জেলেনস্কির পাশে ইউরোপীয় নেতারা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জেলেনস্কির পাশে ইউরোপীয় নেতারা
জেলেনস্কি ও ম্যাখোঁ। ছবি : এএফপি

হোয়াইট হাউসের ওভাল অফিসে জেলেনস্কি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উত্তপ্ত বাগবিতণ্ডার পর পশ্চিমা নেতারা তড়িঘড়ি করে ইউক্রেনের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তবে এটা স্পষ্ট, শুক্রবারের উত্তপ্ত বৈঠকের পর ওয়াশিংটন ও তার প্রধান মিত্রদের মধ্যে আরো গভীর ফাটল তৈরি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের আক্রমণের শিকার হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সংহতি প্রকাশের জন্য ইউরোপীয় নেতারা এক লাইনে দাঁড়িয়েছিলেন।

মহাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টরা রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে যুদ্ধে জেলেনস্কি এবং ইউক্রেনের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

যদিও তারা সরাসরি মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করেননি। তাদের মন্তব্য স্পষ্ট করে দিয়েছে, তারা কিয়েভের পাশে দাঁড়িয়েছেন। 

এই সপ্তাহে ট্রাম্পের সঙ্গে দেখা করতে আসা ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাখোঁ এক্সে একটি পোস্ট করেছেন। তাতে বলা হয়েছে, ‘একটি আক্রমণকারী দেশ আছে : রাশিয়া।

আক্রমণের মুখে আছে এমন একটি জনগণ : ইউক্রেন।’ 

তিনি আরো বলেছেন, ‘যারা শুরু থেকেই লড়াই করে আসছেন তাদের প্রতি শ্রদ্ধা। কারণ তারা তাদের মর্যাদা, স্বাধীনতা, সন্তানদের জন্য এবং ইউরোপের নিরাপত্তার জন্য লড়াই করছেন।’

আরো পড়ুন
‘জেলেনস্কি কঠোর চড় খেয়েছেন’

‘জেলেনস্কি কঠোর চড় খেয়েছেন’

 

এর আগে ট্রাম্প জেলেনস্কির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি অসম্মান প্রকাশের অভিযোগ করেছিলেন।

দুই নেতার মধ্যে ইউক্রেনের খনিজ সম্পদ শোষণের বিষয়ে একটি চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু জেলেনস্কি চুক্তিতে স্বাক্ষর না করেই হোয়াইট হাউস ত্যাগ করেন। ট্রাম্প আরো বলেন, জেলেনস্কি শান্তির জন্য প্রস্তুত নন।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস এক বিবৃতিতে বলেন, স্পষ্টতই মুক্ত বিশ্বকে এখন নতুন নেতৃত্ব বেছে নেওয়া প্রয়োজন। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের নেতারা এক যৌথ বিবৃতিতে জেলেনস্কিকে ‘শক্ত অবস্থান ধরে রাখার’ আহ্বান জানিয়েছেন।

লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিটানাস নউসেদা বলেন, ইউক্রেন, তোমাদের কখনো একলা চলতে হবে না।

এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস ছাখনা সতর্ক করে বলেন, যদি ইউক্রেন লড়াই বন্ধ করে, তবে ‘ইউক্রেন’ বলে কিছু থাকবে না।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইউক্রেনের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, রাশিয়া অবৈধভাবে এবং অন্যায্যভাবে ইউক্রেন আক্রমণ করেছে। তিন বছর ধরে ইউক্রেনের মানুষ সাহস ও দৃঢ়তার সঙ্গে লড়াই করছে। তাদের গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য লড়াই আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, আমরা যত দিন প্রয়োজন, তত দিন ইউক্রেনের পাশে থাকব। কারণ আমরা এটিকে আন্তর্জাতিক আইনের পক্ষে একটি লড়াই হিসেবে দেখি। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসনও ইউক্রেনের প্রতি তার দেশের ‘অটল সমর্থন’ ঘোষণা করেছেন।

তবে পশ্চিমা ও ইউরোপীয় নেতাদের এই ঐক্যের মধ্যে একটি ব্যতিক্রম ছিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান, যিনি ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, শক্তিশালী নেতারা শান্তি স্থাপন করেন, দুর্বল নেতারা যুদ্ধ বাধিয়ে দেন। আজ প্রেসিডেন্ট ট্রাম্প শান্তির জন্য সাহসী পদক্ষেপ নিয়েছেন, যদিও এটি অনেকের জন্য মেনে নেওয়া কঠিন ছিল। ধন্যবাদ, মিস্টার প্রেসিডেন্ট!

পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সোশ্যাল মিডিয়ায় জেলেনস্কি এবং ইউক্রেনের প্রতি সমর্থন করা প্রথম ব্যক্তিদের মধ্যে ছিলেন। তিনি বলেন, ‘আপনি একা নন।’ 

ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন এবং ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা। ইউরোপীয় ইউনিয়নের এই দুই শীর্ষ কর্মকর্তা একটি যৌথ পোস্টে জেলেনস্কিকে বলেছেন, ‘আপনার মর্যাদা ইউক্রেনীয় জনগণের সাহসিকতার প্রতি সম্মান প্রদর্শন করে।’

ইতালির উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি মার্কিন প্রেসিডেন্টকে সমর্থন করেছেন। তিনি এক্সে লেখেন, ‘শান্তির জন্য তৈরি হোন, এই যুদ্ধ বন্ধ করুন।

সূত্র : রয়টার্স
 

মন্তব্য

সম্পর্কিত খবর

তুরস্কে কেনাকাটা বয়কটের আন্দোলন, গ্রেপ্তার ১১

ডয়চে ভেলে
ডয়চে ভেলে
শেয়ার
তুরস্কে কেনাকাটা বয়কটের আন্দোলন, গ্রেপ্তার ১১
ছবিসূত্র : এএফপি

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেপ্তারের প্রতিবাদে তুরস্কজুড়ে চলছে বিক্ষোভ আন্দোলন। আন্দোলনের অংশ হিসেবে ডাকা কেনাকাটা বয়কটের কর্মসূচিতে অংশ নেওয়ায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর কার্যালয় ১৬ জনের বিরুদ্ধে ‘ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর’ অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে নেটফ্লিক্স সিরিজ ‘রাইজ অব এম্পায়ার্স : অটোমান’-এর এক অভিনেতাও রয়েছেন বলে জানিয়েছে তুর্কি অভিনেতা সংঘ।

তুরস্কের পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে বুধবার কেনাকাটা না করার আহ্বান জানিয়েছিলেন। এর আগে এক দিনের এ বয়কট কর্মসূচি পালনের আহ্বান জানান প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল। এরদোয়ানপন্থী হিসেবে পরিচিত সংবাদমাধ্যম এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান বয়কটেরও আহ্বান জানান তিনি। এরপর বুধবার রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুল শহরের বেশ কিছু ক্যাফে, রেস্তোরাঁ ও বার বন্ধ থাকে।

গত মার্চ মাসে ইমামোগলুকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বিরোধী দল সিএইচপি বলছে, ‘এ মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
 

মন্তব্য

টিকটককে আরো ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
টিকটককে আরো ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার ব্যাপারে টিকটককে আরো ৭৫ দিন সময় দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা মালিকানাধীন অ্যাপটির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা ইস্যু তুলে তিনি জানিয়েছেন, চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত অ্যাপটি বন্ধ হচ্ছে না। খবর ডয়চে ভেলের।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে জানান, তার প্রশাসন টিকটক বাঁচাতে কাজ করছে।

তবে এখনো কিছু অনুমোদন বাকি। হোয়াইট হাউস চায় না টিকটক ‘অন্ধকারে’ চলে যাক। তারা ভালোভাবে চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী।
 
ট্রাম্প বলেন, টিকটক নিয়ে আলোচনার পাশাপাশি চীনের সঙ্গে পারস্পরিক শুল্ক নিয়েও আলোচনা চলছে।
বর্তমানে চীনা পণ্যের ওপর ৫৪ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। টিকটক বিষয়ে চুক্তি স্বাক্ষর হলে শুল্ক কমানোরও ইঙ্গিত দিয়েছেন তিনি।

এর আগে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা চলাকালীন ট্রাম্প বলেছিলেন, তিনি কখনো টিকটক নিষিদ্ধ করবেন না। যদিও তার আগের প্রশাসনেই তিনি নিরাপত্তার কারণে অ্যাপটির বিরুদ্ধে অবস্থান নেন।

আরো পড়ুন
প্রতিকূল পরিবেশেও কমেছে খেলাপি ঋণ

প্রতিকূল পরিবেশেও কমেছে খেলাপি ঋণ

 

যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটিরও বেশি গ্রাহক রয়েছে। কিন্তু এর চীনভিত্তিক মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন মার্কিন আইনপ্রণেতারা। টিকটকের মাধ্যমে চীন সরকার মার্কিন জনগণের ওপর গুপ্তচরবৃত্তি করতে পারে, এই আশঙ্কা ব্যক্ত করেছে মার্কিন প্রশাসন।
 

প্রাসঙ্গিক
মন্তব্য

জেলেনস্কির নিজ শহরে রুশ হামলায় শিশুসহ নিহত ১৮

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জেলেনস্কির নিজ শহরে রুশ হামলায় শিশুসহ নিহত ১৮
ছবিসূত্র : ইউক্রেনীয় প্রেসিডেন্সি

কেন্দ্রীয় ইউক্রেনীয় শহর ক্রিভি রিহে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৮ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে নয়জন শিশু বলে জানিয়েছেন রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কির এই ক্রিভি রিহ শহরেই বেড়ে উঠেছেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি আবাসিক এলাকায় আঘাত হেনেছে। ছবিতে নিহত একজনকে খেলার মাঠে পড়ে থাকতে দেখা গেছে। অন্যদিকে আরো একটি ভিডিওতে দেখা যায়, ১০ তলা ভবনের একটি ফ্ল্যাটের একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে। আহতদের রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে দাবি করেছে, একটি রেস্তোরাঁয় ‘ইউনিট কমান্ডার এবং পশ্চিমা প্রশিক্ষকদের’ একটি বৈঠক লক্ষ্য করে তারা একটি ‘নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে। এ ঘটনায় ৮৫ জন নিহত হয়েছে বলেও তারা দাবি করেছে তবে কোনো প্রমাণ দেয়নি।

ইউক্রেনের সেনাবাহিনী জবাবে বলেছে,  রাশিয়া তার নিন্দনীয় অপরাধ ঢাকতে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। মস্কো সর্বাধিক হতাহতের জন্য একটি ক্লাস্টার ওয়ারহেডসহ একটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

শুক্রবার সন্ধ্যায় এই হামলাটি ২০২২ সালে রাশিয়ার পূর্ণ-স্কেল আক্রমণ শুরু হওয়ার পর থেকে ক্রিভি রিহতে সবচেয়ে মারাত্মক ছিল। জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘শুক্রবারের হামলায় কমপক্ষে পাঁচটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামালা অব্যাহত থাকার একটি মাত্র কারণ হচ্ছে, রাশিয়া যুদ্ধবিরতি চায় না এবং আমরা তা দেখতে পাচ্ছি।’

ক্রিভি রিহ-এর প্রতিরক্ষা প্রধান ওলেকসান্ডার ভিলকুল বলেছেন, একটি আবাসিক এলাকায় আঘাত হেনেছে। তিনি বলেছেন, ‘ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয়েছে... অনেক বেশি লোক আহত হয়েছে।

শিশুরা খেলার মাঠে বা তার কাছাকাছি মারা গেছে।’

ক্রিভি রিহ অবস্থিত ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের প্রধান সেরহি লিসাক বলেছেন, ৪০ জনেরও বেশি লোককে আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে এবং সবচেয়ে ছোট আহতের বয়স মাত্র তিন মাস।

ক্রিভি রিহ-এর প্রতিরক্ষা প্রধান ওলেকসান্ডার ভিলকুল পরে আরো জানান, ‘শহরটিতে ব্যাপক ড্রোন হামলা হয়েছে, যার ফলে কমপক্ষে চারটি স্থানে আগুন লেগেছে।’

তিনি বলেন, ‘ড্রোনের আঘাতে একটি বাড়িতে একজন বৃদ্ধা নারী পুড়ে মারা গেছেন। অন্যত্র আরো পাঁচজন আহত হয়েছেন।’

সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনে বিদেশী শান্তিরক্ষীদের মোতায়েন করার পরিকল্পনা নিয়ে আলোচনা করতে যুক্তরাজ্য এবং ফ্রান্স উভয় দেশের সামরিক প্রধানরা দিনের শুরুতে কিয়েভে জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন। তবে সহিংসতা থামার তেমন লক্ষণ দেখা যায়নি।

সূত্র : বিবিসি

প্রাসঙ্গিক
মন্তব্য

ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউ গিনি, সুনামি সতর্কতা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউ গিনি, সুনামি সতর্কতা
প্রতীকী ছবি

ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত পাপুয়া নিউ গিনির একটি দ্বীপ। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৯। এর কয়েক মিনিটের মধ্যে জোরালো ‘আফটারশক’ (ভূমিকম্পের পরবর্তী কম্পন) হয়, যার মাত্রা ছিল ৫.৩। জোড়া কম্পনের ফলে ওই এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

খবর এবিসি নিউজের।

স্থানীয় সময় অনুযায়ী, শনিবার ভোর ৬টা ৪ মিনিটে প্রথমবার কাঁপে পাপুয়া নিউ গিনির নিউ ব্রিটেন দ্বীপ। ওই দ্বীপের উপকূলের অন্তত ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎস। এর ফলে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেকটা বেড়ে যায়।

 

আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, নিউ ব্রিটেন দ্বীপে তিন থেকে নয় ফুট পর্যন্ত হতে পারে ঢেউয়ের উচ্চতা। এ ছাড়াও পাপুয়া নিউ গিনির বেশ কিছু দ্বীপে সুনামির ফলে উঁচু ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে। প্রতিবেশী সলোমন দ্বীপপুঞ্জেও এর প্রভাব পড়তে পারে। 

আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, পাপুয়া নিউ গিনিতে শনিবার ভোরে দুটি কম্পনের মধ্যে মাত্র ৩০ মিনিটের ব্যবধান ছিল।

আরো পড়ুন
চাহিদা বাড়ছে বাংকার বাড়ির, পারমাণবিক অস্ত্রের আঘাতেও থাকবে অক্ষত

চাহিদা বাড়ছে বাংকার বাড়ির, পারমাণবিক অস্ত্রের আঘাতেও থাকবে অক্ষত

 

দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওপর স্বতন্ত্র দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনি। এই অংশের অধিকাংশ দ্বীপই ভূমিকম্পপ্রবণ। কারণ, এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূমিকম্প বলয়ের অন্তর্গত। যে সব দ্বীপে জনবসতি কম, সেখানে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি তেমন হয় না। তবে কম্পনের ফলে ভূমিধস দেখা দিতে পারে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ