<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্য থেকে কাউকে বেছে নেওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গত সোমবার স্টারমার বলেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় প্রতিবেশী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উভয়ের সঙ্গে মিত্রতা বজায় রাখতে সক্ষম হবে ব্রিটেন। লেবার পার্টির নেতা স্টারমার গত মাস ধরে ইইউয়ের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক মেরামতে জোর দিয়েছেন। এর আগে গত কনজারভেটিভ পার্টির আমলে ইইউ থেকে বেরিয়ে যায় ব্রিটেন। তবে গত মাসে ট্রাম্পের জয়ের পর আশঙ্কা করা হচ্ছে যে ট্রাম্প ইইউয়ের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করলে স্টারমারের এই প্রচেষ্টা ভেস্তে যেতে পারে। স্টারমার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের মিত্রদের মধ্য থেকে কাউকে বেছে নেওয়া উচিত অর্থাৎ হয়তো আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকতে হবে নয়তো ইইউয়ের সঙ্গে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই ধারণাটি সম্পূর্ণ ভুল। আমি এটি পুরোপুরি প্রত্যাখ্যান করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সূত্র : এএফপি</span></span></span></span></span></p>