এসএসসির প্রস্তুতি : ইংরেজি দ্বিতীয় পত্র

  • মো. জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক গৌরিপুর কাদিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল
শেয়ার
এসএসসির প্রস্তুতি : ইংরেজি দ্বিতীয় পত্র
জমিতে কাজ করছেন কৃষক। ছবি : লুৎফর রহমান

Reading Test

[পূর্বপ্রকাশের পর]

5. Make five sentences using the parts of sentences from each column of the table below.  

       1×5=5                                                                                   

Our parents

become

obedient to them and try to make them happy.

We

spend

unhappy at our failure.

They

try

happy at our success.

They

should be

to make us happy.

They

has been observed

money for food clothes and education.

     Answer

(a)                      Our parents try to make us happy.

(b)                      We should be obedient to them and try to make them happy.

(c)                      They spend money for food clothes and education.

(d)                      They become happy at our success.

(e)                      They become unhappy at our failure.

 

6. Complete the following text with right forms of the verbs given in the box.                                            0.5×10=5

fall

earn

be

verge

call

yield

make

live

cultivate

bring

   Man (a)           on bread. With a view to (b)           bread men (c)           lands and (d)           the earth suitable for living. At firs t the earth (e)           plenty of crops for man’s living by virtue of her fertility. But later on the food s tuffs (f)           short of our needs owing to the increases of population. Hence there (g)           a cry ‘grow more food’ or s tart green revolution. Bangladesh is an agricultral country. ‘Grow more food’ campaign (h)           about a new idea in our agricultural developents. The adopted plan (i)           on a revolution which  (j)           the green revolution. Adequate measures should be taken to gain the objectives.


Answer
(a) lives         (b) earning
(c) cultivate   (d) make
(e) yielded     (f) fell
(g) is              (h) has brought
(i) verges       (j) is called

 

7. Change the narrative s tyle of the
following text.                             5

     ‘‘I’ll pay for it,” he said. ‘‘I broke it. I brought the axe down careless.”

     ‘‘But no one hits accurately every time,” I told him. ‘‘The fault was in the wood of the handle. I’ll see the man from whom I bought it.”


Answer
He told me that he would pay for it as he had broken it. He again said that he had brought the axe down careless. I told him that no one hit accurately every time. I again said that the fault had been in the wood of the handle. I also told him that I would see the man from whom I had bought it.

 

8. Change the sentences according to
directions.                    1×10=10

(a)                      Books are the bes t companion of man. (Positive degree)
(b) Teachers want that we should read books. (Simple)

(c)                      No other thing is as helpful as book. (Comparative)

(d)                      Read books. (Passive)

(e)                      Books are more essential than all other companions. (Superlative)

(f)                       Every book has something new. (Negative)
 

     Answer

(a)                      No other companion of man is as good as book.

(b)                      Teachers want us to read books.

(c)                      Book is more helpful than any other thing.

(d)                      Let books be read.

(e)      Books are mos t essential of all companions.

মন্তব্য

সম্পর্কিত খবর

সপ্তম শ্রেণি : বাংলা

    সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ
শেয়ার
সপ্তম শ্রেণি : বাংলা

গদ্য

কাবুলিওয়ালা

রবীন্দ্রনাথ ঠাকুর

বহু নির্বাচনী প্রশ্ন

১।        কাবুলিওয়ালা গল্পে লেখক শুরুতে মিনির বয়স কত বলেছেন?

  ক. পাঁচ      খ. ছয় 

  গ. সাত              ঘ. আট

২।        কাবুলিওয়ালা গল্পের লেখক কে?

  ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর      
খ. বঙ্কিমচন্দ্র 
গ. রবীন্দ্রনাথ ঠাকুর         
ঘ. কাজী নজরুল ইসলাম

৩।        রহমত জেল থেকে খালাস পায় কখন?

  ক. সকালে        খ. বিকেলে 

  গ. সন্ধ্যায়            ঘ. রাতে

৪।

       রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন

  i. শান্তিনিকেতন ii. বিশ্বভারতী

  iii. রবীন্দ্রভারতী   

  নিচের কোনটি সঠিক?

  ক. iiii         খ. i ii    

  গ. iiiii    ঘ. i, iiiii

৫।        শেষের কবিতার রচয়িতা কে?

  ক. বঙ্কিমচন্দ্র

  খ. সমরেশ মজুমদার 

  গ. কাজী নজরুল ইসলাম         
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

৬।        কাবুলিওয়ালা ঝুড়ির ভেতর থেকে কী বের করে মিনিকে দিত?

  ক. চকোলেট       খ. বাদাম

  গ. পেয়ারা           ঘ. কিশমিশ

৭।        কাবুলিওয়ালার নাম কী?

  ক. গুলজার       খ. রহমত 

  গ. রহমান                 ঘ. হাসমত

  নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  ইয়ানার বাবা খুব করে চেয়েছিল পুত্রসন্তান।

কিন্তু চতুর্থ সন্তান হিসেবে ইয়ানা জন্মগ্রহণ করে। ইয়ানাকে তার বাবা সহ্য করতে পারত না। কিন্তু ইয়ানা বাবার স্নেহ পাওয়ার জন্য ব্যাকুল ছিল।

৮।

       উদ্দীপকের ইয়ানার বাবার সঙ্গে কাবুলিওয়ালা গল্পের কোন চরিত্রের অমিল রয়েছে?

  i. রামদয়াল   ii. রহমত

  iii. মিনির বাবা

  নিচের কোনটি সঠিক?

  ক. iiii         খ. i ii    

  গ. iiiii    ঘ. i, iiiii

৯।        উদ্দীপকের সঙ্গে কাবুলিওয়ালা গল্পের পার্থক্যের জায়গা কোনটি?

  ক. আবেগ        খ. ঘৃণা 

  গ. সন্তানস্নেহ  ঘ. পরিমিতিবোধ

১০।       কাবুল শহরটি কোন দেশে অবস্থিত?

  ক. ভারত         খ. পাকিস্তান  

  গ. নেপাল             ঘ. আফগানিস্তান

১১।       কবিরা কিসের মতো করে সুন্দর সুন্দর কথা বলেন?

  ক. গোলাপের          খ. জবার 

  গ. হাসনাহেনার ঘ. মালতী

১২।       কাবুলিওয়ালা গল্পে শঙ্কিত স্বভাবের মানুষটি কে?

  ক. মিনির বাবা    খ. মিনির মা 

  গ. রহমত             ঘ. রামদয়াল

১৩।

       কথার জবাব না দিয়ে চুপ করে থাকা কার স্বভাব বিরুদ্ধ?

  ক. মিনি              খ. মিনির মা

  গ. মিনির বাবা    ঘ. রহমত

১৪।       অন্তঃপুর বলতে কী বোঝানো হয়েছে?

  ক. বাড়ির সামনের অংশ        
খ. বাড়ির পেছনের অংশ

  গ. বাড়ির ভেতরের অংশ       
ঘ. অন্তর

১৫।       লেখক কী দেখে রহমতকে চিনতে পারলেন?

  ক. হাসি         খ. লম্বা চুল 

  গ. গোঁফ             ঘ. লম্বা চুল

১৬।       কাবুলিওয়ালা গল্পের মূলকথা কী?

  ক. মাতৃস্নেহ       খ. দাদার স্নেহ 

  গ. বিশ্বমানবতা     ঘ. সর্বজনীন পিতৃত্ব

১৭।       মিনির ক্ষুদ্র আঁচলে পরিপূর্ণ ছিল

  i. খেজুর  ii. বাদাম

  iii. কিশমিশ

  নিচের কোনটি সঠিক?

  ক. iiii         খ. i ii    

  গ. iiiii    ঘ. i, iiiii

  নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  কনিকার বয়স সাত বছর। অপরিচিত লোকদের সঙ্গে সঙ্গ দিতে ভালোবাসে সে। কাউকে রাস্তায় দেখলে সে বন্ধু বানাতে চায়।

১৮।       উদ্দীপকটি পাঠ্যবইয়ের কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

  ক. পাখি    খ. মরু ভাস্কর 

  গ. কাবুলিওয়ালা   
ঘ. লখার একুশে

১৯।       পাঠ্যবইয়ের সঙ্গে সাদৃশ্যের কারণ

  i. কনিকার বন্ধুত্বপূর্ণ আচরণ

  ii. কনিকার বয়স  
iii. কনিকার স্বভাব 

  নিচের কোনটি সঠিক?

  ক. iiii         খ. i ii    

  গ. iiiii    ঘ. i, iiiii

২০।       মিনিকে কাবুলিওয়ালা কী বলে ডাকত?

  ক. খুকি               খ. খুঁকি

  গ. খোঁকি        ঘ. খোকি

২১।       কাবুলিওয়ালা পকেট থেকে কী বের করে মেলে ধরল?

  ক. কিশমিশ   খ. রুমাল 

  গ. ময়লা কাগজ        ঘ. ছেঁড়া টাকা

২২।       কাবুলিওয়ালার হাতে কী ছিল?

  ক. ঝোলা             খ. লাঠি 

  গ. বাক্স             ঘ. বই

২৩।       রহমত কোথায় মেওয়া বেচতে আসত?

  ক. কলকাতায়      খ. দিল্লিতে 

  গ. মাওয়ায়      ঘ. ঢাকায়

২৪।       অনর্গল শব্দটির অর্থ কী?

  ক. বিরাম         খ. বিরামহীন 

  গ. শৃঙ্খল             ঘ. ঘরোয়া

২৫।       মিনির চিৎকার শুনে কাবুুলিওয়ালা

  i. বাড়ির দিকে আসতে লাগল

  ii. হেসে মুখ ফেরাল

  iii. থেমে গেল

  নিচের কোনটি সঠিক?

  ক. iiii         খ. i ii    

  গ. iiiii    ঘ. i, iiiii

২৬।       তার শরীরে পূর্বের মতো সে তেজ নেই’—কার শরীরে?

  ক. লেখকের       খ. মিনির 

  গ. রহমতের      ঘ. রামদয়ালের

২৭।       কাবুলিওয়ালাকে দেখে মিনি যে কারণে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল

  i. হাসি মুখে  ii. অন্ধবিশ্বাসে

  iii. ভয়ে 

  নিচের কোনটি সঠিক?

  ক. iiii         খ. i ii    

  গ. iiiii    ঘ. i, iiiii

২৮।       রামদয়াল কাককে কী বলেছিল?

  ক. কাক        খ. কৌয়া 

  গ. কাউয়া             ঘ. কোয়েল

২৯।       খোবানি বলতে কী বোঝানো হয়েছে?

  ক. টকজাতীয় ফল

  খ. মিষ্টিজাতীয় ফল

  গ. বাদামজাতীয় ফল        
ঘ. কিশমিশজাতীয় ফল

৩০।       কিচ্ছু জানে না’—মিনির মতে কে কিচ্ছু জানে না?

  ক. রহমত       খ. রামদয়াল 

  গ. মিনির মা          ঘ. দারোয়ান

 

    উত্তর : ১. ক ২. গ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. ঘ 
৭. খ ৮. গ ৯. গ ১০. ঘ ১১. ক ১২. খ
১৩. ক ১৪. গ ১৫. ক ১৬. ঘ ১৭. গ ১৮. গ ১৯. ক ২০. গ ২১. গ ২২. ক ২৩. ক ২৪. খ ২৫. ক ২৬. গ ২৭. গ ২৮. খ ২৯. গ ৩০. ঘ।

 

মন্তব্য

টিউটরিয়াল : স্পোকেন ইংলিশ

    মো. মশিউর রহমান খান, প্রভাষক (ইংরেজি), জয়পুরহাট বিএড কলেজ, জয়পুরহাট সদর, জয়পুরহাট
শেয়ার
টিউটরিয়াল : স্পোকেন ইংলিশ

►পর্ব-৪৬

  It doesn’t matter (তাতে কিছু আসে যায় না)

  তুমি পরীক্ষা দাও বা না দাও তাতে কিছু আসে যায় না। তারা খেলবে কি খেলবে না তাতে কিছু আসে যায় না।

  আমরা সেখানে যাই বা না যাই তাতে কিছু আসে যায় না। সে আসুক বা না আসুক তাতে কিছু আসে যায় না।

  তুমি খাও বা না খাও তাতে কিছু আসে যায় নাএমন কথা প্রকাশ করতে তোমরা নিচের Structureটি ব্যবহার করো। 

 

  Structure
It doesn’t matter + whether + sub + verb + or not.


Practice

1.  It doesn’t matter whether you sit for at the examination or not.
তুমি পরীক্ষা দাও বা না দাও তাতে কিছু আসে যায় না।

2.  It doesn’t matter whether they will play or not. তারা খেলবে কি খেলবে না তাতে কিছু আসে যায় না।

3.  It doesn’t matter whether we go there or not.
আমরা সেখানে যাই বা না যাই তাতে কিছু আসে যায় না।

4.  It doesn’t matter whether he comes or not.
সে আসুক বা না আসুক তাতে কিছু আসে যায় না।

5.  It doesn’t matter whether you eat or not.
তুমি খাও বা না খাও তাতে কিছু আসে যায় না।

 

বাংলা বাক্যে দ্বিরুক্তি থাকলে ইংরেজিতে নিচের নিয়মে বলতে হয়। যেমন : মুখে মুখে = talk back, দেখতে দেখতে = in no time , পড়তে পড়তে, খেতে খেতে, প্রথম প্রথম = in start/initially.


Structure
Sub + verb + obj + ext.

1.  He is talking back to me.
সে আমার মুখে মুখে কথা বলছে।

2.  It is not good to talk back to father.
বাবার সঙ্গে মুখে মুখে কথা বলা উচিত না।

3.  It is not good to talk back to mother.
মায়ের সঙ্গে মুখে মুখে কথা বলা উচিত না।

4.  It is not good to talk back to elders.
বড়দের সঙ্গে মুখে মুখে কথা বলা উচিত
না।

5.  Stop talking back.
মুখে মুখে কথা বলা বন্ধ করো।

6.  In starting you may find difficulty.
প্রথম প্রথম তোমার সমস্যা হতে পারে।

7.  Initially will have to work hard.
প্রথম প্রথম তোমাকে অনেক কাজ করতে
হবে।

8.  Initially you will have to come early.
প্রথম প্রথম তোমাকে তাড়াতাড়ি আসতে হবে।

9.  It’s night in no time.
দেখতে দেখতে রাত হয়ে গেল।

10.                     It’s morning in no time.
দেখতে দেখতে সকাল হয়ে গেল।

11.                     We have reached in no time.
দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম।

12.                     It’s been two years in no time.
দেখতে দেখতে দুই বছর হয়ে গেল।

13.                     It’s time to go in no time.
দেখতে দেখতে যাওয়ার সময় হয়ে গেল।

 

 

 

মন্তব্য

এইচএসসির প্রস্তুতি : হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

    মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
শেয়ার
এইচএসসির প্রস্তুতি : হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র
পড়ার টেবিলে অধ্যয়ন করছে শিক্ষার্থী। অঙ্কন : মাসুম

অষ্টম অধ্যায়

মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

৩৭।         মজুদ এক প্রকার   

  i. চলতি সম্পদ
ii. স্থায়ী সম্পদ

  iii. স্পর্শনীয় সম্পদ

  নিচের কোনটি সঠিক?

  ক. i ii   খ. iiii

  গ. iiiii  ঘ. i, iiiii

৩৮।         বিন কার্ডে উল্লেখ থাকে  

  i. মালের আগমন    
ii. মালের নির্গমন

  iii. মালের মূল্য

  নিচের কোনটি সঠিক?

  ক. i ii   খ. iiii

  গ. iiiii  ঘ. i, iiiii

৩৯।         মাল খতিয়ান থেকে জানা যায়

  i. প্রাপ্ত মালের পরিমাণ, দর ও মূল্য

  ii. উদ্বৃত্ত মালের পরিমাণ, দর ও মূল্য

  iii. ইস্যুকৃত মালের পরিমাণ, দর ও মূল্য

  ক. iii   খ. iiii           গ. iiiii ঘ. i, iiiii

৪০।

         বিন কার্ডের বৈশিষ্ট্য হলো 

  i. কাঁচামালের ক্রয় ও ইস্যু লিপিবদ্ধকরণ

  ii. মজুদ মালের হিসাবরক্ষণ

  iii. বিক্রয় মূল্য লিপিবদ্ধকরণ

  নিচের কোনটি সঠিক?

  ক. iii   খ. i iii              গ. ii iii            ঘ. i, iiiii

৪১।         পরিবহন সংক্রান্ত শর্ত হলো

  i. 2/10, net/30

  ii. FOB Shipping point

  iii. FOB destination

  নিচের কোনটি সঠিক?

  ক. iii  খ. iiiii

  গ. iiii  ঘ. i, ii iii

৪২।         বিন কার্ডে অন্তর্ভুক্ত থাকে     

  i. মালের পরিমাণ   
ii. মালের মূল্য

  iii. মালের আবর্তন

  নিচের কোনটি সঠিক?

  ক. iii  খ. iiii             গ. iiiii           ঘ. i, iiiii

৪৩।         মজুদ পণ্য যদি অবমূল্যায়িত বা অতিমূল্যায়িত হয় তাহলে এর দ্বারা প্রভাবিত হয়         

  i. প্রদেয় আয়কর        
ii. লভ্যাংশ বিতরণ

 iii. সঞ্চিতি তহবিলে স্থানান্তর  
নিচের কোনটি সঠিক?

  ক. i ii   খ. iiii

  গ. iiiii  ঘ. i, iiiii

৪৪।

         বনলতা ট্রেডার্সের প্রারম্ভিক মজুদ, ক্রয় ও বিক্রয় সম্পর্কিত তথ্যাদি নিম্নরূপ:

  প্রারম্ভিক মজুদ ৮ টাকা দরে ১,২০০ একক, ক্রয় ১০ টাকা দরে ৭,০০০ একক, বিক্রয় ২৫ টাকা দরে ৬,০০০ একক। বনলতা ট্রেডার্স ভারযুক্ত গড় পদ্ধতিতে মজুদ পণ্য মূল্যায়ন করে। কিন্তু ভারযুক্ত গড় পদ্ধতির পরিবর্তে আগে আসলে আগে যায় পদ্ধতি অবলম্বন করলে আর্থিক বিবরণীতে এর প্রভাবে

  i. মুনাফার পরিমাণ হ্রাস পাবে

  ii. মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে

  iii. সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে

  নিচের কোনটি সঠিক?

  ক. iii  খ. iiii             গ. iiiii           ঘ. i, iiiii

৪৫।         ১/১৫, নিট/৪৫ দ্বারা বুঝায়     

  i. ১৫ দিনের মধ্যে পাওনা শোধ দিলে ১% বাট্টা পাবে

  ii. ৪৫ দিনের মধ্যে পাওনা শোধ দিলে ১% বাট্টা পাবে

  iii. ৪৫ দিনের মধ্যে অবশ্যই পাওনা দিতে হবে

  নিচের কোনটি সঠিক?

  ক. i ii   খ. iiii

  গ. iiiii  ঘ. i, iiiii

৪৬।

         মজুদ পণ্য মূল্যায়নের বিজ্ঞানসম্মত পদ্ধতি হলো

  i. কালান্তিক মজুদ পদ্ধতি

  ii. নিত্য মজুদ পদ্ধতি

  ii. ভারযুক্ত গড় পদ্ধতি

  নিচের কোনটি সঠিক?

  ক. i       খ. ii

  গ. iii  ঘ. i, iiiii

 

  উত্তর : ৩৭. খ ৩৮. ক ৩৯. ঘ ৪০. ক
৪১. খ ৪২. খ ৪৩. গ ৪৪. গ ৪৫. খ ৪৬. খ।

 

মন্তব্য

হাইকিং

    অষ্টম শ্রেণির শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ে তোমরা হাইকিং সম্পর্কে জেনেছ। স্কাউটিং কার্যক্রমের মধ্যে অন্যতম হলো হাইকিং। বর্তমানে এটি সাধারণ মানুষের মধ্যেও জনপ্রিয়—
শেয়ার
হাইকিং
কেওক্রাডং পাহাড়ে হাইকিং করছে একদল যুবক। ছবি : সংগৃহীত

পাহাড়, বন, উপত্যকা কিংবা দুর্গম পথ পাড়ি দিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগের অন্যতম উপায় হলো হাইকিং। হাইকিং শুধু হাঁটা নয়, এটি এমন এক অভিজ্ঞতা, যা শরীর ও মনের জন্য সমানভাবে উপকারী। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি ও আত্ম-অন্বেষণের জন্যও হাইকিংয়ের জুড়ি নেই। শহুরে জীবনের কোলাহল থেকে মুক্তি পেতে অনেকেই এখন প্রকৃতির কাছে ছুটে যায়।

হাইকিং সেই সুযোগ করে দেয়। দুর্গম পথে হাঁটার সময় দেহের প্রতিটি পেশির ব্যবহার হয়, ফলে বলা চলে এটি এক ধরনের পূর্ণাঙ্গ শরীরচর্চা। নিয়মিত হাইকিং করলে হৃদরোগ, ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি কমে। সেই সঙ্গে শ্বাস-প্রশ্বাসের ক্ষমতা বাড়ায়, পায়ের মাংসপেশি শক্তিশালী করে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
তবে হাইকিংয়ের আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে প্রকৃতির সান্নিধ্যে। সবুজ বন, পাহাড়ি ঝরনা, দূরের আকাশ ছোঁয়া পর্বতশৃঙ্গএসবের মাঝে হাঁটলে মন প্রফুল্ল হয়ে ওঠে। গবেষণা বলছে, প্রকৃতির মধ্যে সময় কাটালে মানসিক চাপ কমে, একাগ্রতা বাড়ে এবং আত্মবিশ্বাস ফিরে আসে। যারা নিয়মিত হাইকিং করেন, তাদের মধ্যে হতাশা ও দুশ্চিন্তার পরিমাণ তুলনামূলক কম থাকে।

হাইকিং করতে হলে কিছু প্রস্তুতি জরুরি। সবার আগে দরকার মানানসই পোশাক ও আরামদায়ক জুতা। ছোট পাহাড়ি পথে চলতে হলে গ্রিপ ভালো এমন জুতা পরা উচিত। সঙ্গে রাখতে হবে পানির বোতল, স্ন্যাকস, ফার্স্ট এইড কিট ও আবহাওয়া অনুযায়ী প্রয়োজনীয় সরঞ্জাম। বাংলাদেশেও এখন হাইকিংয়ের জনপ্রিয়তা বাড়ছে।

সিলেটের রাতারগুল, বান্দরবানের কেওক্রাডং ও তাজিংডং, রাঙামাটির সাজেক কিংবা সুন্দরবনের গহিন বনএই জায়গাগুলো হাইকিংপ্রেমীদের পছন্দের শীর্ষে।

অনেকে হাইকিং ও ট্রেকিংকে একই ভাবেন। তবে এদের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। মূলত পথের ধরন, সময়কাল এবং শারীরিক পরিশ্রমের মাত্রা এই দুই ক্ষেত্রে আলাদা। হাইকিং সাধারণত কম সময়ের জন্য হয় এবং অপেক্ষাকৃত সমতল বা সহজ পথ ধরে এগিয়ে চলে। এটি সাধারণত এক দিনের জন্য এবং তেমন কোনো বিশেষ সরঞ্জামের প্রয়োজন হয় না। অন্যদিকে ট্রেকিং হলো দীর্ঘ সময়ের জন্য পাহাড়ি, দুর্গম বা অপ্রশস্ত পথে হাঁটা, যা কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে। ট্রেকিংয়ে শারীরিক পরিশ্রম বেশি লাগে এবং উপযুক্ত সরঞ্জামের প্রয়োজন হয়, যেমনব্যাকপ্যাক, ট্রেকিং পোশাক ও জুতা। সাধারণত হাইকিং অবসর সময়ের আরামদায়ক ভ্রমণের জন্য করা হয় আর ট্রেকিং বেশি চ্যালেঞ্জিং ও অ্যাডভেঞ্চারপ্রিয় ব্যক্তিদের জন্য উপযুক্ত।

আল সানি

মন্তব্য

সর্বশেষ সংবাদ