সনি-স্মার্ট : শেষ হলো সনি-স্মার্ট প্রেজেন্টস ‘স্মার্ট বাংলা কারাওকে মিউজিক কনটেস্ট’। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক হাজার ৭০০ প্রতিযোগী অংশ নেন। চ্যাম্পিয়ন হয়েছেন রাজধানী উত্তরার শাহীন আলম। এ সময় বিচারক হিসেবে ছিলেন গায়ক, সুরকার ও সংগীত পরিচালক কিশোর দাশ, সংগীতশিল্পী ও সংগীত পরিচালক সাজিয়া সুলতানা পুতুল এবং সংগীতশিল্পী ইসফাতরা রনি।
সংবাদ বিজ্ঞপ্তি
এবি ব্যাংক : অপারেশনস ম্যানুয়াল উন্মোচন করেছে এবি ব্যাংক। ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি ও সিইও সৈয়দ মিজানুর রহমান এবং এএমডি রিয়াজুল ইসলাম মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের ডিএমডিগণ, এসএমটি সদস্য, কোর রিভিউ টিম, অপারেশনস ম্যানুয়ালের ইভালুয়েশন টিম এবং বিভিন্ন ডিভিশন ও ব্রাঞ্চের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
ব্যাংক এশিয়া : এজেন্ট ব্যাংকিং সেবার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ব্যাংক এশিয়া।
ব্যাংকের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী পরিচালনা পর্ষদ এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে ওয়েট মার্কেট কালেকশন এবং ডাটা অ্যানালিটিকস নামে দুটি সেবা উদ্বোধন এবং দশজন সেরা এজেন্টকে সম্মাননা দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স : ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন উদ্বোধন করেন কম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান। এতে কম্পানির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান রিজওয়ান রহমান, পরিচালক কামাল উদ্দিন আহমেদ এবং মো. তাইছির খান উপস্থিত ছিলেন।
কম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম প্রতিষ্ঠানের বার্ষিক ব্যাবসায়িক সাফল্যের তথ্য উপস্থাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি