<p>বাংলাদেশকে ওয়ানডেতে ধবলধোলাই করার ম্যাচে স্বপ্নের অভিষেক হয়েছে আমির জাঙ্গুর। ডেসমন্ড হেইন্সের পর ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে অভিষেকে সেঞ্চুরি করেছেন তিনি। তার সেঞ্চুরিতে রেকর্ড ৩২২ রান টার্গেট দিয়েও বাংলাদেশকে হারতে হয়েছে।</p> <p>তবে জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতলেও জয়ের ভিত গড়ে দিয়েছিলেন কেসি কার্টি। ৯৫ রানের ইনিংস খেলে। ১০ চার ও ২ ছক্কার ইনিংসটিকে সেঞ্চুরিতে রূপ দিতে না পারলেও সুসংবাদ পেয়েছেন তিনি। তৃতীয় ওয়ানডে চলাকালীন সময় টি-টোয়েন্টিতে প্রথমবার ডাক পেয়েছেন ২৭ বছর বয়সী ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে এবার সংক্ষিপ্ত সংস্করণেও ৪ টেস্ট ও ৩১ ওয়ানডে খেলা ব্যাটারের দুর্দান্ত ব্যাটিংটাই দেখতে চাইবে ক্যারিবিয়ানরা। ওয়ানডে সিরিজে ১৬১ রান করেছেন তিনি।</p> <p>কার্টিকে রেখে গতকাল ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। অভিষেক ম্যাচের অপেক্ষায় থাকা সিরিজে ফিরেছেন জনসন চার্লস। ৩৫ বছর বয়সী ব্যাটার ক্যারিবিয়ানদের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। জনসন ফিরলেও এই সিরিজে ওয়ানডের অধিনায়ক শাই হোপকে পাবে না ওয়েস্ট ইন্ডিজ। তার মতো বিগ ব্যাশ খেলবেন বলে থাকছেন না শেরফান রাদারফোর্ড ও আকিল হোসেন। বাঁহাতি স্পিনার আকিল অবশ্য সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে পারবেন না। তার বদলে স্কোয়াডে যোগ দেবেন জেডন সিলস। </p> <p>বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন রোভম্যান পাওয়েল। কার্টিকে দলে নেওয়ার প্রসঙ্গে কোচ ড্যারেন স্যামি বলেছেন, ‘সে আমাদের দেখিয়েছে, টি-টোয়েন্টিতেও ভালো হতে পারে। আর বাংলাদেশের মতো একটা দলকে হালকা করে দেখার সুযোগ নেই। আমাদের তাই সবাইকেই প্রয়োজন।’</p> <p>সিরিজটি শুরু হবে ১৬ ডিসেম্বর। বাকি দুই ম্যাচ ১৮ ও ২০ ডিসেম্বর। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে হবে সব ম্যাচ।</p> <p><strong>ওয়েস্ট ইন্ডিজের টি–টোয়েন্টি স্কোয়াড:</strong><br /> রোভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্রান্ডন কিং, কেসি কার্টি, জনসন চার্লস, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, টেরান্স হাইন্ডস, আকিল হোসেন/জেইডেন সিলস, আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেড ম্যাকয়, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গার।</p>