<p align="left" class="bodycopy4" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.1pt">ভারতের ওড়িশার বারাবতী-কটক বিধানসভা আসনে প্রথম মুসলিম নারী হিসেবে জিতে রেকর্ড করেছেন সোফিয়া  ফেরদৌস। মাত্র ৩২ বছর বয়সী এই তরুণী কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই আসনে বিজেপির প্রার্থী পূর্ণচন্দ্র মহাপাত্রকে ৮০০১ ভোটে হারিয়েছেন সোফিয়া। এর আগে ওড়িশায় কোনো মুসলিম নারী বিধায়ক হননি। </span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:14.0pt"><span style="line-height:115%"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.1pt">সূত্র : আনন্দবাজার পত্রিকা    </span></span></span></span></p>