞতা জানালেন সতীর্থদের প্রতি। </p> <p><img alt="এএফপি" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/10/29/my1198/SFCSADGVBDFH.jpg" width="1000" /></p>