<p>ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার জাতিসংঘ মহাসচিবকে দক্ষিণ লেবাননে মোতায়েনকৃত শান্তিরক্ষীদের ‘নিরাপদ এলাকায়’ সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।</p> <p>জাতিসংঘের লেবানন শান্তি রক্ষা মিশন (ইউএনআইএফআইএল) সীমান্ত এলাকা থেকে সেনা প্রত্যাহারের অনুরোধ প্রত্যাখ্যান করার এক দিন পর নেতানিয়াহু এই আহ্বান জানালেন। সাম্প্রতিক দিনে ইসরায়েলি গুলিতে এ মিশনের পাঁচ সদস্য আহত হয়েছেন।</p> <p>নেতানিয়াহু তার অফিস থেকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় বলেন, ‘মহাসচিব মহোদয়, ইউএনআইএফআইএল বাহিনীকে বিপদমুক্ত করুন। এটি এখনই, অবিলম্বে করা প্রয়োজন।’ </p> <p>এই বিষয়ে প্রথম মন্তব্যের পর মন্ত্রিসভার এক বৈঠকে নেতানিয়াহু জানান, ইসরায়েলি বাহিনী কয়েকবার ইউএনআইএফআইএলকে সরে যেতে বলেছে। কিন্তু তারা বারবার এ আহ্বান প্রত্যাখ্যান করেছে। এতে হিজবুল্লাহ যোদ্ধাদের জন্য মানবঢাল তৈরি হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দক্ষিণ লেবাননের বাসিন্দাদের যে সতর্কবার্তা দিল ইসরায়েল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/12/1728728450-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দক্ষিণ লেবাননের বাসিন্দাদের যে সতর্কবার্তা দিল ইসরায়েল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/12/1434390" target="_blank"> </a></div> </div> <p>নেতানিয়াহু বলেন, ‘আপনি ইউএনআইএফআইএলের সেনাদের সরিয়ে নিতে অস্বীকৃতি জানানোয় তারা হিজবুল্লাহর জিম্মি হচ্ছে। এতে তাদের ও আমাদের সেনাদের জীবন বিপন্ন হচ্ছে।’</p> <p>ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘ইউএনআইএফআইএলের সেনারা আহত হওয়ার আমরা অনুতপ্ত এবং আমরা এই ধরনের ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা করছি। তবে এটি নিশ্চিত করার সহজ উপায় হলো তাদের বিপজ্জনক অঞ্চল থেকে সরিয়ে নেওয়া।’</p> <p>এদিকে ইউএনআইএফআইএল তাদের অবস্থান ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে। তাদের মুখপাত্র আন্দ্রেয়া তেনেনতি শনিবার এএফপিকে এক সাক্ষাৎকারে বলেন, ‘এ অঞ্চলে জাতিসংঘের পতাকা সমুন্নত রাখা এবং নিরাপত্তা পরিষদে রিপোর্ট করার জন্য এখানে থাকা গুরুত্বপূর্ণ।’</p> <p>তেনেনতি জানান, ইউএনআইএফআইএলকে দুই দেশের সীমানা নির্ধারণকারী ব্লু লাইন থেকে ‘পাঁচ কিলোমিটার পর্যন্ত’ সরে যেতে বলেছিল ইসরায়েল। কিন্তু শান্তিরক্ষীরা তাতে সাড়া দেননি। এতে লেবাননের দক্ষিণাঞ্চলে ইউএনআইএফআইএলের ২৯টি অবস্থানও অন্তর্ভুক্ত থাকত।</p> <p>প্রায় সাড়ে ৯ হাজার সদস্য নিয়ে গঠিত ইউএনআইএফআইএল মিশন ১৯৭৮ সালে তৈরি হয়। তারা ২০০৬ সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ৩৩ দিনের যুদ্ধ শেষে করা যুদ্ধবিরতির নজরদারির দায়িত্ব পালন করছে।</p> <p>লেবাননে শান্তি রক্ষা মিশনে অবদান রাখা ৪০টি দেশ শনিবার যৌথভাবে ‘শান্তিরক্ষীদের ওপর সাম্প্রতিক আক্রমণের তীব্র নিন্দা’ জানিয়েছে। পোল্যান্ডের জাতিসংঘ মিশনের এক্সে প্রকাশ করা বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে এবং যথাযথভাবে তদন্ত করতে হবে।’ এ বিবৃতিতে ইন্দোনেশিয়া, ইতালি, ভারতসহ মিশনে অংশগ্রহণকারী প্রধান দেশগুলো সই করেছে।</p> <p>সূত্র : এএফপি</p>