<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে অর্থনীতিতে অনেক বড় ধরনের প্রভাব পড়বে। যে বিষয়টি সবচেয়ে বেশি আশঙ্কাজনক, সেটি হলো যদি বেশিসংখ্যক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়, তাহলে কর্মসংস্থানের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে। কারণ এসব প্রতিষ্ঠান বন্ধ হলে ব্যবসার সঙ্গে যাঁরা জড়িত তাঁরা কর্মহীন হয়ে যাবেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সাড়ে তিন লাখ কম্পানির মধ্যে দেড় শ কম্পানি বন্ধের আবেদন করেছে, এটা খুব বড় কিছু নয়। আগে অনেকে ব্যবসা বন্ধ করতেন না, কিন্তু এখন ব্যবসা না করলেও নিয়মিত ট্যাক্স ফাইল জমা দিতে হয়। তা না হলে জরিমানা দিতে হয়। ভ্যাটও জমা দিতে হয়। তাই কম্পানি চলমান না থাকলে সেটাকে রেখে দেওয়া অনেক কঠিন ও ব্যয়বহুল হয়ে গেছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নতুন সরকার আসার পর সুদের হার এখন অনেক বেশি। বেশি মূল্যস্ফীতির কারণে বাজারে পণ্যের চাহিদাও কমেছে। এসব কারণে আমরা আশঙ্কা করছি, অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। ব্যক্তি পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠান হলে আরজেএসসিতে আসে না। আমাদের দেশের বেশির ভাগ ক্ষুদ্র ব্যবসা ব্যক্তিমালিকানাধীন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সুদহার বেশি হলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার ঝুঁকি থাকে। আরজেএসসিতে যে বন্ধের আবেদন পড়েছে সেটাকে আমি বড় কিছু মনে করি না। তবে পুরো অর্থনীতিতে সুদহার বৃদ্ধির চাপ পড়বে। আমরা যে মনিটারি পলিসিতে আছি, তা থেকে যত দ্রুত বের হয়ে আসা যায় ততই ভালো। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আমরা সব সময় সাজেস্ট করি ফিসক্যাল পলিসি অনেক বেশি কার্যকর। </span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রেসিডেন্ট, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি</span></span></span></span></span></p> <p> </p> <p> </p>