<p>আবাহনী-মোহামেডান দ্বৈরথে আগের সেই জৌলুস নেই। নেই স্টেডিয়াম এলাকার বাতাসে ম্যাচ নিয়ে কোনো ঝাঁজ। দেশের ঐতিহ্যবাহী দুই দলের লড়াইও যেন আর আট-দশটি ম্যাচের মতোই সাদামাটা। বছরখানেক আগে ফেডারেশন কাপের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই উত্তাপ ছড়িয়েছিল।</p> <p>সেই উত্তাপ আজ কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ছড়াবে কি না, সেটা নিয়ে আছে প্রশ্ন। মোহামেডান পুরো শক্তির দল নিয়ে নামবে তবে আবাহনী যে এবার খেলছে বিদেশি ছাড়াই।<br /> শুধু দেশিদের নিয়ে অবশ্য মৌসুমের প্রথম তিন ম্যাচই জিতেছে আকাশি-নীলরা। দুটি প্রিমিয়ার লিগে, অন্যটি ফেডারেশন কাপে।</p> <p>আবাহনীর সামনে তাই জয়ের ধারায় থাকার চ্যালেঞ্জ। জাতীয় দলে খেলা দলটির গোলরক্ষক মিতুল মারমা যেমন বলেছেন, ‘বিদেশি ছাড়া খেলা সব সময় কঠিন। সত্যি বলতে, আমরা অনেকটা পিছিয়ে থাকব তবে মাঠের খেলায় চেষ্টার কোনো কমতি রাখব না।  আমরা যে ছন্দে আছি, সেটা ধরে রাখতে চাই।</p> <p>আশা করছি ভালো লড়াই হবে।’ আবাহনী শক্তি হারিয়েছে, সুযোগে মোহামেডান গত মৌসুমে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সঙ্গে পাল্লা দিয়েছে। যদিও কোনো শিরোপার স্বাদ পায়নি। এবার চ্যালেঞ্জ কাপে কিংসের কাছে হারলেও লিগে তারা আগের রাউন্ডে হারিয়ে দিয়েছে চ্যাম্পিয়নদের। তবে নিজেদের সর্বশেষ ম্যাচে ফেডারেশন কাপে সাদা-কালোরা হেরেছে রহমতগঞ্জের কাছে।</p> <p>তাতে আত্মবিশ্বাসেও খানিকটা টান পড়েছে। তবে লিগে জয়রথ অব্যাহত রাখার আশা কোচ আলফাজ আহমেদের, ‘ফেডারেশন কাপে আমরা অপ্রত্যাশিতভাবে হেরে গেছি। লিগে পয়েন্ট হারাতে চাই না। আবাহনীর সঙ্গে ম্যাচ সব সময় কঠিন হয়। এটা তো ঐতিহ্যের লড়াই। বিদেশি ছাড়াও ওরা ভালো করছে। আমাদের সেরা ফুটবলই খেলতে হবে।’</p> <p>কিংস অ্যারেনায় আজ চ্যাম্পিয়ন কিংসের ঘুরে দাঁড়ানোর লড়াই। প্রতিপক্ষ দারুণ ছন্দে থাকা রহমতগঞ্জ। মৌসুমের প্রথম তিনটি ম্যাচই জিতে দলটি জানান দিয়েছে, বড় দলগুলোকে কঠিন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তারা। এরই মধ্যে মোহামেডানকে হারিয়ে তার প্রতিফলনও দেখিয়েছে। গত সপ্তাহে কুমিল্লায় মোহামেডানের কাছে এক গোলে হারা কিংসও জয়ে ফেরার প্রত্যয়ে মাঠে নামবে।</p>