<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকার একটি লেক থেকে এক যুবকের মরদেহের সাতটি টুকরা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে কুড়িল-কাঞ্চন সড়কের উত্তর পাশে পূর্বাচলের ৫ নম্বর সেক্টর থেকে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় মরদেহের খণ্ডাংশগুলো উদ্ধার করা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ওই লেকের পানিতে হাত ধোয়ার জন্য গিয়েছিলেন একজন রিকশাচালক। এ সময় তিনি দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে সেখানে একটি পলিথিনে মোড়ানো ব্যাগে মরদেহের খণ্ডাংশ দেখতে পান। পরে তিনি কয়েকজন স্থানীয় লোককে ডেকে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ সেখানে এসে কালো রঙের তিনটি পলিথিন ব্যাগে মরদেহের সাতটি টুকরা উদ্ধার করে। পরে মরদেহের খণ্ডাংশগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রূপগঞ্জ থানার ওসি লিয়াকত বলেন, অজ্ঞাতপরিচয় ওই যুবকের আনুমানিক বয়স ৪০ বছর। তিন দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। হত্যার পর দেহের বিভিন্ন অংশ কেটে পলিথিন ব্যাগে করে ফেলে দেওয়া হয়েছে। সাতটি অংশ উদ্ধার করতে পেরেছি; তবে অনেক খোঁজ করেও মরদেহের আরো দুটি টুকরা উদ্ধার করতে পারিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি জানান, তাত্ক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় জানা যায়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘটনাস্থলে গিয়ে পুলিশের পাশাপশি সিআইডি ও পিবিআই সদস্যরা আলামত সংগ্রহ করেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>