পর্ব-৪২
Keep + verb + ing
কোনো কাজ করতে থাকো—এমন কথা প্রকাশ করতে তোমরা নিচের structure-টি ব্যবহার করো।
Structure
Keep + verb + ing (করতে থাকা), subject + verb + ext.
Practice
1. Keep reading, you will be a writer.
—পড়তে থাকো, একজন লেখক হবে।
2. Keep staying, you will success.
—লেগে থাকো, সফলতা পাবে।
3. Keep offering, you will offer.
—প্রস্তাব করো, প্রস্তাব পাবে।
4. Keep working, you will get money.
—কাজ করতে থাকো, তুমি টাকা পাবে।
5. Keep staying, you will win.
—লেগে থাকো, তুমি জিতবে।
6. Keep practicing, you will be able to speak English fluently.
—চেষ্টা করতে থাকো, তুমি অনর্গল ইংরেজি বলতে থাকবে।
Am to/ is to/ are to
কোন কাজ করতে হয়—এমন কথা প্রকাশ করতে তোমরা নিচের structure-টি ব্যবহার করো।
Structure
Subject + am to/ is to/ are to + verb1 + obj + ext.
Practice
1. I am to catch fish.
—আমাকে মাছ ধরতে হয়।
2. He/she is to bear the basket.
—তাকে ঝুড়ি বহন করতে হয়।
3. They are to dance the club.
—তাদের ক্লাবে নাচতে হয়।
4. You are to drive a car.
—তোমাকে গাড়িটি চালাতে হয়।
5. We are to understand the matter.
—আমাদের ব্যাপারটি বুঝতে হয়।
l Was to/ were to
কোন কাজ করতে হয়েছিল—এমন কথা প্রকাশ করতে তোমরা নিচের structure-টি ব্যবহার করো।
Structure
Subject + was to/ were to + verb1 + obj + ext.
Practice
1. I was to accept.
—আমাকে গ্রহণ করতে হয়েছিল।
2. He/she was to declare the war.
—তাকে যুদ্ধ ঘোষণা করতে হয়েছিল।
3. They were to cut the tree.
—তাদের গাছ কাটতে হয়েছিল।
4. You were to open the shop.
—তোমাকে দোকান খুলতে হয়েছিল।
5. We were to speak in English.
—আমাদের ইংরেজি বলতে হয়েছিল।