<p>ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে তুষার (১১) নামের এক শিশুকে অপহরণের ২৪ দিন পর অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০। এ ঘটনায় রবিবার (১৩ অক্টোবর) শাহরিয়ার রহমান নামের এক যুবককে আটক করেছে র‌্যাব।</p> <p>তুষার তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর গ্রামের রুবেল মিয়ার ছেলে। সে স্থানীয় বাঘৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। </p> <p>র‌্যাব সূত্র জানায়, ৫ সেপ্টেম্বর তুষার তার মায়ের সঙ্গে নানাবাড়ি আব্দুল্লাহপুরের কদমপুর এলাকায় বেড়াতে যায়। সেখানে ১৯ সেপ্টেম্বর বিকেলে মাঠে খেলার সময় তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এরপর ২৪ সেপ্টেম্বর তুষারের নানির মোবাইলে কিডন্যাপার নামে একটি ইমো আইডি ব্যবহার করে মুক্তিপণ দাবি করা হয়। তিনি সাত হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পরে আর টাকা দিতে পারবেন না বলে জানালে অপহরণকারীরা তুষারের দাদার মোবাইলে ফোন করে মুক্তিপণ দাবি করে। এরপর তিনি কয়েক দফায় অপহরণকারীদের ২ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পরে নাতিকে ছেড়ে দেয়নি তারা। পরে শিশুটির দাদা এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ করেন এবং র‌্যাবকে বিষয়টি অবহিত করেন। এরপরও কয়েক দফায় মোট তিন লাখ ৫৭ হাজার টাকা অপহরণকারীকে দেওয়া হয়। সর্বশেষ গতকাল রাতে রাজধানীর কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে বিকাশের দোকান থেকে টাকা তোলার সময় অপহরণকারী চক্রের প্রধান শাহারিয়ারকে গ্রেপ্তার করেন র‌্যাব-১০-এর সদস্যরা। পরে তার দেওয়া তথ্য মোতাবেক দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া টিলাবাড়ী এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলার তালা বদ্ধ ফ্ল্যাটের ভিতর থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। </p> <p>রবিবার সন্ধ্যায় র‍্যাব ১০ মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করে কোম্পানি কমান্ডার স্কোয়াডান লিডার তারিকুল ইসলাম বলেন, শিশুটি অপহরণের ৫ দিন পরেই পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ আসে। এরপর থেকেই আমরা তদন্ত কাজ শুরু করি। অপহরণকারী অত্যন্ত চালাক প্রকৃতির, সে বিভিন্ন সময় বিকাশের এজেন্টের দোকানের মাধ্যমে মুক্তিপণের টাকা নিত। সর্বশেষ গতকাল শাহরিয়ার নামে একজনকে বিকাশের দোকান থেকে টাকা তোলার সময় আমরা হাতেনাতে আটক করেছি। পরে তার দেওয়া তথ্য মতে ভুক্তভোগীকে উদ্ধার ও মুক্তিপণের ৫০ হাজার টাকা উদ্ধার করি। </p> <p>তিনি জানান, আসামিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশে হস্তান্তর ও শিশুটিকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।</p>