বিসিবির কাছে ৪৮ লাখ টাকা পাওনা সাকিবের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বিসিবির কাছে ৪৮ লাখ টাকা পাওনা সাকিবের
সাকিব আল হাসান। ছবি : এএফপি

গতকালই বোর্ড সভায় বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভায় নতুন বছরে চুক্তিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ ছাড়া নতুন কেন্দ্রীয় চুক্তির বিষয়েও আলোচনা হয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে কোন কোন ক্রিকেটার জায়গা পাচ্ছেন তাও অনেকটাই চূড়ান্ত।

এতকিছুর মাঝেও আলাদা ভাবে আসছে সাকিব আল হাসানের নাম। জানা গেছে আগের বছরে চুক্তিতে থাকা  সাকিবের চার মাসের পারিশ্রমিক এখনো বাকি।

২০২৪ সালে তিন সংস্করণেই সর্বোচ্চ ক্যাটাগরির চুক্তিতে ছিলেন সাকিব। আর সেই চুক্তির সাপেক্ষে বিসিবি থেকে এখনো ৪৮ লাখ (ট্যাক্স বহির্ভূত) পাওনা তার।

ওই বছরের শেষ চার মাসের বেতন তাকে এখনো দেওয়া হয়নি বলে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা, ‘এটা সত্যি সে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের বেতন পায়নি কারণ তার ব্যাংক একাউন্ট ফ্রিজ করা আছে।’

গত নভেম্বরে রাজনৈতিক কারণে সাকিব ও তার স্ত্রীর দেশে থাকা ব্যাংক একাউন্ট জব্দ করা আছে। সেই কারণেই বিসিবি তাকে এখনো প্রাপ্য পারিশ্রমিক বুঝিয়ে দিতে পারছে না। তবে তার প্রাপ্য টাকা বিসিবি দিয়ে দেবে বলে ক্রিকবাজকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম, ‘চুক্তি অনুযায়ী সে তার টাকা পাবে।

এই সময়ে খেলুক কিংবা না খেলুক চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করা হবে।’

গত সেপ্টেম্বরে ভারত সফরে কানপুর টেস্ট ও টি-টোয়েন্টি আগে অবসরের ঘোষণা দেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশে খেলতে চেয়েছিলেন বিদায়ি টেস্ট। ওয়ানডে থেকে অবসর নিতে চেয়েছিলেন চ্যাম্পিয়নস ট্রফি খেলে। তার কোন চাওয়া পূরণ হয়নি।

এরই মধ্যে জুলাই-আগস্ট অভ্যুত্থানে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া প্রতারণার মামলার তার বিরুদ্ধে আছে গ্রেফতারি পরোয়ানা। এরই মাঝে সাকিবের ওপর আছে বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা। এর পর তাকে আর কোন দলে বিবেচনা করা হয়নি। ঘরোয়া ক্রিকেট খেলতেও দেশে ফিরতে পারেননি বিগত আওয়ামীলীগ সরকারের সংসদ সদস্য হওয়া সাকিব। 

মন্তব্য

সম্পর্কিত খবর

পিএসএলের প্রাইজমানি, কত পাবে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
পিএসএলের প্রাইজমানি, কত পাবে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ থেকে মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম সংস্করণ। তার আগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির প্রাইজমানি ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। 

৬ দলের এই টুর্নামেন্টে শুধু চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের পুরস্কারের আর্থিক মূল্য প্রকাশ করেছে পিসিবি। চ্যাম্পিয়ন দল ৫ লাখ ডলার (৬ কোটি টাকার বেশি) এবং রানার্স-আপের জন্য বরাদ্দ ২ লাখ ডলার (প্রায় আড়াই কোটি টাকা)।

পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাইজমানি হিসেবে ৫ লাখ ডলার জয়ের লক্ষ্যে ৬টি দল লড়াইয়ে নামতে যাচ্ছে। রানার্স-আপ দলকে দেওয়া হবে ২ লাখ ডলার।’

এর বাইরে বিভিন্ন স্থান অর্জনকারী দল এবং টুর্নামেন্টসেরা থেকে শুরু করে ব্যক্তিগত পুরস্কার হিসেবে কত বরাদ্দ থাকছে তা অবশ্য জানা যায়নি।

আজ থেকে শুরু হওয়া টুর্নামেন্টে প্রথম ম্যাচে শাহীন আফ্রিদির লাহোর কালান্দার্স মুখোমুখি হবে শাদাব খানের ইসলামাবাদ ইউনাইটেডের।

টুর্নামেন্ট চলবে ১৮ মে পর্যন্ত। মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

মন্তব্য

লিভারপুলে আরো দুুই বছর সালাহ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
লিভারপুলে আরো দুুই বছর সালাহ
মোহাম্মদ সালাহ।

লিভারপুলের সঙ্গে নতুন দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন ক্লাবটির মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। যার ফলে ২০২৭ সাল পর্যন্ত অ্যানফিল্ডে থাকবেন তিনি। খবর বিবিসির। 

লিভারপুলের সঙ্গে সালাহর আগের চুক্তির মেয়াদ এই গ্রীষ্মেই শেষ হওয়ার কথা ছিল।

মৌসুমজুড়ে সালাহর বিভিন্ন মন্তব্য এবং তাকে সৌদি আরবের ক্লাবগুলোর সঙ্গে জড়িয়ে বিভিন্ন গুঞ্জনের কারণে অ্যানফিল্ডে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এখন লিভারপুলেই থাকছেন ৩২ বছর বয়সী এই তারকা।

লিভারপুলের নতুন চুক্তিতে সালাহ পাবেন সপ্তাহে ৪ লক্ষ পাউন্ড, যা আগের চেয়ে কিছুটা বেশি। তবে সৌদি লিগের ক্লাবগুলো তাকে পেতে প্রস্তাব দিয়েছিল সপ্তাহে ২৫ লক্ষ পাউন্ডের (বছরে ১৫০ মিলিয়ন ইউরো)।

তাদের আকাশছোঁয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে লিভারপুলের সঙ্গেই নতুন চুক্তিতে সই করেন তিনি।আর এই সিদ্ধান্তের ফলে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার হওয়ার সুযোগ হারালেন সালাহ।

২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে গেল ৮ মৌসুমে ক্লাবটির হয়ে ৩৯৩ ম্যাচে ২৪৩ গোল ও ১০৯টি অ্যাসিস্ট করেছেন সালাহ। ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন এই ফরোয়ার্ড।

নতুন এই চুক্তির ফলে লিভারপুলের হয়ে আরো অসাধারণ কিছু করার সুযোগ তৈরি হলো সালাহর। 

নতুন চুক্তির প্রতিক্রিয়ায় সালাহ বলেন, ‘অবশ্যই আমি খুব উত্তেজিত—আমাদের এখন একটি দারুণ দল আছে। আগেও আমাদের ভালো দল ছিল, তবে আমি এবার সই করেছি, কারণ আমি মনে করি আমরা আরো ট্রফি জিততে পারি এবং আমি ফুটবল উপভোগ করব।’

তিনি আরো বলেন, ‘আমি এখানে আট বছর খেলেছি, আশা করি তা ১০ বছর হবে। আমি এখানে আমার জীবন ও ফুটবল উপভোগ করছি।

আমার ক্যারিয়ারের সেরা বছরগুলো এখানেই কেটেছে।’

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সালাহ করেছেন ৩২টি গোল। যার মধ্যে ২৭টি এসেছে প্রিমিয়ার লিগে।

প্রাসঙ্গিক
মন্তব্য

পিএসএল ছেড়ে আইপিএলে যাওয়ায় এক বছর নিষিদ্ধ প্রোটিয়া অলরাউন্ডার

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
পিএসএল ছেড়ে আইপিএলে যাওয়ায় এক বছর নিষিদ্ধ প্রোটিয়া অলরাউন্ডার
করবিন বশ। ছবি : এএফপি

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নাম প্রত্যাহার করে আইপিএল খেলার সিদ্ধান্তের কারণে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার অলরাউন্ডার করবিন বশকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই নিষেধাজ্ঞার কারণে, ২০২৬ সালের পিএসএল পর্যন্ত বশ এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়।

গত জানুয়ারিতে পিএসএল ড্রাফটে পেশাওয়ার জালমি করবিন বশকে ডায়মন্ড ক্যাটাগরিতে দলে ভেড়ায়।
তবে আইপিএলে ইনজুরিতে থাকা লিজাড উইলিয়ামসের বদলি খেলোয়াড় হিসেবে মুম্বাই ইন্ডিয়ানসে হয়ে ডাক পেলে পিএসএল শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে নিজেকে সরিয়ে নেন বোশ। পিসিবি এটিকে ‘পেশাদারিত্বের চুক্তি লঙ্ঘন’ হিসেবে বিবেচনা করেছে। 

পিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘খেলোয়াড়দের চুক্তি মেনে চলা পেশাদার ক্রিকেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমরা এ ধরনের আচরণকে গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সে জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিএসএলকে না বলায় অবশ্য দুঃখপ্রকাশ করেন বশ, ‘পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্তে আমি গভীরভাবে অনুতপ্ত এবং পাকিস্তানের জনগণ, পেশোয়ার জালমির ভক্ত এবং বৃহত্তর ক্রিকেট সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’

তিনি আরো বলেন, ‘পিএসএল একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এবং আমার এই সিদ্ধান্ত যে হতাশা সৃষ্টি করেছে তা আমি পুরোপুরি বুঝতে পারি। পেশোয়ার জালমির নিবেদিত ভক্তদের প্রতি আমি সত্যিই দুঃখিত যে আমি আপনাদের হতাশ করেছি। আমি আমার কাজের সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি এবং শাস্তিস্বরূপ আরোপিত জরিমানা ও এক বছরের নিষেধাজ্ঞা মেনে নিচ্ছি।

এটি আমার জন্য একটি কঠিন শিক্ষা, তবে আমি এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে নতুন উদ্দীপনা ও ভক্তদের আস্থা নিয়ে পিএসএলে ফিরে আসার ব্যাপারে আশাবাদী।’

মন্তব্য

পিএসজির সঙ্গে আইনি লড়াইয়ে এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
পিএসজির সঙ্গে আইনি লড়াইয়ে এমবাপ্পে
সাত মৌসুম পিএসজিতে কাটিতে এখন রিয়ালে খেলছেন কিলিয়ান এমবাপ্পে। ছবি : এএফপি

বিশ্বকাপজয়ী ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে তার সাবেক ক্লাব পিএসজির বিরুদ্ধে বেতন সংক্রান্ত বিরোধ নিয়ে আইনি লড়াইয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছেন। বিশ্বকাপজয়ী এই ফরওয়ার্ড দাবি করছেন, পিএসজি তার ৫৫ মিলিয়ন ইউরো (৬১ মিলিয়ন ডলার) বকেয়া বেতন পরিশোধ করেনি। এরই পরিপ্রেক্ষিতে তার আইনজীবীরা প্যারিসের আদালতের শরণাপন্ন হয়েছেন।

আইন বিশেষজ্ঞ থমাস ক্লে জানান, এমবাপে ইতিমধ্যে পিএসজির ব্যাংক অ্যাকাউন্ট থেকে বকেয়া অর্থ জব্দের প্রাথমিক অনুমোদন পেয়েছেন।

গত বৃহস্পতিবার ক্লাবের একাধিক ব‍্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এ নিয়ে ২৬ মে আদালতে শুনানি হবে।

ফরাসি তারকা এমবাপ্পের আইনজীবী দেলফিন ভারেহেডেন বলেন, ‘এই ঘটনা এক বছরের বেশি সময় ধরে চলেছে। শান্তিপূর্ণভাবে মীমাংসার চেষ্টা করতে আমরা এক বছরের সময়সীমা বেঁধে দিয়েছিলাম।

কিন্তু এখনো বকেয়া ৫৫ মিলিয়ন ইউরো পরিশোধ করা হয়নি। তাই এবার আমরা আক্রমণাত্মক পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ভারেহেডেন আরো জানান, ফরাসি ক্রীড়ামন্ত্রীকে বিষয়টিতে হস্তক্ষেপ করতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, ফরাসি ফুটবল ফেডারেশনের আপিল কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হবে, যেখানে এমবাপের আবেদন খারিজ করা হয়েছিল।

এছাড়াও, উয়েফাকেও এই বিষয়টি তদন্তের অনুরোধ করা হবে।

আরো পড়ুন
হলিউডের চলচ্চিত্রে রোনালদো

হলিউডের চলচ্চিত্রে রোনালদো

 

তাদের দাবি, পিএসজি যদি বেতন দিতে ব্যর্থ হয়, তাহলে ক্লাবটির চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণের লাইসেন্স বাতিল হতে পারে।

পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, তারা এখনও ‘বন্ধুত্বপূর্ণ সমাধান’ চায়। তবে ক্লাবটি এমবাপ্পের আইনি পদক্ষেপকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে বলেছে, ‘তবে এমবাপ্পে কেন সরাসরি শ্রম আদালতে যাচ্ছেন না, তা আমাদের বোধগম্য নয়। আমরা আদালতে সব প্রমাণ উপস্থাপনের জন্য প্রস্তুত।

০২৩ সালের অক্টোবরেফ্রেঞ্চ লিগ আপিল কমিশন পিএসজিকে এমবাপের বকেয়া বেতন দিতে নির্দেশ দিয়েছিল। এমবাপ্পের দাবি, তার তিন মাসের বেতন ও একটি আনুগত্য বোনাসের শেষ কিস্তি দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপ্পে। তার আগেই পিএসজির সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানালে তাকে দলের বাইরে রাখা হয় এবং সেসময় তাকে জাপান সফরেও নেয়া হয়নি। পরে দলে ফিরলেও, সম্পর্কের টানাপোড়েন থেকেই যায়। পিএসজির দাবি, এমবাপ্পে মৌখিকভাবে বোনাস ত্যাগ করতে রাজি হয়েছিলেন, যা তিনি অস্বীকার করছেন। 

এদিকে, এমবাপের আইনজীবীরা পিএসজির বিরুদ্ধে ‘হয়রানি’র মামলা প্রস্তুত করছেন। এছাড়াও এমবাপে ও তার মা অনলাইনে পাওয়া হুমকি ও অপপ্রচারের বিরুদ্ধে আলাদা মামলা দায়ের করেছেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ