<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস গতকাল শনিবার অস্ট্রেলিয়ায় তাঁর নির্ধারিত সফর শুরু করেছেন। অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর দেশটির সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখা থেকে রাজা চার্লসকে পাঁচ তারকা র‌্যাংক দেওয়া হয়েছে। সফরের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে আনুষ্ঠানিক রীতিনীতির অংশ হিসেবে তাঁকে এই মর্যাদা দেওয়া হয়। গত শুক্রবার রাতে ২০ ঘণ্টার ভ্রমণ শেষে স্ত্রী ক্যামিলাকে সঙ্গে করে অস্ট্রেলিয়ায় পৌঁছান চার্লস। স্থানীয় বিশিষ্টজনরা চার্লস ও ক্যামিলা রাজ দম্পতিকে স্বাগত জানান। পরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এবং তাঁর বাগদত্তার সঙ্গে চার্লস ও ক্যামিলার বৈঠক অনুষ্ঠিত হয়। গত বছর রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে মুকুট পরার পর এটি তাঁর প্রথম কোনো গুরুত্বপূর্ণ বিদেশ সফর। তবে ক্যান্সার আক্রান্ত হওয়ার কারণে গতকাল তিনি বিশ্রামে ছিলেন। চলতি বছরের শুরুর দিকে ক্যান্সার শনাক্ত হয় রাজা তৃতীয় চার্লসের। রাজার শারীরিক পরিস্থিতি বিবেচনায় এবারের সফর ভিন্নভাবে সাজানো হয়েছে। রীতিনীতি ও আনুষ্ঠানিকতায় কাটছাঁটও করা হয়েছে। নিউজিল্যান্ডেও সফরে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। তবে সফর কাটছাঁট করা হয়েছে। চার্লস ছয় দিন সিডনি ও ক্যানবেরায় থাকবেন। পরে সামোয়ায় কমনওয়েলথ সম্মেলনে যোগ দেবেন। গতকাল চার্লস সিডনিতে একটি ঘোড়দৌড় প্রতিযোগিতায় উপস্থিত হবেন বলে আগে থেকে গুঞ্জন শোনা গেলেও তাঁর সফরসূচিতে এ রকম কিছু দেখা যায়নি। সূত্র : এএফপি</span></span></span></span></p>