<p>যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে গত আট বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেয়েছিলেন একজন নারী। কিন্তু শেষ পর্যন্ত তিনিও দেশটির শীর্ষ ক্ষমতার আসনে অধিষ্ঠিত হতে ব্যর্থ হয়েছেন। ২০১৬ সালে হিলারি ক্লিনটনের মতো এবারও হোয়াইট হাউসে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার ইতিহাস গড়তে চেয়েছিলেন কমলা হ্যারিস। কিন্তু চূড়ান্ত যুদ্ধে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হয়েছেন তিনি। এবারের নির্বাচনে প্রচারে নারীদের অধিকার, বিশেষ করে গর্ভপাতের অধিকার নিয়ে সোচ্চার ছিলেন কমলা। তবে তাঁর এই প্রচারণা রক্ষণশীল নারীদের মন জয় করতে পারেনি বলেই মনে করা হচ্ছে। সেন্টার ফর আমেরিকান উইমেন অ্যান্ড পলিটিকস বলেছে, কমলা একজন দুর্দান্ত তহবিল সংগ্রহকারী এবং তিনি ভোটারদের সঙ্গে সংযুক্ত ছিলেন। সূত্র : এএফপি</p> <p> </p>