ঢাকা, মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫
৭ মাঘ ১৪৩১, ২০ রজব ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫
৭ মাঘ ১৪৩১, ২০ রজব ১৪৪৬
সংক্ষিপ্ত

খান ব্রাদার্সের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
খান ব্রাদার্সের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি তদন্তের নির্দেশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল রবিবার ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা বরাবর এ বিষয়ে নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে বিএসইসি। ডিএসইকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে কমিশন।

চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে খান ব্রাদার্সের শেয়ারের দাম ও লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে।

সাম্প্রতিক সময়ে কম্পানিটির শেয়ারদর গত ২৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ সময়ের মধ্যে ৭৮ টাকা ৪০ পয়সা থেকে ১৭৬ টাকা ৫০ পয়সা হয়েছে বা ১২৫.১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা অস্বাভাবিক এবং কারসাজি বলে মনে হয়েছে কমিশনের।

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর

সনি-স্মার্ট : শেষ হলো সনি-স্মার্ট প্রেজেন্টস স্মার্ট বাংলা কারাওকে মিউজিক কনটেস্ট। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক হাজার ৭০০ প্রতিযোগী অংশ নেন। চ্যাম্পিয়ন হয়েছেন রাজধানী উত্তরার শাহীন আলম। এ সময় বিচারক হিসেবে ছিলেন গায়ক, সুরকার ও সংগীত পরিচালক কিশোর দাশ, সংগীতশিল্পী ও সংগীত পরিচালক সাজিয়া সুলতানা পুতুল এবং সংগীতশিল্পী ইসফাতরা রনি।

সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/1. january/21-01-2025/2/kalerkantho-ib-7a.jpg

এবি ব্যাংক : অপারেশনস ম্যানুয়াল উন্মোচন করেছে এবি ব্যাংক। ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি ও সিইও সৈয়দ মিজানুর রহমান এবং এএমডি রিয়াজুল ইসলাম মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের ডিএমডিগণ, এসএমটি সদস্য, কোর রিভিউ টিম, অপারেশনস ম্যানুয়ালের ইভালুয়েশন টিম এবং বিভিন্ন ডিভিশন ও ব্রাঞ্চের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/1. january/21-01-2025/2/kalerkantho-ib-7a.jpg

ব্যাংক এশিয়া : এজেন্ট ব্যাংকিং সেবার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ব্যাংক এশিয়া।

ব্যাংকের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী পরিচালনা পর্ষদ এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে ওয়েট মার্কেট কালেকশন এবং ডাটা অ্যানালিটিকস নামে দুটি সেবা উদ্বোধন এবং দশজন সেরা এজেন্টকে সম্মাননা দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/1. january/21-01-2025/2/kalerkantho-ib-7a.jpg

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স : ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন উদ্বোধন করেন কম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান। এতে কম্পানির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান রিজওয়ান রহমান, পরিচালক কামাল উদ্দিন আহমেদ এবং মো. তাইছির খান উপস্থিত ছিলেন।

কম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম প্রতিষ্ঠানের বার্ষিক ব্যাবসায়িক সাফল্যের তথ্য উপস্থাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি

মন্তব্য

বিশ্ববাজারে কার্বন বিক্রি করবে ইন্দোনেশিয়া

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
বিশ্ববাজারে কার্বন বিক্রি করবে ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ক্রেতাদের জন্য কার্বন ডাই-অক্সাইড কেনার সুবিধা উন্মুক্ত করেছে ইন্দোনেশিয়া। জলবায়ু পরিবর্তন রোধে ফান্ড গঠনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে শুধু স্থানীয় ব্যবসায়ীরা এই সুবিধা পেয়ে আসছিলেন। বাইরের দেশগুলোতে কার্বন কেনাবেচার মাধ্যম হিসেবে গত সোমবার কার্বন এক্সচেঞ্জ প্ল্যাটফরম আইডিএক্স কার্বন উন্মুক্ত করা হয়।

এটি পরিচালনা করবে ইন্দোনেশিয়ার স্টক এক্সচেঞ্জ। ইন্দোনেশিয়ার পরিবেশ মন্ত্রণালয় এ তথ্য জানায়। দেশটি এখন পাঁচটি পাওয়ার প্লান্ট থেকে ১৭ লাখ ৮০ হাজার টন কার্বন ডাই-অক্সাইড বিক্রির জন্য প্রস্তুত। বায়ুদুষণে বেশ বড়সড় ভূমিকা রাখে ইন্দোনেশিয়া।
অর্থনীতিকে চাঙ্গা রাখতে দেশটি কয়লার ওপর অতি নির্ভরশীল।

মন্তব্য

সর্বশেষ সংবাদ