মঙ্গোলিয়া হলো চীন ও রাশিয়ার মধ্যে অবস্থিত মধ্য এশিয়া এবং পূর্ব এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ। ভূখণ্ডটি পাহাড় এবং ঢেউখেলানো মালভূমির সমন্বয়ে গঠিত। মঙ্গোলিয়ার মোট আয়তন ১,৫৬৪,১১৬ বর্গকিলোমিটার।
চারদিকে খাঁ খাঁ মরুভূমি, পাটকিলে রঙের শুকনা অনুর্বর মাটি।
মঙ্গোলিয়া হলো চীন ও রাশিয়ার মধ্যে অবস্থিত মধ্য এশিয়া এবং পূর্ব এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ। ভূখণ্ডটি পাহাড় এবং ঢেউখেলানো মালভূমির সমন্বয়ে গঠিত। মঙ্গোলিয়ার মোট আয়তন ১,৫৬৪,১১৬ বর্গকিলোমিটার।
চারদিকে খাঁ খাঁ মরুভূমি, পাটকিলে রঙের শুকনা অনুর্বর মাটি।
এক বছরের বেশি সময় ধরে লাগাতার তুষারপাতে দেশটির গবাদি পশুও বেশির ভাগই মারা গেছে।
প্রবল তুষারপাতে কোনো পশু মাঠের তৃণ মুখে দেওয়ার সুযোগ পায়নি। ঠাণ্ডা আর অনাহারে অবোধ পশু বরফের ওপর দলে দলে প্রাণ হারায়। জেনদানের ২৮০টি মেষ একে একে মারা পড়ে। দেশটিতে ৭০ লাখের বেশি পশু মারা যায়। কথা ছিল জেনদানের দুই মেয়ে রাজধানী উলানবাটোরের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। কিন্তু ভর্তি করানোর মতো কোনো টাকা-কড়ি তাঁর হাতে নেই।
জেনদানের মুখ থেকে বের হলো, ‘ইস! মেষগুলো বাঁচাতে পারলে মেয়ে দুটোর পড়ার খরচ তুলতে কোনো সমস্যা হতো না।’ তবে জেনদান আশা ছাড়েননি। বললেন, ‘পশুপালনের ঝুঁকি সম্পর্কে আমি জানতাম। আশা করছি, আবারও পশুপালনের মাধ্যমে নিজের ভাগ্য গড়ে নিতে পারব।’
সূত্র : এএফপি
সম্পর্কিত খবর
তুরস্ক ও গ্রিস উপকূলে শরণার্থী বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত ১৬ জন নিহত হয়েছে। নৌকা দুটিতে ৬০ জনেরও বেশি যাত্রী ছিল। গতকাল আলজাজিরা জানিয়েছে, কয়েক ঘণ্টার ব্যবধানে নৌকা দুটি ডুবে হতাহতের ঘটনা ঘটেছে। উভয় দেশের কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার প্রায় ৬৬ জনকে বহনকারী দুটি নৌকা কয়েক ঘণ্টার ব্যবধানে তুরস্ক ও গ্রিক দ্বীপ লেসবোসের মধ্যবর্তী সমুদ্রের সংকীর্ণ অংশে শরণার্থী বহন করার সময় ডুবে যায়।
গ্রিসের কোস্ট গার্ড জানিয়েছে, তাদের একটি টহল নৌকা প্রায় পাঁচ মিটার লম্বা একটি ছোট ডিঙিকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায় এবং মোট ৩১ জন যাত্রীর মধ্যে ২৩ জনকে উদ্ধার করে। এর মধ্যে ১১ জন কিশোর, আটজন পুরুষ এবং চারজন নারীকে উদ্ধার হয়েছে। কর্তৃপক্ষ পরে হেলিকপ্টার, কোস্ট গার্ডের জাহাজ, ফ্রন্টেক্স ইউরোপীয় সীমান্ত সংস্থাসহ অনুসন্ধান ও উদ্ধার অভিযানের পর সাতজনের মরদেহ উদ্ধার করে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) প্রধান জেনারেল টিমোথি হফকে গত বৃহস্পতিবার বরখাস্ত করা হয়েছে। গতকাল শুক্রবার দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ কথা জানিয়েছে। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, এনএসএ প্রধান হিসেবে এক বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর টিমোথি হফকে বরখাস্ত করা হয়। তবে কেন তাঁকে বরখাস্ত করা হয়েছে তা জানা যায়নি।
সূত্র : এএফপি
প্রথম বিদেশি দেশ হিসেবে চীনের মহাকাশ স্টেশন প্রশিক্ষণ কর্মসূচিতে যোগদান করতে যাচ্ছে পাকিস্তান। গতকাল শুক্রবার পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশনের (সুপারকো) পরিচালক শাফাত আলী এ তথ্য জানান। শাফাত আলী বলেন, চীনে প্রশিক্ষণের জন্য দুটি যোগ্যতার ভিত্তিতে দুজন মহাকাশচারী পাঠাবে পাকিস্তান। এটিকে একটি মাইলফলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জরিমানা হিসেবে সাত লাখ ৪১ হাজার ডলার প্রদানের নির্দেশ দিয়েছেন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হাইকোর্ট। স্থানীয় সময় গত বৃহস্পতিবার এক রায়ে এই নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এম সিক্সটিনের সাবেক কর্মকর্তা ক্রিস্টোফার স্টিল ডোনাল্ড ট্রাম্পের ওপর একটি প্রবন্ধ লিখেছিলেন, যেটি প্রকাশিত হয়েছিল ২০১৭ সালের জানুয়ারিতে, অর্থাৎ প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যেবার ট্রাম্প শপথ নিয়েছিলেন, সে সময়। ওই প্রবন্ধে বলা হয়েছিল, রাশিয়ার গুপ্তচর ও গোয়েন্দাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই ২০১৬ সালের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছিলেন ট্রাম্প।