<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলির ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় করা মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত অভিহিত করে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এক বিবৃতিতে এই দাবি জানান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এর আগেও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করলে তারা নিম্ন আদালত থেকে জামিনপ্রাপ্ত হয়। এ ঘটনায় কুচক্রী মহল আরো ক্ষিপ্ত হয়ে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্থানীয় আওয়ামী নেতাকর্মীদের যোগসাজশে এবং প্রশাসনের কিছু অসৎ কর্মকর্তার সহযোগিতায় আরো একটি মিথ্যা মামলায় সম্পৃক্ত করে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হন বাড্ডা টেকপাড়ার নাছির মিয়ার ছেলে আল আমিন হোসেন (৩০)। এ ঘটনায় গত ৬ নভেম্বর দায়েরকৃত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানসহ ৫৮ জনের নাম উল্লেখ করে এবং আরো ৪০-৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। ওই মামলায় রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোশারফ হোসেন, ওয়ার্ড বিএনপির সদস্য কামাল মিয়া, ১ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি আবু তাহের, সহসভাপতি রাসেল আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান নুরু, প্রচার সম্পাদক মামুন মিয়া, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মামুনুর রহমান মামুনকেও আসামি হিসেবে উল্লেখ করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ মামলাকে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক অ্যাখ্যা দিয়ে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ূন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে রূপগঞ্জের বিএনপির সব নেতাকর্মী অংশগ্রহণ করেছে। সেই নেতাকর্মীদের কিভাবে মামলায় আসামি করা হয় তা বোধগম্য নয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তর বাড্ডায় গুলিবিদ্ধ হয়ে এমদাদুল হক (২৬) শহীদ হওয়ার ঘটনায় করা মামলায় উক্ত নেতাকর্মীদের আসামি করা হয়েছিল। </span></span></span></span></p>