<p>দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে একটি ফার্মাসিউটিক্যাল উৎপাদন প্লান্টে বিস্ফোরণে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজনের। জেলা সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।</p> <p>জেলা কালেক্টর বিজয়া কৃষ্ণন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলের দিকে প্লান্টে আগুন লাগে। উদ্ধারকার্যে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট অংশগ্রহণ করেছে। এ ঘটনায় ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। </p> <p>অন্ধ্র প্রদেশের আনাকাপল্লী জেলায় অবস্থিত বেসরকারি প্রতিষ্ঠান এসসায়েন্টিয়া অ্যাডভান্সড সায়েন্সেস‘র ৪০ একর জায়গাজুড়ে অবস্থিত একটি উৎপাদন ইউনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলেও জানান বিজয়া কৃষ্ণন।</p> <p>তিনি আরো বলেন, বিস্ফোরণের সঠিক কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।</p> <p>তবে এ বিষয়ে এসসায়েন্টিয়া কম্পানি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।</p> <p>এর আগে গত বছর আনাকাপল্লী জেলায় সাহিতি ফার্মার একটি ইউনিটে একটি সলভেন্ট রিঅ্যাক্টরে একই ধরনের অগ্নিকাণ্ডে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছিলেন।</p>