<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে ভোজ্য তেলের আমদানি পর্যায়ে ভ্যাট কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আমদানি পর্যায়ে ভ্যাট ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এর আগে ভোজ্য তেলের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে গত ১৭ অক্টোবর পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পাম তেল সরবরাহের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছিল। ফলে বর্তমানে শুধু আমদানি পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট ছাড়া আর কোনো শুল্ক-কর থাকল না। এই সুবিধা চলতি বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এনবিআর মনে করে, ভ্যাট অব্যাহতির ফলে ভোজ্য তেলের দাম বাজারে সহনীয় পর্যায়ে থাকবে এবং ভোক্তারা কম দামে ভোজ্য তেল কিনতে পারবে। এর আগে বাজারে সরবরাহ বাড়াতে চাল, আলু, পেঁয়াজ, ডিম, ভোজ্য তেল ও চিনিতে রাজস্বছাড় দিয়েছে এনবিআর।</span></span></span></span></span></p>