<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পরদিন সকালেই দেশে ফেরার বিমান ধরবেন বলে ফাইনালের রাতে তেমন উদযাপন করতে পারেননি তাঁরা। দশরথ স্টেডিয়ামের ১৬ হাজার দর্শককে স্তব্ধ করে সাফের শিরোপা জিতে হোটেলে ফিরেই ব্যাগপত্র গোছাতে হয়েছে মনিকা-মারিয়াদের। কিন্তু শিরোপা জেতার রাতে কি আর ঘুম হয়! রোমাঞ্চ কাজ করে, আনন্দে ভেসে যেতে মন চায়। বাংলাদেশের মেয়েদেরও হয়েছে তেমনটাই। সতীর্থদের সঙ্গে মুহূর্ত ভাগাভাগির পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব উপস্থিতি ছিল তাঁদের। তাতে ঘুমাতে যেতে যেতে রাতও অনেক হয়ে যায়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ট্রফি জেতার গৌরব সঙ্গী করে দেশে ফিরতে গতকাল সকাল ১০টায় কাঠমাণ্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে বাংলাদেশের টিম বাস। বাস থেকে নামতেই নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ফুল নিয়ে হাজির চ্যাম্পিয়ন মেয়েদের বরণ করে নিতে। এরপর ইমিগ্রেশন, বোর্ডিং পেরিয়ে ফ্লাইটে চড়তে আরো দুই ঘণ্টার অপেক্ষা। সময় যেন আর কাটে না! মনিকা চাকমা তো বলেই ফেললেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এতক্ষণ বসে থাকা যায় নাকি! কখন দেশে ফিরব, ছাদখোলা বাসে চড়ব।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> এয়ারপোর্টের ভেতরে তাই মেয়েরা এদিক-সেদিক ঘুরে বেড়াতে ছিলেন ব্যস্ত। কেউ কেউ কেনাকাটা করছিলেন। নেপালিদের হৃদয় ভেঙে শিরোপা উৎসব করা বাংলাদেশের মেয়েদের এয়ারপোর্টে দেখতে পেয়ে বাংলাদেশি তো বটেই, ভিনদেশিরাও এগিয়ে এসে অভিনন্দন জানাতে লাগল। মেয়েদের ফাইনাল দেখতে নেপাল গিয়েছিলেন বাংলাদেশের অভিনেতা ইরেশ যাকের। তিনিও ফিরছিলেন একই ফ্লাইটে। ফেরার পথে চ্যাম্পিয়নদের এত কাছ থেকে দেখতে পেয়ে যেন রোমাঞ্চে ডুবে গেলেন তিনি। বললেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দেখে তো সবাইকে ছোট মনে হয়, কিন্তু মাঠে কী লড়াইটাই না করল এরা! এত এত দর্শককে স্তব্ধ করে দিয়েছে আমাদের মেয়েরা। সত্যি অসাধারণ মুহূর্ত ছিল।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ঢাকার উদ্দেশে বিমান উড়াল দিলে মেয়েদের যেন আর তর সইছিল না। নিজেদের মধ্যে খুনসুটিতে মেতে ছিলেন মাসুরা-আফিদারা। রোমাঞ্চও খেলে যাচ্ছিল তাঁদের মধ্যে। কেননা দুই বছর আগের সেই স্মৃতি আবার ফিরে এসেছে। মেয়েরা ফেরার আগেই হযরত শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দরে প্রস্তুত করে রাখা হয়েছিল </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ছাদখোলা বাস</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">। দুপুর ২টা ৪০ মিনিটে বাংলাদেশ দলের বিমান অবতরণের পর বাইরে বেরিয়ে এসেই দেখা গেল গণমাধ্যমকর্মীদের ভিড়। দাঁড়ানোর যেন জায়গা নেই। দুই বছরের ব্যবধানে সাধারণ মানুষের উচ্ছ্বাস, উন্মাদনা কিছুটা কম মনে হলেও গণমাধ্যমকর্মীদের ভিড় বলছিল ভিন্ন কথা। কোচ পিটার বাটলার, অধিনায়ক সাবিনা খাতুন, সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণাদের কথা বলতে হলো মেগাফোনে। সমর্থকরা যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম সরব করে রেখেছে, মেয়েদের বরণ করে নিতে তেমন উপস্থিতি ছিল না এয়ারপোর্টে। তবে ছাদখোলা বাসে চড়ে যখন বাফুফে ভবনের উদ্দেশে মেয়েরা রওনা হলেন, তখন রাস্তার দুই পাশে ভিড় করে সাধারণ মানুষ। লাল-সবুজের পতাকা উঁচিয়ে, ট্রফি হাতে নিয়ে মেয়েদের বাস ছুটতে থাকে বাফুফে ভবনের দিকে। যে ভবনে থেকেই এই মেয়েরা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তবে বিমানবন্দর থেকে বেরিয়ে সাবিনাদের বাস উঠে যায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। তাতে অনেকটা রাস্তাজুড়ে থাকা সাধারণ দর্শকদের সুযোগ দেওয়া হয়নি মেয়েদের উদযাপনের সাক্ষী হতে। এ নিয়ে সামাজিক মাধ্যমে কিছু মানুষের ক্ষোভও দেখতে পাওয়া গেছে। তবে জানা গেছে, এই উদযাপনের কারণে যাতে যানযট তৈরি না হয়, সেটা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মেয়েদের বাস যখন বাফুফে ভবনে পৌঁছায়, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা। আগে থেকেই বাফুফে ভবনে অপেক্ষায় ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মেয়েদের সঙ্গে সাক্ষাৎ করে এক কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি। ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। কাঠমাণ্ডুতে আসরজুড়ে দুর্দান্ত ফুটবল খেলার পুরস্কারই যেন পেলেন মেয়েরা। ব্রিটিশ কোচ পিটার বাটলার এই মেয়েদের স্কিলে এনে দিয়েছেন অভাবনীয় পরিবর্তন। ডিফেন্স থেকে শুরু করে মধ্যমাঠ কিংবা আক্রমণ</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতিটা বিভাগেই পরিবর্তনের ছোঁয়া স্পষ্ট। পাকিস্তানের বিপক্ষে ড্র করে আসর শুরু করা দলটি এরপর ভারত ও নেপালকে পেছনে ফেলে দোর্দণ্ড প্রতাপে জিতে নিয়েছে শিরোপা। এই মেয়েদের সঙ্গেই তো এমন উৎসব মানায়।</span></span></span></span></span></p> <p> </p>