নারী ওয়ানডে বিশ্বকাপের আট দলের ৬ দল নিশ্চিত হয়ে গিয়েছি। বাকি দুই দল সুযোগ পাবে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে। বাছাইপর্বের সেই টুর্নামেন্টেটি আগামী ৯ এপ্রিল পাকিস্তানের লাহোরে শুরু হবে।
টুর্নামেন্টকে সামনে রেখে আজ ৬ দলের সূচি প্রকাশ করেছে আইসসি।
রাউন্ড-রবিনের টুর্নামেন্টটি শেষ হবে আগামী ১৯ এপ্রিল। টুর্নামেন্টে শেষ যে দুই দল শীর্ষে থাকবে তারাই সুযোগ পাবে এ বছর ভারতে হতে যাওয়া বিশ্বকাপে। ইতিমধ্যে ভারতের সঙ্গে অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
বিশ্বকাপে জায়গা পাওয়ার লক্ষ্যে টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ এপ্রিল, প্রতিপক্ষ থাইল্যান্ড।
শেষ ম্যাচ খেলবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ১৯ এপ্রিল। আর মাঝের তিন ম্যাচের মধ্যে ১৩ এপ্রিল আয়াল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড ও ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। উদ্বোধনী দিনে গাদ্দাফি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান আর লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাটে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ স্কটল্যান্ড।
বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে দুই দিন আগে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জ্যোতির নেতৃত্বে আগামী ৩ এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ।
নারী বিশ্বকাপ বাছাইয়ের সূচি:
৯ এপ্রিল, বুধবার
পাকিস্তান-আয়ারল্যান্ড, গাদ্দাফি স্টেডিয়াম
ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড, লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠ
১০ এপ্রিল, বৃহস্পতিবার
থাইল্যান্ড-বাংলাদেশ, লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
১১ এপ্রিল, শুক্রবার
পাকিস্তান-স্কটল্যান্ড, লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, গাদ্দাফি স্টেডিয়াম
১৩ এপ্রিল, রোববার
স্কটল্যান্ড-থাইল্যান্ড, লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
বাংলাদেশ-আয়ারল্যান্ড, গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি)
১৪ এপ্রিল, সোমবার
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ, গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি))
১৫ এপ্রিল, মঙ্গলবার
আয়ারল্যান্ড-থাইল্যান্ড, লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
স্কটল্যান্ড-বাংলাদেশ, গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি)
১৭ এপ্রিল, বৃহস্পতিবার
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
পাকিস্তান-থাইল্যান্ড, গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি)
১৮ এপ্রিল, শুক্রবার
আয়ারল্যান্ড-স্কটল্যান্ড, গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি)
১৯ এপ্রিল, শনিবার
পাকিস্তান-বাংলাদেশ, লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড, গাদ্দাফি স্টেডিয়াম