২৫৩ কম্পানির শেয়ার দর কমল

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
২৫৩ কম্পানির শেয়ার দর কমল

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া ২৫৩ কম্পানির শেয়ারের দর কমেছে। একই সঙ্গে লেনদেনের পরিমাণ কমেছে। গতকাল রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৩৪ পয়েন্ট কমেছে।

বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫১৮৩ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ০.৭৫ পয়েন্ট বেড়ে ১১৫৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮.৩৪ পয়েন্ট বেড়ে ১৮৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

গতকাল ডিএসইতে ৪২১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৯৭ কোটি ১৩ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৮৩টি কম্পানির, কমেছে ২৫৩টির এবং অপরিবর্তিত আছে ৬২টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। সিএসইতে সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৭.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৮৩২ পয়েন্টে।

সার্বিক সূচক সিএএসপিআই ৩৮.১৫ পয়েন্ট কমে ১৪৫২১ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৯৩ পয়েন্ট বেড়ে ৯৪২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩৫.৫৯ পয়েন্ট বেড়ে ১১৯৬৬ পয়েন্টে অবস্থান করছে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর

এসিআই মোটরস : ইয়ামাহা তাদের সব ডিলার পয়েন্টে গ্রাহকদের নিয়ে ইফতার মিট-আপ আয়োজন করেছে। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে ১০ হাজার জনেরও বেশি ইয়ামাহা গ্রাহক এতে অংশগ্রহণ করেন। সবচেয়ে বড় আয়োজনটি হয় রাজধানী ঢাকার পাঁচতারা লা মেরিডিয়ান হোটেলে। সেখানে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের উপব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস এবং এসিআই মোটরসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/26-03-2025/2/kalerkantho-ib-5a.jpg

সাউথইস্ট ব্যাংক : ট্রেনিং ইনস্টিটিউটে রিটেইল ঋণ ও ক্রেডিট কার্ড বিপণন দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে সাউথইস্ট ব্যাংক। উদ্বোধনী অধিবেশন শুরু হয় ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক সায়মা বানুর স্বাগত বক্তব্যের মাধ্যমে। এতে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন এক্সিকিটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ইন্টারন্যাশনাল ডিভিশন মো. জাহাঙ্গীর কবিরসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা।


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/26-03-2025/2/kalerkantho-ib-5a.jpg

ইসলামী ব্যাংক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এতে সভাপতিত্ব করেন। সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান এবং এমডি মুহাম্মদ মুনিরুল মওলা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/26-03-2025/2/kalerkantho-ib-5a.jpg

বিডিবিএল : বিডিবিএল ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের (বিআইএসএল) দশম এজিএম অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ মার্চ বিডিবিএল ভবনে অনুষ্ঠিত এই সভায় কম্পানির চেয়ারম্যান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির এমডি ও সিইও মো. জসীম উদ্দিন সভাপতিত্ব করেন।

সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহমেদ ইসমেত ও পরিচালক মো. চয়নুল হক।

প্রাসঙ্গিক
মন্তব্য

ডিএক্স ঈদ ফেস্ট শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ডিএক্স ঈদ ফেস্ট শুরু

ডিএক্স গ্রুপ তাদের মেগা ঈদ ক্যাম্পেইন ডিএক্স ঈদ ফেস্ট ঘোষণা করেছে। ডিএক্স টেল, ডিএক্স নিউ এনার্জি শোরুম, ডিএক্সজি এবং ডিএক্স-এর গ্যাজেট কিনে পণ্য সারা দেশের গ্রাহকরা পাবেন এক্সক্লুসিভ উপহার। এর মধ্যে রয়েছে আইমা ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক, হুন্দাই এয়ারকন্ডিশনার, শাওমি টিভি এবং স্মার্ট ফোন, স্মার্টওয়াচ, টিডব্লিউএস ও মড়ফীম.পড়স-এর জন্য গিফট ভাউচার। এই ক্যাম্পেইন উদ্ভাবনের এক নতুন যুগের সূচনা করেছে, যেখানে গ্রাহকরা একটি ডিজিটাল স্পিনার ঘুরিয়ে তাঁদের উপহার পাবেন।

এই ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা eidfest.godxg.com-এ উপভোগ করা যাবে। সম্পূর্ণ কাগজবিহীন এই ক্যাম্পেইন বছরের সর্ববৃহৎ বিক্রয় মৌসুমে গ্রাহকদের সত্ঙ্গে টেকসই যোগাযোগের একটি নতুন দিগন্ত হয়ে থাকবে। ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এবং সিইও দেওয়ান কানন বলেন, প্রতিবছর ডিএক্স গ্রুপ সেরা পণ্য ও সেবার মাধ্যমে লাখ লাখ গ্রাহকের কাছে পৌঁছে থাকে। এ বছর আমরা গ্রাহকদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা প্রদান করতে চাই।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ