<p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৪</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> উদযাপন করেছে বসুন্ধরা গ্রুপ সেক্টর-সি। এই উদ্যোগের উদ্দেশ্য ছিল বসুন্ধরা গ্রুপের উৎপাদন ইউনিটগুলোতে নিরাপত্তা ও সুস্থতার সংস্কৃতি গড়ে তোলা এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।</span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এতে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) প্রকাশিত পরিসংখ্যানের পটভূমিতে বিশ্বব্যাপী শ্রমিকদের জন্য জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকিগুলো তুলে ধরা হয়। বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীদের মাধ্যমে এই প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।</span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বসুন্ধরা পেপার মিলস লিমিটেড (বিপিএমএল), বসুন্ধরা মাল্টি পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড (বিএমপিআইএল), বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড (বিআইসিএল) এবং বসুন্ধরা মাল্টি স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (বিএমএসআইএল) প্রকল্পের অ্যাডভাইজার ও প্রকল্প প্রধানদের নেতৃত্বে মূল উৎপাদন ইউনিটগুলোতে দিবসটি পালন করা হয়।</span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তানভির-উল-ইসলাম, প্রধান উপদেষ্টা, বিপিএমএল প্লান্ট-২; এস এম সরোয়ার, প্রকল্প প্রধান, বিপিএমএল প্লান্ট-১; মো. আবুল হাসান, প্রকল্প প্রধান, বিপিএমএল প্লান্ট-৩; মো. লুৎফর রহমান, প্রধান প্রকৌশলী ও প্লান্ট প্রধান, বিআইসিএল এবং মো. শামশাদ মালিক, ভারপ্রাপ্ত প্রকল্প প্রধান, বিপিএমএল প্লান্ট-২ এদিন উপস্থিত ছিলেন এবং নিজ নিজ প্রকল্পে এই দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে বত্তৃদ্ধতা করেন। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান সেক্টর-সির কর্মকর্তা ও কর্মচারীদের এই দিবস উপলক্ষে তাঁদের সক্রিয় অবস্থানের জন্য প্রশংসা করেন।</span></span></span></span></span></span></span></span></p>