<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এই অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। একাধিক সূত্র সিবিএস নিউজকে এ তথ্য জানিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র বলেছে, গত নভেম্বরে নির্বাচনের পরপরই চিনপিংকে আমন্ত্রণ জানান রিপাবলিকান নেতা ট্রাম্প। তবে চিনপিং আমন্ত্রণ গ্রহণ করেছেন কি না তা স্পষ্ট নয়। ওয়াশিংটনের চীনা দূতাবাসের মুখপাত্র এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী ২০ জানুয়ারি ক্যাপিটল ভবনে চিনপিং ছাড়াও বিশ্বের আরো অনেক নেতার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক রয়েছে হাঙ্গেরির ডানপন্থী নেতা প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের। সম্প্রতি ফ্লোরিডায় ট্রাম্পের মার-আ-লাগোর বাসভবনে দুজন সাক্ষাৎ করেছেন। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি অরবান এখনো বিবেচনা করছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ট্রাম্পের প্রচারশিবিরের মুখপাত্র ক্যারোলিন লিয়াভিট বলেন, বিশ্ব নেতারা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছেন। কারণ তারা জানেন, ট্রাম্প শিগগির ক্ষমতায় ফিরে এসে বিশ্বে পুনরায় শান্তি প্রতিষ্ঠা করবেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে চিনপিংয়ের সমালোচক হিসেবে পরিচিত ট্রাম্পশিবির। বিশেষ করে ট্রাম্পের মনোনীত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ চিনপিং প্রশাসনের কট্টর সমালোচক। এমনকি ট্রাম্প নিজেও চীন থেকে আসা পণ্যের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন। এ ছাড়া চীনা কম্পানি বাইটডান্সের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক বিক্রি করে দিতে সময়সীমা বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে চিনপিংকে আমন্ত্রণ জানানোর খবর বেশ আশ্চর্যজনক বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র : সিবিএস নিউজ</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>