<p>দক্ষিণ লেবাননের একটি গ্রামে ১০০ বছরের পুরনো মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে মসজিদটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) রবিবার এ তথ্য জানিয়েছে।</p> <p>বার্তা সংস্থাটি জানায়, শত্রু বাহিনীর বিমান কেফার তিবনিত গ্রামের পুরনো মসজিদ লক্ষ্য করে হামলা চালায়। এতে মসজিদটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।</p> <p>গ্রামের মেয়র ফুয়াদ ইয়াসিন বলেন, সীমান্ত থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত গ্রামটির বাসিন্দাদের কাছে মসজিদটি অত্যন্ত প্রিয় ছিল। বিভিন্ন উত্সবে মসজিদের সামনের চত্বরে সবাই জড়ো হতো। মসজিদটি কমপক্ষে ১০০ বছরের পুরনো।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সুড়ঙ্গ থেকে হিজবুল্লাহ যোদ্ধাকে আটক করল ইসরায়েলি সেনারা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/13/1728826104-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সুড়ঙ্গ থেকে হিজবুল্লাহ যোদ্ধাকে আটক করল ইসরায়েলি সেনারা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/13/1434753" target="_blank"> </a></div> </div> <p>মসজিদে হামলায় তাত্ক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। গ্রামটির একটি বাজারেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণাঞ্চলীয় আরেকটি শহরে একটি বাজারে হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। হামলায় বাজারটিতে আগুন ধরে যায় বলে লেবাননের রেড ক্রস জানিয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লেবাননে শান্তিরক্ষীদের দ্রুত ‘নিরাপদে’ সরাতে নেতানিয়াহুর আহ্বান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/13/1728822437-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লেবাননে শান্তিরক্ষীদের দ্রুত ‘নিরাপদে’ সরাতে নেতানিয়াহুর আহ্বান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/13/1434738" target="_blank"> </a></div> </div> <p>লেবাননে হিজবুল্লাহ বাহিনীকে ধ্বংস করার নামে দক্ষিণ লেবাননসহ দেশটির বিভিন্ন স্থানে রক্তক্ষয়ী হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের অভিযানে লেবাননে এখন পর্যন্ত এক হাজার ২৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখেরও বেশি মানুষ।</p> <p>সূত্র : বিবিসি, এএফপি</p>