এসিআই মোটরস : ইয়ামাহা তাদের সব ডিলার পয়েন্টে গ্রাহকদের নিয়ে ইফতার মিট-আপ আয়োজন করেছে। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে ১০ হাজার জনেরও বেশি ইয়ামাহা গ্রাহক এতে অংশগ্রহণ করেন। সবচেয়ে বড় আয়োজনটি হয় রাজধানী ঢাকার পাঁচতারা লা মেরিডিয়ান হোটেলে। সেখানে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের উপব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস এবং এসিআই মোটরসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

সাউথইস্ট ব্যাংক : ট্রেনিং ইনস্টিটিউটে রিটেইল ঋণ ও ক্রেডিট কার্ড বিপণন দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে সাউথইস্ট ব্যাংক। উদ্বোধনী অধিবেশন শুরু হয় ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক সায়মা বানুর স্বাগত বক্তব্যের মাধ্যমে। এতে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন এক্সিকিটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ইন্টারন্যাশনাল ডিভিশন মো. জাহাঙ্গীর কবিরসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

ইসলামী ব্যাংক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এতে সভাপতিত্ব করেন। সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান এবং এমডি মুহাম্মদ মুনিরুল মওলা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

বিডিবিএল : বিডিবিএল ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের (বিআইএসএল) দশম এজিএম অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ মার্চ বিডিবিএল ভবনে অনুষ্ঠিত এই সভায় কম্পানির চেয়ারম্যান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির এমডি ও সিইও মো. জসীম উদ্দিন সভাপতিত্ব করেন।
সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহমেদ ইসমেত ও পরিচালক মো. চয়নুল হক।