<p>সাড়ে আট মাস বয়সী ইন্ডি গ্রেগরিকে চিকিৎসার জন্য ইতালিতে নিয়ে যাওয়ার আইনি লড়াইয়ে হেরে গেলেন তার মা-বাবা। দাতব্য সংস্থা ক্রিশ্চিয়ান কনসার্ন জানিয়েছে, অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত অসুস্থ এই ব্রিটিশ মেয়ের লাইফ সাপোর্ট রবিবার খুলে নেওয়া হয়েছে।</p> <p>আবেগপ্রবণ এ ঘটনাটি ব্রিটেনের সর্বশেষতম ঘটনা, যা দেশের আইনি ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার বিরুদ্ধে অভিভাবকদের ক্ষুব্ধ করছে।</p> <p>ইন্ডির জন্ম এ বছরের ২৪ ফেব্রুয়ারি। সে মাইটোকন্ড্রিয়াল রোগে আক্রান্ত। এ রোগটি একটি জেনেটিক অবস্থা, যা শরীরের কোষগুলোকে শক্তি উৎপাদনে বাধা দেয়। এ রোগের কোনো প্রতিকার নেই।</p> <p>ইন্ডির মা-বাবা ক্লেয়ার স্ট্যানিফোর্থ ও ডিন গ্রেগরি ভ্যাটিকান-মালিকানাধীন ব্যাম্বিনো গেসু হাসপাতালে তার চিকিৎসা করাতে চেয়েছিলেন। রোমের সরকার সে জন্য ইন্ডিকে নাগরিকত্বও দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও একটি ব্রিটিশ আদালত তাকে স্থানান্তরের বিরুদ্ধে রায় দেন।</p> <p>ক্রিশ্চিয়ান কনসার্ন অনুসারে, শিশুটির বাবা ডিন গ্রেগরি বলেছেন, তার মেয়ে আর লাইফ সাপোর্টে না থাকা সত্ত্বেও কঠিন লড়াই করছে। রাতে সাময়িকভাবে তার শ্বাস নেওয়া বন্ধ হয়ে গিয়েছিল।</p> <p>আদালতে আপিল হারার পর গ্রেগরি বলেছেন, তিনি ও তার স্ত্রী ‘বিচারকদের কাছ থেকে আরেকটি একতরফা সিদ্ধান্তে বিরক্ত’।</p> <p>পোপ ফ্রান্সিস শনিবার একটি বিবৃতি প্রকাশ করে বলেছেন, তিনি ছোট ইন্ডি গ্রেগরি, তার মা-বাবা ও পরিবারের জন্য প্রার্থনা করছেন।</p> <p>সূত্র : এএফপি</p>