<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের এই ক্রান্তিকাল ধীরে ধীরে কাটছে। আজই নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। আবারও স্বাভাবিক হবে মানুষের জীবন। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার থেকে নিয়মিতভাবে খুলে যাচ্ছে রাজধানীর পান্থপথে অবস্থিত দেশের জনপ্রিয় শপিং মল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। সেখানে খোলা থাকবে টগি ফান ওয়ার্ল্ড। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, সেখানে সার্বিক নিরাপত্তায় থাকবেন সেনাবাহিনীর সদস্যরা। পাশাপাশি বসুন্ধরার নিজস্ব নিরাপত্তাব্যবস্থা তো থাকছেই। আজ সকাল থেকেই নিয়মিত সময়ে অর্থাৎ সকাল ১০টা থেকে খোলা থাকবে এই জনপ্রিয় শপিং মল। কাজেই কেনাকাটার জন্য নির্বিঘ্নে মানুষ সেখানে যেতে পারবে। তা ছাড়া টগি ফান ওয়ার্ল্ডও প্রস্তুত থাকছে আপনাদের অপেক্ষায়।</span></span></span></span></p>