ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

ইব্রাহিমের বিশ্বরেকর্ডে বিশাল সংগ্রহ আফগানিস্তানের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ইব্রাহিমের বিশ্বরেকর্ডে বিশাল সংগ্রহ আফগানিস্তানের
বিশ্বরেকর্ড গড়া সেঞ্চুরির পর ইব্রাহিমের করজোড় উদযাপন। ছবি : এএফপি

বেন ডাকেটের বিশ্বরেকর্ডটার বয়স এক সপ্তাহও পার হতে দিলেন না ইব্রাহিম জাদরান। তার আগেই চ্যাম্পিয়নস ট্রফির ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তিনি। ১৭৭ রানের ইনিংস খেলে দলকে ৩২৫ রানের বিশাল সংগ্রহও এনে দিয়েছেন আফগানিস্তানের ওপেনার।

টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানদের শুরুটা অবশ্য ভালো ছিল না।

জফরা আর্চারের পেসের মুখে পড়ে তারা। ইংল্যান্ড পেসারের গতি ও বাউন্সারের মুখে দলীয় ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে কাঁপতে থাকে আফগানরা। তবে এক প্রান্তে বুক চিতিয়ে দাঁড়িয়ে যান ইব্রাহিম।

চতুর্থ উইকেটে হাশমতউল্লাহ শাহীদিকে নিয়ে শুরুর ধাক্কা সামলান ইব্রাহিম।

১০৩ রানের জুটি গড়ে দলের বড় সংগ্রহের ভিতও গড়ে দেন তারা। ব্যক্তিগত ৪০ রানে শাহীদি আউট হলে আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে প্রতিপক্ষের ওপর চড়াও হন ইব্রাহিম। তাদের পঞ্চম উইকেটের ৭২ রানের জুটিটা ভাঙেন জেমি ওভারটন। ৩১ বলে ৪১ রান করা ওমরজাইকে বদলি ফিল্ডার টম ব্যান্টনের ক্যাচ করান ইংল্যান্ডের পেসার।

আক্রমণাত্মাক ব্যাটিং করা ওমরজাইকে ফিরিয়ে ইংল্যান্ড যেন আরো বড় বিপদ ডেকে আনে। কেননা শেষ ১০ ওভারে  ইংল্যান্ডের বোলারদের ওপর তলোয়ার চালাতে থাকেন আফগান ব্যাটাররা। বিশেষ করে ইব্রাহিম। ওপেনিংয়ে নামা আফগান ব্যাটার যে একাই ১৭৭ রান করেছেন। ১৪৬ বলের বিধ্বংসী ইনিংস সাজিয়েছেন ১২ চার ও ৬ ছক্কায়।

এতে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন তিনি। ওয়ানডেতে আফগানদের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। আগের ১৬২ রানের রেকর্ডটিও তারই ছিল।

চ্যাম্পিয়নস ট্রফির সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডও গড়েছেন ইব্রাহিম। তার বিধ্বংসী ইনিংসে পেছনে পড়েছে ডাকেটের করা রেকর্ড। গত ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৫ রানের ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের ওপেনার। আজ তা নিজের করে নিলেন ইব্রাহিম।

আজ ষষ্ঠ উইকেটে মাত্র ৫৫ বলে ১১১ রানের জুটি গড়তে ইব্রাহিমকে যোগ্য সঙ্গ দেন মোহাম্মদ নবী। ৪০ রানে আউট হওয়ার আগে ৪০ বছরের বুড়ো হাড়ের ভেলকিও দেখিয়েছেন তিনি। মাত্র ২৪ বলের ইনিংসটি সাজিয়েছেন ২ চার ও ৩ ছক্কায়। সব মিলিয়ে শেষ ১০ ওভারে ঝোড়ো ব্যাটিংয়ে ১১৩ রান তোলেন আফগান ব্যাটাররা।

বেরসিক বৃষ্টিতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচ ভেস্তে গেলে কঠিন সমীকরণের মুখে পড়ে ইংল্যান্ড-আফগানিস্তান। লাহোরের আজকের ম্যাচটি তাদের জন্য বাঁচা-মরার হয়ে দাঁড়ায়। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ম্যাচে আজ বড় সংগ্রহ পেল আফগানিস্তান। ‘জীবন’ বাঁচাতে হলে তাই দীর্ঘ পথ পাড়ি দিতে হবে ইংল্যান্ডকে।

মন্তব্য

সম্পর্কিত খবর

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি : আইসিসি

চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে বসবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর। আট দলের এই টুর্নামেন্টে অংশ নিতে বাছাই পর্ব খেলতে হচ্ছে বাংলাদশকে। পাকিস্তানে গতকাল শুরু হয়েছে এই বাছাই পর্ব। ছয় দলের প্রতিযোগিতায় আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবেন নিগার সুলতানা, ফারজানা হকরা।

প্রতিপক্ষ থাইল্যান্ডের মেয়েরা।

ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশের মেয়েরা। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।

লিগ পদ্ধতিতে হওয়া এই টুর্নামেন্টে প্রতিটি দল একবার করে মুখোমুখি হবে।

সেই হিসাবে পাঁচটি ম্যাচের মধ্যে অন্তত চারটি জয়ের লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশের মেয়েরা।

প্রথম ম্যাচের প্রতিপক্ষ নিজেদের তুলনায় দুর্বল হওয়ায় জয় ভিন্ন কোনো ভাবনা নেই নিগারদের। তবে ওয়ানডেতে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামার অভিজ্ঞতা নেই বাংলাদেশ দলের। টি-টোয়েন্টি সংস্করণে দুই দল মুখোমুখি হয়েছে সাতবার।

সেখানে শতভাগ জয়ের রেকর্ড নিগারদের দখলে।

এই টুর্নামেন্টে নামার আগে দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পাওয়া জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের ক্রিকেটাররা। আজ থাইল্যান্ডের বিপক্ষে একই ধারাবাহিকতা ধরে রাখতে চান মেয়েরা।

মন্তব্য
চ্যাম্পিয়নস লিগ

ডর্টমুন্ডকে বিধ্বস্ত করে সেমির দুয়ারে বার্সেলোনা, ফ্লিকের রেকর্ড

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ডর্টমুন্ডকে বিধ্বস্ত করে সেমির দুয়ারে বার্সেলোনা, ফ্লিকের রেকর্ড
এক গোলের পাশাপাশি জোড়া এসিস্ট করেন রাফিনিয়া। ছবি : বার্সেলোনা ওয়েবসাইট

এই বছরের অপরাজিত থাকার ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। গত রাতে চ্যাম্পিয়নস লিগে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্টকে উড়িয়ে দিয়েছে কাতালানরা। বার্সার সামনে দাঁড়াতেই পারেনি গত বারের রানার্সআপরা। এই জয়ে অ্যাওয়ে ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালের এক পা দিয়ে রাখল হ্যান্সি ফ্রিকের শিষ্যরা।

চ‍্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধে কোনোরকমে এক গোল হজম করে ঠেকিয়ে রাখলেও, দ্বিতীয়ার্ধে বার্সার সামনে অসহায় আত্মসমর্পণ করেছে বরুশিয়া। জোড়া গোল করেছেন রবার্ট লেভানদোস্কি। একটি করে গোল করেছেন রাফিনিয়া ও লামিনে ইয়ামাল।

১

এই বছর ২৩ ম্যাচ খেলে এখন পর্যন্ত হারেনি বার্সেলোনা। ৪টি ড্রয়ের বিপরীতে পেয়েছে ১৯ জয়। টানা ২৩ ম্যাচ অপরাজিত থেকে বার্সার হয়ে পঞ্জিকাবর্ষে টানা অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়লেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। ২০১৬ সালে লুইস এনরিকের অধীনে বার্সা অপরাজিত ছিল ২২ ম্যাচ।

সেটি ছাড়িয়ে এবার ২৩ ম্যাচ অপরাজিত থাকার নতুন কীর্তি গড়লেন ফ্লিক।

ঘরের মাঠে শুরু থেকেই ডর্টমুন্ডের রক্ষণে চাপ শুরু করে বার্সেলোনা। পঞ্চম মিনিটে প্রথম বড় সুযোগ তৈরি করে বার্সেলোনা। সে যাত্রায় ডর্টমুন্ডকে গোল খাওয়া থেকে বাঁচিয়ে দেন বরুশিয়া গোলরক্ষক গ্রেগর কোবেল। ২ মিনিট পর লেভানদোস্কিকেও গোলবঞ্চিত করেন এই গোালরক্ষক।

 শুরুর ঝড় সামলে ডর্টমুন্ড প্রথম আক্রমনে উঠে ম্যাচের ১৪ তম মিনিটে। যদিও তা বার্সাকে দুশ্চিন্তায় ফেলার মতো ছিল না।

২৫তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ফ্রি কিকে ইনিগো মার্তিনেসের হেডে বল পেয়ে যান পাউ কুবারসি। কুবারসির বাড়ানো বলটি জালে জড়িয়েই যেত। কিন্তু শেষ মুহূর্তে পা লাগিয়ে গোল নিজের করে নেন রাফিনিয়া। এই গোলে টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা রাফিনিয়া। বার্সেলোনা ফরোয়ার্ডের এটি ১২তম গোল।

৩৬ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পায় ডর্টমুন্ড। কিন্তু অল্পের জন্য পাওয়া হয়নি গোল। ৪০ মিনিটে ফের কাছাকাছি গিয়ে গোলবঞ্চিত হয় ডর্টমুন্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব‍্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। ইয়ামালের ক্রসে রাফিনিয়ার হেড লক্ষ্যে না থাকলেও আরেকটি হেডে গোল করেন লেভানদোস্কি।দুই গোল হজমের পর যেন আরও রক্ষণাত্মক হয়ে পড়ে ডর্টমুন্ড।  একের পর এক আক্রমণে ভীতি ছড়াতে থাকে বার্সেলোনা। ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লেভা। এটি চলতি মৌসুমে তার ৪০তম গোল। এরপর দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করে দলের ৪-০ গোলের জয় নিশ্চিত করেন ইয়ামাল।

৮৯তম মিনিটে বার্সেলোনার জালে বল পাঠায় ডর্টমুন্ড। কিন্তু অফসাইডের জন‍্য মেলেনি গোল। 

আগামী ১৫ এপ্রিল ডর্টমুন্ডের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামবে দুই দল।

মন্তব্য

মন্টে কার্লোতে হতাশাজনক পরাজয়ে অপেক্ষা বাড়ল জোকোভিচের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মন্টে কার্লোতে হতাশাজনক পরাজয়ে অপেক্ষা বাড়ল জোকোভিচের

মন্টে কার্লো মাস্টার্সের প্রথম রাউন্ডেই চিলির আলেহান্দ্রো তাবিলোর কাছে অপ্রত্যাশিত হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন নোভাক জোকোভিচ। এই হারে তার ১০০তম এটিপি একক শিরোপার অপেক্ষা আরো দীর্ঘায়িত হলো।

৩৭ বছর বয়সী জোকোভিচ মাত্র ১৮টি উইনার শটের বিপরীতে ২৯টি আনফোর্সড এরর করেন, যা তাকে ৬-৩, ৬-৪ সেটে পরাজয়ের দিকে ঠেলে দেয়। এটি তার ক্লে কোর্ট মৌসুমের জন্য একটি হতাশাব্যঞ্জক শুরু।

 

ক্লে কোর্টে গত ১০ ম্যাচ জয়লাভের ধারাবাহিকতা ভেঙে দিলেন তাবিলো, যিনি গত বছর ইতালিয়ান ওপেনেও জোকোভিচকে হারিয়েছিলেন।

বিদায়ের পর হতাশ জোকোভিচ বলেন, ‘কমপক্ষে একটি ভালো পারফরম্যান্স আশা করেছিলাম, কিন্তু এটা ছিল একেবারেই ভয়াবহ। এত খারাপ খেলার কথা ভাবিনি। এইভাবে হেরে যাওয়ার অনুভূতি খুবই কষ্টদায়ক, দর্শকদের জন্য আমি দুঃখিত।

অন্য ম্যাচে আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরুন্ডোলোর বিপক্ষে পিছিয়ে থেকেও ৩-৬, ৬-০, ৬-১ সেটে জয়ী হয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। এটি ছিল আলকারাজের এই মৌসুমের প্রথম ক্লে কোর্ট ম্যাচ।

মন্তব্য

ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবেন না ইংল্যান্ড অধিনায়ক ব্রুক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবেন না ইংল্যান্ড অধিনায়ক ব্রুক
ছবি : এএফপি

নিকট ভবিষ্যতে তিনি কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন না বলে ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের নতুন অধিনায়ক হ্যারি ব্রুক। ২৬ বছর বয়সী এই তারকা খেলোয়াড় তার কর্মভার নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন।

গত সোমবার ব্রুককে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়।

গত মাসে আইপিএল থেকে নিজেকে প্রত্যাহার করা ব্রুক ইংল্যান্ডের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই নিয়মিত খেলোয়াড়।

তার এই ব্যস্ত সময়সূচিই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে দূরে থাকার মূল কারণ।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ব্রুক বলেন, ইংল্যান্ডের জার্সি গায়ে খেলাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কিছুদিন পেছনে রাখতে পারি। ইংল্যান্ডের হয়ে খেলার জন্য কিছু আর্থিক ক্ষতি মেনে নিতেও আমি প্রস্তুত।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ব্রুক স্পষ্ট করেছেন, যদি বেছে নিতে হয় তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে অ্যাশেজ জয়কেই তিনি প্রাধান্য দেবেন। তার ভাষায়, অ্যাশেজ এখনও আমার কাছে ক্রিকেটের সর্বোচ্চ আঙিনা।

যদিও তিনি বিদেশি লিগে খেলবেন না, তবে ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। আইপিএল থেকে সরে আসার কারণে তাকে দুই বছরের জন্য এই টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ