<p style="text-align:justify">রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে ডাকাতি করা সংঘবদ্ধ ডাকাতদলের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ১১ জনের মধ্যে আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব এবং তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর (গোয়েন্দা) পুলিশ। </p> <p style="text-align:justify">র‌্যাব জানিয়েছে, গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তারা আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।</p> <p style="text-align:justify">র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, ‘র‌্যাব যে আটজনকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। বাকি তিনজন সাধারণ মানুষ। তাঁদের কাছ থেকে সোনার একটি ব্রেসলেট ও আংটি উদ্ধার করা হয়েছে।’ ডাকাতির এ ঘটনায় কোনো বাহিনীর কেউ জড়িত থাকলে গ্রেপ্তার করা হবে বলে জানান মুনীম ফেরদৌস।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আন্দোলনে আহত ১৩২ জনকে চেক প্রদান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/13/1728818180-d515dc95be25e9e1402d10e15171dc23.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আন্দোলনে আহত ১৩২ জনকে চেক প্রদান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/13/1434723" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এর আগে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার পর মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় বেড়িবাঁধ এলাকায় ব্যবসায়ী আবু বকরের বাসায় ডাকাতি হয়।</p> <p style="text-align:justify">পুলিশ সূত্র জানায়, যৌথ বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতরা বাসায় ঢুকে ডাকাতি করে। এ সময় ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি সোনা লুট করা হয়। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ জব্দ করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ১৬" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/13/1728817825-9e8a01bfb2c96c61eda1158eb7452e8d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ১৬</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/13/1434721" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এ ঘটনায় আবু বকর বাদী হয়ে গতকাল রাতে মোহাম্মদপুর থানায় মামলা করেন। আবু বকর জমি ও ইট-বালু কেনাবেচার ব্যবসা করেন বলে জানায় পুলিশ।</p>