<p>সুদানের একটি হাসপাতালে হামলা চালিয়েছে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার উত্তর আফ্রিকার দেশটির আল-ফাশির শহরের সৌদি হাসপাতালে এই হামলা চালানো হয়।<br /> আহত হয়েছেন আরো কমপক্ষে ২০ জন।</p> <p>সৌদি হাসপাতাল হলো আল-ফাশিরে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালিয়ে যাওয়া একমাত্র হাসপাতাল। আরএসএফ এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কোনও মন্তব্য করেনি।</p> <p>উত্তর দারফুর রাজ্যের স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ইব্রাহিম খাতির জানান, আরএসএফ একটি ড্রোন থেকে চারটি নির্দেশিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সৌদি হাসপাতালে রোগীদের সঙ্গীদের স্থান লক্ষ্য করে। যার ফলে রোগীর স্বজনদের মধ্যে নয়জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছে।  </p> <p>গত বছরের এপ্রিল মাস থেকে গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে উত্তর আফ্রিকার দেশ সুদান। আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে টানা ২০ মাসের এই লড়াইয়ে ২০ হাজার মানুষ নিহত হয়েছেন। তবে অনেকের মতে, এ সংখ্যা ১ লাখ ৫০ হাজারের বেশি হতে পারে। </p> <p>এ ছাড়াও জাতিসংঘের ধারণা, চলমান সংঘাতে সুদানে ১ কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে ২০ লাখেরও বেশি সুদানি প্রতিবেশি দেশে পালিয়ে গেছে। </p> <p>সূত্র : রয়টার্স</p>