পাঁচবিবি সীমান্তে বিজিবির বাধায় বেড়া নির্মাণ বন্ধ করল বিএসএফ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
শেয়ার
পাঁচবিবি সীমান্তে বিজিবির বাধায় বেড়া নির্মাণ বন্ধ করল বিএসএফ
সংগৃহীত ছবি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের উচনা সীমান্ত এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জিরোপয়েন্ট থেকে ৩০ গজের মধ্যে ভারতীয় অংশে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা যায়, আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৮টার পর ভারতীয় চকগোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশ অংশের ২০ বিজিবি হাটখোলা বিওপির আওতাধীন পূর্ব উচনা গ্রামের জিরো পয়েন্ট থেকে ৩০ থেকে ৫০ গজ দূরে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেন। এ ঘটনায় হাটখোলা বিওপির বিজিবি সদস্যরা বাধা দিলে উত্তেজনা শুরু হয়।

বিজিবি সদস্যদের বাধার মুখে বিএসএফ বেড়া নির্মাণের নির্মাণসামগ্রী নিয়ে চলে যেতে বাধ্য হন।

আরো পড়ুন
যুক্তরাষ্ট্রে লিঙ্গ হিসেবে শুধু নারী-পুরুষ থাকবে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রে লিঙ্গ হিসেবে শুধু নারী-পুরুষ থাকবে : ট্রাম্প

 

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন হাটখোলা বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শাজাহান সরকার বলেন, ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে আমরা বাধা দিই। বিএসএফ সদস্যরা বেড়া নির্মাণ না করে ফিরে যেতে বাধ্য হন।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় বিজিবি ও বিএসএফের কম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজিবি জানায়, সীমান্তে আইন লঙ্ঘন করে বেড়া দেওয়ার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।’

আরো পড়ুন
নির্বাচনি আচরণবিধি-প্রচারে আসছে যেসব পরিবর্তন

নির্বাচনী আচরণবিধি প্রচারে আসছে যেসব পরিবর্তন

 
মন্তব্য

সম্পর্কিত খবর

জাতিসংঘ পার্ক থেকে বোমাসদৃশ তিনটি বস্তু উদ্ধার

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
জাতিসংঘ পার্ক থেকে বোমাসদৃশ তিনটি বস্তু উদ্ধার
সংগৃহীত ছবি

খুলনা মহানগরীর সদর থানাধীন শান্তিধাম মোড়ের জাতিসংঘ পার্ক থেকে বোমাসদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে সেগুলো নিষ্ক্রিয় করে র‌্যাবের একটি বিশেষজ্ঞ টিম।

খুলনা থানার ওসি হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, শনিবার (২৯ মার্চ) সকালে জাতিসংঘ পার্কের অফিসসংলগ্ন গাছপালার মধ্যে লাল রঙের টেপ দিয়ে মোড়ানো তিনটি বস্তু দেখে লোকজন পুলিশকে খবর দিলে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে বস্তু তিনটি উদ্ধার করেন।

প্রসঙ্গত, জাতিসংঘ পার্কে আগামী ১ এপ্রিল থেকে ১০ দিনব্যাপী ঈদ মেলার প্রস্তুতি চলছে।

সেখানে মেলার জন্য বিভিন্ন খেলনাসামগ্রীও স্থাপন করা হচ্ছে। এর মধ্যে সেখানে কে বা কারা ওই বোমা সদৃশ বস্তুগুলো রাখল সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। 

আরো পড়ুন
খুলনায় যুবলীগ নেতা বিপ্লব গ্রেপ্তার

খুলনায় যুবলীগ নেতা বিপ্লব গ্রেপ্তার

 
প্রাসঙ্গিক
মন্তব্য

চাঁপাইনবাবগঞ্জে লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শেয়ার
চাঁপাইনবাবগঞ্জে লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি অরক্ষিত লেভেলক্রসিংয়ে চলন্ত ট্রেন একটি মোটরসাইকেলে ধাক্কা দিলে আরোহী মেহেদি হাসান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা কেন্দুল লাইনপাড়া গ্রামের মাহবুব রশিদের ছেলে। মেহেদি হাসান নামে একটি পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন, রেলওয়ে পুলিশ (জিআরপি), ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (২৯ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটে।

ঘটনার পর সংকটাপন্ন অবস্থায় মেহেদি হাসানকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুল্যান্সে করে জেলা হাসপাতালে নেওয়া হয়। জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেল ৩টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরো পড়ুন
সাইবার ট্রাইব্যুনালের ৪১০ মামলা প্রত্যাহার

সাইবার ট্রাইব্যুনালের ৪১০ মামলা প্রত্যাহার

 

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. ওবাইদুল্লাহ বলেন, রাজশাহী ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে ১০৯ আপ শাটল-১ ট্রেনটি অননুমোদিত অরক্ষিত হোসেনডাঙ্গা লেভেলক্রসিং পার হওয়ার সময় চলন্ত ট্রেন মোটরসাইকেলে ধাক্কা দেয়। তবে ট্রেনটি নিরাপদে স্টেশনে পৌঁছায়।

চাঁপাইনবাবগঞ্জ জিআপি ফাঁড়ি ইনচার্জ আশিষ কুমার দাস বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

মন্তব্য

জামিন পেয়ে দুধে গোসল ছাত্রলীগ নেতার

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী প্রতিনিধি
শেয়ার
জামিন পেয়ে দুধে গোসল ছাত্রলীগ নেতার
সংগৃহীত ছবি

জা‌মি‌নে মু‌ক্তি পে‌য়ে গোলাপের পাপ‌ড়ি মেশা‌নো দুধ দি‌য়ে গোসল করেছেন নিষিদ্ধ রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশা‌দ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) রা‌তে সাইফুল ইসলামের দুধ দি‌য়ে গোসল করার ৫১ সে‌কে‌ন্ডের এক‌টি ভি‌ডিও ভাইরাল হয়। ভি‌ডিও‌তে দেখা গেছে, গোলাপের পাপ‌ড়ি মেশা‌নো দুধের বালতি থেকে মগে করে দুধ উঠি‌য়ে সাইফুল ইসলাম গোসল করছেন।

আরো পড়ুন
ঢাকা কেন্দ্রীয় কারাগারে তিন ঈদ জামাত, থাকছে বিশেষ খাবার

ঢাকা কেন্দ্রীয় কারাগারে তিন ঈদ জামাত, থাকছে বিশেষ খাবার

 

খোঁজ নিয়ে জানা‌ গে‌ছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজবাড়ীর গোয়ালন্দ মো‌ড়ে বৈষম্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নে হামলার ঘটনায় করা মামলায় চল‌তি বছ‌রের ১৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম। পরে তাকে কারাগা‌রে পাঠান আদালত। বুধবার (২৬ মার্চ) তি‌নি জা‌মি‌নে মু‌ক্তি পান।

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ ব‌লেন, ‘মিথ্যা ও হয়রা‌নিমূলক মামলায় আমা‌কে গ্রেপ্তার ক‌রে কারাগা‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছিল।

জা‌মিন পাওয়ায় বাড়িতে এসে দুধ দি‌য়ে গোসল ক‌রে‌ছি।’

মন্তব্য

‘জনগণকে সঙ্গে নিয়ে নগরীর জলাবদ্ধতা নিরসন করবে জামায়াত’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
‘জনগণকে সঙ্গে নিয়ে নগরীর জলাবদ্ধতা নিরসন করবে জামায়াত’
সংগৃহীত ছবি

জলাবদ্ধতা চট্টগ্রাম মহানগরীর একটি দুঃখ। দীর্ঘদিন ধরে নগরবাসীর জন্য এটা একটি জটিল সমস্যা। বিশেষ করে বর্ষাকাল এলে অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে নগরী। সরকারের একার পক্ষে এই কঠিন সমস্যা সমাধান করা কষ্টকর।

এলাকাবাসীকে সঙ্গে নিয়ে নগরীর জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিয়েছে জামায়াতে ইসলামী।

বর্ষকালে নগরবাসীকে জলাবদ্ধতামুক্ত করার লক্ষ্যে শনিবার (২৯ মার্চ) সকালে নগরীর বাকলিয়া বির্জাখাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এলাকা পরিদর্শনে গিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী এ আশ্বাস দেন।

এ সময় আরে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমিরন মুহাম্মদ নজরুল ইসলাম, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং চট্টগ্রাম-১০ (পাঁচলাইশ-খুলশী-হালিশহর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মো. আবু নাসের, মহানগরী কর্মপরিষদ সদস্য ফখরে জাহান সিরাজী সবুজ, বাকলিয়া থানা জামায়াতের আমির সুলতান আহমদ, থানা নায়েবে আমীর আবুল মনছুর, থানা সেক্রেটারি নূর আহমদ, জামায়াত নেতা কামাল হোসেন, আহমদুল হক প্রমুখ।

সিটি কর্পোরেশনের (চসিক) পক্ষ থেকে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বোর্ড সদস্য ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার আই ইউ এ চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. সরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, জোন কর্মকর্তা কল্লোল দাশ ও মেয়রের ব্যক্তিগত সহকারী মারুফুল হক চৌধুরী।

মন্তব্য

সর্বশেষ সংবাদ