<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্তর্বর্তী সরকারের প্রথম ১০০ দিনে দেশে সংস্কারের বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও দুর্বল আইন-শৃঙ্খলা, ব্যাংকঋণের উচ্চ সুদ হার এবং আমলাতন্ত্রের ধীরগতি উদ্যোক্তাদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী নেতারা। সম্প্রতি </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্তর্বর্তী সরকারের ১০০ দিন : অর্থনৈতিক পর্যালোচনা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক আলোচনায় এমন মন্তব্য করেন ব্যবসায়ীরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলোচনায় ব্যবসায়ীরা উল্লেখ করেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার সর্বোচ্চ আত্মত্যাগের মধ্য দিয়ে পূর্ববর্তী শাসনের পতন হয়। বর্তমান সরকারের কাছে জনগণের বিপুল প্রত্যাশা রয়েছে। পাশাপাশি অবকাঠামোগত সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবং সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রাখতে প্রয়োজন যৌক্তিক সংস্কার।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলোচনায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি হয়, যা এখনো ঠিক হয়নি। পুলিশ নিষ্ক্রিয় হয়ে পড়ায় বেশ কয়েকটি কারখানায় হামলা হয়েছিল। সেগুলোতে এখনো স্থিতিশীলতা ফেরেনি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য উল্লেখ করে মীর নাসির হোসেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুই বছরেরও বেশি সময় ধরে ভোক্তা মূল্যসূচক ৯ শতাংশের ওপরে থাকায় মুদ্রাস্ফীতির চাপ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক তার মুদ্রানীতি কঠোর করে চলেছে। সংকোচনমূলক মুদ্রানীতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার, তবে এটিই একমাত্র উপায় নয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মোট তিনবার ব্যাংকের নীতি সুদহার বৃদ্ধি করা হয়েছে। মূল্যস্ফীতির লাগাম টানতে সর্বশেষ নীতি সুদহার বা রেপো রেট আরো ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১০ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২২ সালের মে মাসের পর থেকে এই নিয়ে ১১-১২ বারের মতো নীতি সুদহার বাড়ানো হয়েছে। মূলত বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে যে হারে ঋণ নিয়ে থাকে তাকে নীতি সুদহার বা রেপো রেট বলে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরান টি রহমান আত্মবিশ্বাস ও দক্ষতা পুনরুদ্ধারের জন্য স্বল্পমেয়াদি কোর্সের মাধ্যমে পুলিশকে পুনরায় সক্রিয় করার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদ বাড়াচ্ছে, এটা ব্যবসায় চাপ সৃষ্টি করছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি প্রশ্ন তোলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা বিবেচনা করা যেতে পারে কি না।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্য অনুযায়ী, গত অক্টোবরে দেশের মূল্যস্ফীতি বেড়ে ১০.৮৭ শতাংশ হয়েছে। খাদ্যপণ্য, বিশেষ করে চাল ও সবজির দাম বাড়ায় মূল্যস্ফীতি বেড়েছে। অক্টোবরের মূল্যস্ফীতি গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সেপ্টেম্বরে সামগ্রিক ভোক্তা মূল্যস্ফীতি ৯.৯২ শতাংশ এবং আগস্টে ছিল ১০.৪৯ শতাংশ। বিবিএস বলছে, অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১২.৬৬ শতাংশ, যা জুলাইয়ে ছিল ১০.৪০ শতাংশ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিটি সেক্টরে অটোমেশন পদ্ধতি ব্যবহার করে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যেতে পারে। এটি বেসরকারি খাতের কার্যক্রমকেও সহজ করতে পারে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবাদপত্রগুলোরও উচিত অটোমেশন নিশ্চিত করতে সরকারকে চাপ দেওয়া।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডারস অ্যাসোসিয়েশনের সভাপতি আবরার হোসেন সায়েম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকার একটি জাতীয় ডাটা প্ল্যাটফরম তৈরি করতে পারে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বড় ডাটা বিশ্লেষণ করতে পারে। এটি সব প্রক্রিয়া সহজ করবে এবং কর্তৃপক্ষকে সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। যেকোনো সেক্টরে বিনিয়োগের জন্য সিদ্ধান্ত নিতেও সহায়তা করবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্প্রতি এক সেমিনারে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগের সরকারের ভুল নীতির কারণে মূল্যস্ফীতি কমছে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> অর্থ উপদেষ্টা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সবাই বলছেন, এত কিছু করার পরও মূল্যস্ফীতি কমছে না কেন। এর প্রধান কারণ, আগের সরকারের ভুল নীতি। এত দিন বিবিএসসহ অন্য সরকারি প্রতিষ্ঠানগুলো যেসব তথ্য দিয়েছে, সেসব নিয়ে প্রশ্ন রয়েছে। আমি অর্থ মন্ত্রণালয়কে তথ্যপ্রবাহ সঠিক রাখার নির্দেশ দিয়েছি। সঠিক তথ্য না এলে অন্য তথ্যগুলোও ভুল আসবে। তখন যথাযথ নীতিমালা প্রণয়ন করা যাবে না। এত দিন স্বচ্ছতা ও জবাবদিহি ছিল না বলে এ সমস্যা হয়েছে। একের পর এক দুর্নীতি ও অন্যায় হয়েছে, যার মাসুল দিচ্ছে দেশের জনগণ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিগত সরকারের আমলে সমীক্ষা না করেই অনেক প্রকল্প নেওয়া হয়েছিল। একটি প্রকল্প থেকে কত টাকা আয় হবে, কত টাকা ব্যয় হবে, কত দিন সময় লাগবে এবং এসব প্রকল্পের বিপরীতে নেওয়া ঋণের সুদের হার কী হবে, এসব নিয়ে কোনো গবেষণা করা হয়নি। উচ্চ সুদে ঋণ নেওয়া হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p>