<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (হাব) প্রশাসক নিয়োগ করে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এই রায়ের ফলে হাবে প্রশাসক নিয়োগের আগের কমিটিই বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা। প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গতকাল রবিবার এই রায় দেন বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আদালতে হাবের কমিটির পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অপরপক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। এর আগে গত ৩১ অক্টোবর আপিল বিভাগ প্রশাসক নিয়োগের আদেশ বহাল রেখে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় চূড়ান্ত রুল শুনানির পর রায় দিলেন উচ্চ আদালত।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণা করায় হাবের নির্বাচিত কমিটিই এখন দায়িত্ব পালন করবে। নির্বাচিত কমিটিকে যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, সেই নোটিশে কোনো অভিযোগের উল্লেখ ছিল না। দ্বিতীয় বিষয় হচ্ছে, সভাপতির বিরুদ্ধে অভিযোগ ওঠার পর সভাপতি পদত্যাগ করেন। আদালতকে এসব দেখানোর পর প্রশাসক নিয়োগের আদেশটি অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এইরায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি জানতে চাইলে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে আমার মক্কেলের কাছ থেকে কোনো নির্দেশনা এখন পর্যন্ত আসেনি। নির্দেশনা এলে আপিল বিভাগে আবেদন করা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>